Table of Contents
Toggleসাম্প্রতিক বাংলাদেশ বিষয়বলী হতে সাধারণ জ্ঞান অংশ থেকে গুরুত্বপূর্ণ তথ্য যা জানা আমাদের সবার দরকার।
সাধারণ জ্ঞান এর সকল প্রশ্নই গুরুত্বপূর্ণ। কেন নয় ভার্সিটি ভর্তি পরীক্ষা বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা, সরকারি সকল চাকরির পরীক্ষা, NTRCA শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ প্রাইমারি শিক্ষক পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবেই থাকবে। তাই সাধারণ জ্ঞানের সকল আপডেট আপনাকে জানতে হবে। আর আপডেট সকল নিউ পেতে BCS Prepare এর সাথেই থাকুন।
আপডেট সাধারণ জ্ঞান অফলাইন এ পড়তে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড সহ অনেক বই পাওয়া যায়। যা আপনি অফলাইন এ পড়তে পারবেন। তবে মনে রাখতে হবে অফলাইন এ সব সময় আপডেট মাস বা আপডেট তারিখ দেখে কিনছেন কিনা। কারণ সাধারণ জ্ঞান দিন দিন আপডেট হয়।
কিছু কিছু মানুষ আছে যারা সহজ কিছু প্রশ্ন এড়িয়ে চলে। কারণ তারা মনে করে এসব সহজ তাই এগুলো নিয়ে চিন্তা করতে হবে কেন? অথচ পরীক্ষার হলে এগুলো নিয়ে কনফিউজান হয় এবং সহজ বিষয় ভুল করে বসে। তাই কোন সহজ বা কঠিন কিছুকেই অবহেলা করা যাবে না।
তবে BCS Prepare সব সময় আপডেট তথ্য দিয়ে থাকে। তাই সব সময় BCS Prepare এর সাথেই থাকুন। চলুন দেখে আশি BCS Prepare এর সাধারণ জ্ঞান এর সাধারণ পর্বের বাংলাদেশ সম্পর্কিত কিছু সাধারণ তথ্য।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলী
বাংলাদেশের সরকারি নাম কি? বা বাংলাদেশের সম্পূর্ণ নাম কি?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
আয়তনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর কততম বৃহতম দেশ?
উত্তর: ৮ম তম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্টীয় ভাষার নাম কী বা রাষ্টীয় ভাষা কী?
উত্তর: বাংলা ভাষা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রধর্ম কী ?
উত্তর: ইসলাম ধর্ম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মানুষের স্বাক্ষরতা হার কত?
উত্তর: ৭২.৮৯%
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মানুষের গড় আয়ুকাল কত বছর?
উত্তর: ৭২.৯০ বছর।
বাংলাদেশের মানুষের মাথা পিছু বাৎসরিক আয় কত?
উত্তর: ২,৭৩,৩৬০ টাকা (বিবিএসের তথ্য অনুযায়ী) এই তথ্য প্রতি বছর পরিবর্তনশীল।
বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে?
উত্তর: ২টি দেশের (ভারত এবং মিয়ানমার)
জনসংখ্যার দিক হতে বাংলাদেশ বিশ্বের কত তম?
উত্তর: জনসংখ্যার বিচারে বাংলাদেশ বিশ্বের ৮ম (১৭ কোটির অধিক)।
বাংলাদেশে বহমান আন্তর্জাতিক নদী কয়টি?
উত্তর: ৫৭টি ।
বাংলাদেশে বর্তমান বিভাগ কয়টি?
উত্তর: ৮টি।
বাংলাদেশের বিভাগ গুলোর নাম কী কী?
উত্তর: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট এবং ময়মনসিংহ।
বি:দ্র: সর্বশেষ বিভাগের নাম হলো ময়মনসিংস যা প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৫ সালে।
সর্বশেষ প্রতিষ্ঠিত বিভাগের নাম কী?
উত্তর: ময়মনসিংহ বিভাগ (২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর)।
ময়মনসিংহ বিভাগ গঠিত কোন কোন জেলা নিয়ে?
উত্তর: ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা (৪টি জেলা নিয়ে গঠিত হয় ময়মনসিংহ বিভাগ)
বাংলাদেশের মোট জেলা এবং উপজেলা সংখ্যা কয়টি?
উত্তর: জেলা ৬৪টি এবং উপজেলা ৪৯৫টি।
বাংলাদেশের মোট পৌরসভা এবং সিটি কর্পোরেশন কয়টি?
উত্তর: ৩৩১ টি পৌরসভা এবং ১২ টি সিটি কর্পোরেশন।
সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?
উত্তর: ময়মনসিংহ সিটি কর্পোরেশন (১২ তম সিটি কর্পোরেশন, ২ এপ্রিল ২০১৮ সালে প্রতিষ্ঠিত)।
আয়তনের দিক হতে বৃহতম সিটি কর্পোরেশন কোনটি?
উত্তর: গাজীপুর সিটি কর্পোরেশন।
আয়তনের দিক হতে ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন কোনটি?
উত্তর: সিলেট সিটি কর্পোরেশন।
বাংলদেশের মোট ইউনিয়ন সংখ্যা কত?
উত্তর: ৪৫৭১ টি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকার মাপ/পরিমাপ কত ?
উত্তর: ১০ ফুট × ৬ ফুট (৩.০ মিটার × ১.৮ মিটার)।
বাংলাদেশের জাতীয় পতাকার নকশা প্রণয়ন করেছেন কে?
উত্তর: কামরুল হাসান ।
বাংলাদেশের জাতীয় সংগীত কোনটা?
উত্তর: “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ,,,,,,,,,, তোর বদন খানি মলিন হলে ওমা আমি নয়নজলে ভাসি (১০ লাইন)
বাংলাদেশের জাতীয় সংগীত রচনা করেছেন কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর (আমার সোনার বাংলা- কবিতার প্রথম ১০ লাইন)
বাংলাদেশের রণসংগীত বলা হয় কোনটা কে?
উত্তর: নতুনের গান ।
বাংলাদেশের রণসংগীত বলা হয় কোনটা কে? বা বাংলাদেশের রণসংগীত এর রচয়িতা কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
কাজী নজরুল এক বিদ্রোহী নাম, কাজী নজরুল এক জাতীয় নাম। কাজী নজরুল নিয়ে বিস্তারিত পড়তে পারেন বিদ্রোহী কবি কাজী নজরুল অংশে।
বাংলাদেশের রণসংগীত কাজী নজরুল ইসলাম কত সালে রচনা করেন?
উত্তর: ১৯২৯ সালে।
বাংলাদেশের জাতীয় কবির নাম কী বা বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
বিদ্রোহী কবি বলা হয় কাকে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।
বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি বা বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কী?
উত্তর: বায়তুল মুকাররম মসজিদ (বায়তুল মোকাররম, ঢাকা-১০০০)।
বাংলাদেশের জাতীয় মন্দির কোনটি বা বাংলাদেশের জাতীয় মন্দির এর নাম কী ?
উত্তর: ঢাকেশ্বরী মন্দির, ঢাকা।
বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোনটি ?
উত্তর: জাতীয় স্মৃতিসৌধ (সাভার, ঢাকা )।
শাপলা ফুলকে বলা হয় ?
উত্তর: বাংলাদেশের জাতীয় ফুল ।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলী হতে আরও পড়তে এখানে ভিজিট করুণ সাধারণ জ্ঞান অথবা বাংলাদেশ বিষয়বলী
Pingback: শিক্ষক নিবন্ধন মডেল টেস্ট-০১ (বাংলা ব্যাকরণ হতে) - BCS Preparation