বাংলা ব্যাকরণ হতে শিক্ষক নিবন্ধন মডেল টেস্ট-01

শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বাংলা মডেল টেস্ট পার্ট এ থাকছে পুরুত্বপূর্ণ সব প্রশ্ন এবং উত্তর 

শিক্ষক নিবন্ধন মডেল টেস্ট এর জন্য বাংলা ভাষার ইতিহাস হতে প্রশ্ন:-

১। বাংলা ভাষার উৎস কোনটি?

ক) ইন্দ্র- উইরোপীয়,  খ) ইন্দ্র- ভারতীয়, গ) ইন্দ্র- এশিয়া,  ঘ) ইন্দ্র-আফ্রিকা।

উত্তর: ক) ইন্দ্র- উইরোপীয়, 

২। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত সালে?

ক) ১৭৩৪ সালে,  খ) ১৭৪৩ সালে, গ) ১৭৪২ সালে,  ঘ) ১৭৪১ সালে।

উত্তর: খ) ১৭৪৩ সালে,

৩। মনের ভাব প্রকাশের প্রথম বাহন কোনটি?

ক) চিত্র, খ) ভাষা, গ) শব্দ,  ঘ) ইশারা।

উত্তর: খ) ভাষা,

৪। গৌরীয় ব্যাকরণ এর রচয়িতা কে?

ক) ড. মোহাম্মাদ শহীদুল্লাহ, খ) প্রমথ চৌধুরী , গ) রাজা রামমোহন রায়, ঘ) আজিজুল হক।

উত্তর: গ) রাজা রামমোহন রায়,

৫। প্রথম বাংলা ব্যাকরণের নাম কী ?

ক) The Bengali Grammer, খ) সবুজ বাংলা ব্যাকরণ, গ) ভোকাবুলারিও এম ইডিওমা-ই-পর্তুগিজ, ঘ) The Grammer of The Bengali Language

উত্তর: গ) ভোকাবুলারিও এম ইডিওমা-ই-পর্তুগিজ,

শিক্ষক নিবন্ধন মডেল টেস্ট ইংরেজি পার্ট হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন:-


আপনি যদি শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার প্রস্তুতি নিতে চান তাহলে “শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার ইংরেজি স্পেশাল পার্ট” এই পার্ট আগে পড়ুন। এখানে পাবেন শিক্ষক নিবন্ধন মডেল টেস্ট ইংরেজি পার্ট হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন।


শিক্ষক নিবন্ধন মডেল টেস্ট এর জন্য ব্যাকরণ বর্ণ ধ্বনি হতে প্রশ্ন:-

৬। শরীর>শরীল এখানে কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে?

ক) স্বরলোপ, খ) বর্ণ বিকৃতি, গ) বিষমীভবন, ঘ) অভিশ্রুতি।

উত্তর: গ) বিষমীভবন,

৭। বাঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?

ক) কার, খ) ফলা, গ) বর্ণ, ঘ) ধ্বনি।

উত্তর: খ) ফলা,

৮। “জ্ঞ” কী কী যুক্ত বর্ণ নিয়ে গঠিত?

ক) জ + ক , খ) জ + ঞ, গ) ক + ষ, ঘ) ঞ + জ।

উত্তর: খ) জ + ,

৯। কখন “ন” হয় না?

ক) ক বর্গের আগে, খ) ট বর্গের আগে, গ) ত বর্গের আগে, ঘ) ব বর্গের আগে।

উত্তর: খ) ট বর্গের আগে,

১০। ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে কী বলা হয়?

ক) বর্ণ, খ) ব্যঞ্জন, গ) ঘোষ, ঘ) স্বর।

উত্তর: ক) বর্ণ,

১১। বাংলা ভাষার মৌলিক ধ্বনি গুলোকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়?

ক) ৩ ভাগে, খ) ২ ভাগে, গ) ৪ ভাগে, ঘ) ৬ ভাগে।

উত্তর: খ) ২ ভাগে,

শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য ব্যাকরণ সাধু ও চলিত ভাষা হতে প্রশ্ন:-

১২। সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন ভাষায় বেশি পরিলক্ষিত হয়?

