স্থগিতকৃত HSC পরীক্ষার সময়সূচি প্রকাশ: পরীক্ষার রুটিন PDF সহ

স্থগিতকৃত HSC পরীক্ষার সময়সূচি

স্থগিতকৃত HSC পরীক্ষার সময়সূচি প্রকাশ: পরীক্ষার রুটিন PDF সহ

কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দেশে যে চলমান অস্থিতিশীল পরিস্থিত তৈরি হয়েছিল যার ফলোশ্রুতিতে ১৮জুলাই সকল স্কুল, কলেজ এবং পলিটেকনিক সহ সকল পরীক্ষা স্থগিত করা হয়। যার কারণে সকল পরীক্ষার্থী একটু হলেও বিপাকে পড়ে। কিন্তু শিক্ষামুন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সকল শিক্ষার্থীদের বারবার আশ্বাস দেন দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই খুব দ্রুতই পরীক্ষা শেষ করা হবে। 

 

ইতিমধ্যে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর এবং ময়মনসিং বোর্ড সহ সকল বোর্ডের স্থগিতকৃত HSC পরীক্ষার রুটিন প্রকাশ করেছেন মাধ্যমিক ও উচ্চমাধমিক শিক্ষা বোর্ড

 

HSC পরীক্ষার সময়সূচি পরিবর্তন সংক্রান্ত নোটিশ

মাধ্যমিক ও উচ্চমাধমিক শিক্ষা বোর্ড কর্তৃক ০১/০৮/২০২৪খ্রি তারিখ প্রকাশিত স্মারক নং- আশিবো/প্রশা/২০১০/১০৯ তে বলা হয় যে, “সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২৪-এর স্থগিতকৃত পরীক্ষাসমূহ নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।”

 

স্থগিতকৃত HSC পরীক্ষার সময়সূচি PDF Link

 

 

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি 

ব্যবহারিক পরীক্ষার জন্য ১৮-০৮-২০২৪ইং তারিখ নির্বাচন করা হয়েছে। উক্ত তারিখে অনুষ্ঠিতব্য প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস-১ম পত্রের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে সকাল ৯:০০টায়। এবং মাধ্যমিক ও উচ্চমাধমিক শিক্ষা বোর্ড কর্তৃক নির্দেশনা হলো ১৮-০৮-২০২৪ইং তারিখ সকাল ৯.০০ টায় মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন। এবং ড্রইং শিটে পরীক্ষা গ্রহণ করা বাধতামূল্যক। তবে প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র কোড শিরোনামপত্রে এবং যাবতীয় কাগজপত্রে ব্যবহার করতে হবে।

 

মাধ্যমিক ও উচ্চমাধমিক শিক্ষা বোর্ড কর্তৃক যে সব বিশেষ নির্দেশাবলি পালনীয়:

১। পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট আগে তার নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২। পরীক্ষা শুরুতে বহুনির্বাচনি পরীক্ষা তারপর সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা।

৩। পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর (Non programmable) ব্যবহার করতে পারবে সকল পরীক্ষার্থীগণ। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ।এবং পরীক্ষা কেন্দ্রের সকল শিক্ষক এবং ছাত্র ছাত্রী সহ সকলের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষেধ তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া।

৪। পরীক্ষার জন্য নির্ধারিত সময় 

বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা (৩০ নম্বর) সময় ৩০ মিনিট থাকবে।

সৃজনশীল (CQ) পরীক্ষা (৭০ নম্বর) সময় ২ ঘণ্টা ৩০ মিনিটে শেষ করতে হবে।

* ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে 

বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা (২৫ নম্বর) সময় ২৫ মিনিট এবং 

সৃজনশীল (CQ) পরীক্ষা (৫০ নম্বর) সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।

অবশ্যই সকল পরীক্ষা (MCQ এবং CQ উভয়)বিরতিহীন ভাবে চলবে।

 

আরও বিস্তারিত জানতে দেখুন: মাধ্যমিক ও উচ্চমাধমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

 


বিশেষ দ্র: ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা নাও হতে পারে। ফলাফল প্রকাশ হবে বিগত পরীক্ষার ফলাফল হিসাবে।


 


BCS Prepare একটি শিক্ষামূলক ওয়েবসাইট। আপনার এখন থেকে SSC, HSC, ICT, সরকারি চাকরির প্রস্তুতি, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি এখানে পাবেন। আরও পাবেন প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পূর্ণ ফ্রিতে।


Leave a Reply