Free SEO Tools ব্যবহারের টিক্স: আপনি ও হতে পারেন জিরো থেকে হিরো

Free seo tools

আপনি যদি SEO Expert হতে চান? তাহলে এই Free SEO Tools আপনার জন্য !

বর্তমান অনলাইন জব এর ক্ষেত্রে SEO (Search Engine Optimization) ডিজিটাল মার্কেটিং এর একটি বড় অংশ হিসাবে পরিগণিত হয়েছে। আশা করি সবাই জানেন যে, SEO কী আর কেন করা হয়। একটি ওয়েবসাইটকে SEO করতে হলে বিভিন্ন রকম টুলের প্রয়োজন হয়। কারণ টুল ব্যবহার ছাড়া SEO পরিপূর্ন ভাবে করা যায় না আর করলেও কখনই আপনার ওয়েবসাইট rank করবেন।

Search Engine Optimization বা SEO এর বিভিন্ন অংশের জন্য বিভিন্ন টুল ব্যবহার করা হয়,  যেমনঃ কীওয়ার্ড রিসার্চের জন্য এক ধরণের টুল (যে টুলস ব্যবহার করে খুব সহজে খুব অল্প সময়ে হাজার হাজার কীওয়ার্ড রিসার্চ করা যায়), অন-পেজ অপ্টিমাইজেশনের বা ব্যাকলিঙ্ক এনালাইসিস এর জন্য আবার অন্য ধরণের টুল ব্যবহার করতে হয়।
আর তাই আপনি SEO Expert হতে চাইলে আপনাকে এই SEO টুলস ব্যবহার করতে হবে। এই SEO টুলস বেশির ভাগ কিনতে হয় তবে যদি ফ্রিতে পাই তাইলে কেমন হয়? হা ঠিক শুনেছেন আপনি আপনার SEO Paid tools ফ্রি তে ব্যবহার করতে পারবেন তার জন্য আপনাকে আগে জানতে হবে কোনটা ফ্রি আর কোনটা Paid। চলুন জেনে নেয়া যাক Free SEO Tools সম্পর্কে। 

Free SEO Tools কী কেন?

আমরা Free SEO Tools বলতে যা বুঝছি তা হলো যে SEO Tools সাধারণত টাকাতে কিনতে হয় ঠিক এই টুলস গুলো আপনি খুব সহজে ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

কেন আপনি Free SEO Tools ব্যবহার করবেন?

আপনি যদি নতুন SEO Expert হয়ে থাকেন, আপনি হয়তো এখন টাকাও খরচ করতে পারছেন না। তাই SEO এর বেসিক কাজ করার জন্য আপনি চাইলে Free SEO Tools ব্যবহার করতে পারবেন। 

সহজ কথায় বিনা পয়সায় কাজ।

Free SEO Tools কে ব্যবহার করবেন?

আপনি SEO এক্সপার্ট হন বা নতুন কাজ শিখতে চান আপনি চাইলে অবশ্যই Free SEO Tools ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি এক্সট্রা কিছু সুবিধা পেতে চান তাইলে আপনাকে Paid ভার্সন এ যেতে হবে। যেমন: আপনি যদি Rank Math SEO ফ্রি Tools ব্যবহার করেন তবে আপনি ১টা বা সর্বোচ্চ ২তা কীওয়ার্ড নিয়ে SEO করতে পারবেন এর বেশি ফ্রিতে করতে পারবেন না। ২ বা ততোধিক কীওয়ার্ড একত্রে নিয়ে খুব সহজে কাজ করার জন্য আপনাকে Paid Rank Math SEO ব্যবহার করতে হবে। 

বি:দ্র: তবে আপনি চাইলে Free SEO Tools দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন।

Rank Math SEO ফ্রি নাকি Paid?