ক) ক্রিয়া ও সর্বনাম, খ) বিশেষণ ও ক্রিয়া, গ) বিশেষ্য ও সর্বনাম, ঘ) বিশেষণ ও বিশেষ্য।

উত্তর: ক) ক্রিয়া ও সর্বনাম,

১৩। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?

ক) ধ্বনি, খ) ভাষা, গ) শব্দ, ঘ) বাক্য।

উত্তর: খ) ভাষা,

১৪। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?

ক) কবিতার পঙ্কুক্তিতে, খ) গল্পের বর্ণনাতে, গ) নাটকের সংলাপে, ঘ) গানের কলিতে।

উত্তর: গ) নাটকের সংলাপে,

শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য ব্যাকরণ সমর্থক শব্দ হতে প্রশ্ন:-

১৫। সমুদ্রের সমর্থক শব্দ কোনটি?

ক) তনয়, খ) সলিল, গ) অর্ণব, ঘ) কোনটি নয়।

উত্তর: গ) অর্ণব,


প্রাইমারি সহকারী শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা এবং NTRCA শিক্ষক নিবন্ধন পরীক্ষার মডেল টেস্ট এর জন্য সাধারণ জ্ঞান এখানে পড়ুন সাধারণ জ্ঞান পেজে।


১৬। “পুত্র” শব্দের সমর্থক শব্দ কোনটি?

ক) তনয়, খ) পতি, গ) অর্ণব, ঘ) কোনটি নয়।

উত্তর: ক) তনয়,

১৭। “রাত্রি” শব্দের সমর্থক শব্দ কোনটি?

ক) তনয়, খ) যামিনী, গ) ঊষার, ঘ) কোনটি নয়।

উত্তর: খ) যামিনী,

১৮। “জল” শব্দের সমর্থক শব্দ কোনটি?

ক) বারিধি, খ) সলিল, গ) ঊষার, ঘ) কোনটি নয়।

উত্তর: খ) সলিল, 

১৯। “বৃক্ষ” শব্দের সমর্থক শব্দ কোনটি?

ক) তরু, খ) সলিল, গ) গুল, ঘ) কোনটি নয়।

উত্তর: ক) তরু,

শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বাগধারা হতে প্রশ্ন:-

২০। “বিড়াল তপস্বী” শব্দের বাগধারা কোনটি?

ক) ধার্মিক ব্যক্তি, খ) ভণ্ড সাধু, গ) প্রাচীন প্রন্থি, ঘ) কোনটি নয়।

উত্তর: খ) ভণ্ড সাধু,

২১। “আক্কেল সেলামি” শব্দের বাগধারা কোনটি?

ক) সৌভাগ্য ব্যক্তি, খ) সেলামি পাওয়া, গ) নির্বুদ্ধিতার দ্ন্ড, ঘ) হতভাগা।

উত্তর: গ) নির্বুদ্ধিতার দ্ন্ড,

২২। “আটকালে” শব্দের বাগধারা কোনটি?

ক) সৌভাগ্য ব্যক্তি, খ) সেলামি পাওয়া, গ) নির্বুদ্ধিতার দ্ন্ড, ঘ) হতভাগা।

উত্তর: ঘ) হতভাগা,

২৩। “আকাশ কুসুম ” শব্দের বাগধারা কোনটি?

ক) হতবুদ্ধি ব্যক্তি, খ) নির্বুদ্ধিতার দ্ন্ড, গ) সেলামি পাওয়া, ঘ) কোনটি নয়।

উত্তর: ঘ) কোনটি নয়।

২৪। “উরন্চণ্ডী ” শব্দের বাগধারা কোনটি?

ক) অমিতব্যয়ী, খ) নির্বুদ্ধিতার, গ) উরু উরু ভাব, ঘ) কোনটি নয়।

উত্তর: ক) অমিতব্যয়ী,

২৫। “পটল তোলা ” শব্দের বাগধারা কোনটি?

ক) উরু উরু ভাব, খ) মারা যাওয়া, গ) অমিতব্যয়ী, ঘ) কোনটি নয়।

উত্তর: খ) মারা যাওয়া ,

Leave a Reply