Rank Math কী: আপনার হয়তো ইতিমধ্যে জেনেছেন যে Rank Math হলো একটা ওয়ার্ডপ্রেস SEO Plugin যার মাধমে আপনি আপনার ওয়েবসাইটকে খুব সহজে অপটিমাইজিং করতে পারবেন। SEO plugin হিসাবে Rank Math খুব জনপ্রিয় এবং Rank Math ব্যবহার খুব সহজ। আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর SEO সংক্রান্ত সকল কাজ এর মাধমে খুব সহজে ফ্রিতে করতে পারবেন। এবং আপনি যে কীওয়ার্ড গুলো লিখছেন ওই কীওয়ার্ড এর জন্য আপনার প্রতিপক্ষ কত জন তাও জানতে পারবেন এবং আরও কত ভালো লিখলে আপনি আপনার প্রতিপক্ষকে পেছনে ফেলতে পারবেন তাও জানতে পারবেন। একুই সাথে যদি কোন পোস্ট বা পেজ রিডাইরেক করতে হয় সেই কাজটাও খুব সহজে করতে পারবেন  Rank Math SEO দিয়ে।

  • Tools এর নাম : Rank Math SEO
  • ধরন : ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং টাকাতেও কিনতে পারবেন।
  • কী কী ওয়েবসাইট এর জন্য: আপনার সব ধরনের সাইট এর জন্য ব্যবহার করতে পারবেন।
  • ব্যবহারকারি: ৩০ লক্ষ+ 

Rank Math SEO Tools ডাউনলোড লিঙ্ক 

Yoast SEO 

Yoast SEO কী: Yoast SEO Rank Math এর মতোই একটা ওয়ার্ডপ্রেস SEO Plugin যার মাধমে আপনি আপনার ওয়েবসাইটকে খুব সহজে অপটিমাইজিং করতে পারবেন। SEO plugin জগতে Rank Math, Yoast SEO খুব জনপ্রিয়। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর SEO সংক্রান্ত সকল কাজ Yoast SEO মাধমে খুব সহজে ফ্রিতে করতে পারবেন। এবং Rank Math এর মতোই আপনি যে কীওয়ার্ড গুলো লিখছেন ওই কীওয়ার্ড এর প্রতিপক্ষ কত জন আছে এবং আপনি কত নম্বরে তাও জানতে পারবেন। পোস্ট বা পেজ রিডাইরেক করতে পারবেন Yoast SEO দিয়ে। ON- Page Optimization খুব সহজে করা যায়। এবং উপযুক্ত Audience এর জন্য সে বিষয় সম্পর্কেও ধারণা প্রকাশ করে Yoast SEO টুলটি।

  • Tools এর নাম : Yoast SEO
  • ধরন : ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং টাকাতেও কিনতে পারবেন।
  • কী কী ওয়েবসাইট এর জন্য: আপনার সব ধরনের সাইট এর জন্য ব্যবহার করতে পারবেন।
  • ব্যবহারকারি: ১৩০ লক্ষ+ 

Yoast SEO Tools ডাউনলোড লিঙ্ক 

Free SEO Tools Moz

বিখ্যাত অনলাইন মার্কেটিং কোম্পানী Moz এর ফ্রী টুলস হলো Moz SEO । Moz সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অন পেজ অপটিমাইজেশন, কীওয়ার্ড রিসার্চ এবং ব্লক লিঙ্ক এর জন্য অনেক গুরুত্বপূর্ন টুল। বেশির ভাগ SEO এক্সপার্টরাই এই টুলস ব্যবহার করে থাকেন। ওয়েবসাইট রাঙ্ক করানোর জন্য শুধু আপনার কনটেন্ট বা আপনার ওয়েবসাইট নিয়ে ঘাটঘাঁটি করলেই হয়না পাশাপাশি অন্যরা কী কী করছেন তাও দেখতে হবে এনালিসিস করতে হবে। অন্য জন্য যা লিখেছেন তার চেয়ে আরও ভালো কী ভাবে করা যায় তা ভাবতে হবে। আর এই কাজটি করে দেবে Moz। 

  • Tools এর নাম : Moz SEO
  • ধরন : ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং টাকাতেও কিনতে পারবেন।
  • কী কী ওয়েবসাইট এর জন্য: আপনার সব ধরনের সাইট এর জন্য ব্যবহার করতে পারবেন।

Moz SEO Tools ডাউনলোড লিঙ্ক 

Google Search Console

বেশির ভাগ ওয়েবসাইট করা হয় google adsense থেকে ইনকাম করার লক্ষ্যে। তাই আপনাকে আপনার ওয়েবসাইট করা হলে google adsense পাবার আগে Google Search Console এ সাইট অ্যাড করতে হবে। এই টুলস Totaly Free SEO Tools google এর পক্ষ থেকে। 

SEMRush SEO Tools

আপনার ওয়েবসাইট আপনার যেকোনো কনটেন্ট SEO জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ন কাজটি হলো Keyword Research করা। আপনি যখন একটি সঠিক কীওয়ার্ড(যা ইউজার বা ভিজিটর খোঁজে) রিসার্চ করতে যাবেন তখন SEMRush খুব ভালো সাহায্য করবে। আর সঠিক কীওয়ার্ড রিসার্চ খুব জরুরি প্রতিটি ওয়েবসাইট এর জন্য। এখন SEO Expert দের সবচেয়ে জনপ্রিয় SEO টুলস হলো এই SEMRush। SEMRush এর মাধ্যমে জানতে পারবেন কোন কীওয়ার্ডের অরগানিক সার্চ হচ্ছে, কোনটা পেইড সার্চ, ফ্রেজ মেচ কীওয়ার্ডস, রিলেটেড কীওয়ার্ডস, ট্রেন্ডসহ ইত্যাদি গুরুত্বপূর্ন তথ্য যার মাধ্যম খুব সহজে লাভজনক কীওয়ার্ড খুঁজে পেতে পারবেন। 

SEMRush SEO Tools টা paid টুলস।

Ubersuggest SEO Tools

আপনি যখন একটি সঠিক কীওয়ার্ড রিসার্চ করতে যাবেন তখন Ubersuggest খুব ভালো সাহায্য করবে। আর সঠিক কীওয়ার্ড রিসার্চ খুব জরুরি প্রতিটি ওয়েবসাইট এর জন্য। এখন SEO Expert দের সবচেয়ে জনপ্রিয় SEO টুলস হলো এই Ubersuggest। এর মাধ্যমে জানতে পারবেন কোন কীওয়ার্ডের অরগানিক সার্চ হচ্ছে, কোনটা পেইড সার্চ, ফ্রেজ মেচ কীওয়ার্ডস, রিলেটেড কীওয়ার্ডস, ট্রেন্ডসহ ইত্যাদি গুরুত্বপূর্ন তথ্য যার মাধ্যম খুব সহজে লাভজনক কীওয়ার্ড খুঁজে পেতে পারবেন। 

Ubersuggest SEO Tools টা paid টুলস।

done 

SEO Quake:

একটি ওয়েবসাইট কে SEO এর জন্য সুন্দরভাবে বিশ্লেষণ করতে যে টুলটির সাহায্যে করতে পারবে তা হল SEO Quake. এর মাধ্যমে আপনি জানতে পারবেন পেজ র‍্যাঙ্ক, ওয়েবসাইট র‍্যাঙ্ক, img alt, ইনডেক্স পেজের সংখ্য আরো অনেক অনেক মূল্যবান তথ্য।যারা এসইও এর কাজ করে তাদের মধ্যে খুব কম লোক পাওয়া যাবে যারা জীবনে একবারও SEO Quake ব্যবহার করেনি। এটি ব্যাপক জনপ্রিয় একটি ফ্রী টুল।

এই টুলটি শুধুমাত্র মজিলা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে ব্যবহার করা যাবে।

Leave a Reply