কিভাবে একজন ভালো কনটেন্ট রাইটার (Content Writer) হওয়া যায়

Content Writer

আপনার জানেন লেখা লেখি একটা নেশা। কিন্তু এই লেখা লেখি এখন আর শুধু নেশা নয়। জি, আপনি ঠিক শুনেছেন।এখন হাজারো লেখা পাগলদের পাশে আসে এখন জড়ো হয়েছেন হাজারো ফ্রিল্যান্সেরা (Content Writer)। এই লেখা লেখিকে এখন তারা তাদের পেশা হিসাবে বেছে নিয়েছেন। 

তবে এই লেখা লেখি পেশা আপনি ও বেচে নিতে পারেন যদি আপনি এখন ভালো কন্টেন্ট রাইটার হয়ে থাকেন। তবে শুধু লিখলেই হবে না। সঠিক তথ্য লিখতে হবে। আবার আপনি সঠিক লিখেছেন কিন্তু উপার্জন করতে পাছেন না কারণ আপনি জানেন না, কিভাবে শুধু মাত্র লিখে মাসে হাজার হাজার টাকা আয় উপার্জন।

আবার অনেকে বলছেন আমার তো ইচ্ছা একজন ভালো কনটেন্ট ক্রিয়েটর বা একজন ভালো কনটেন্ট রাইটার হবো লিখছি কিন্তু ভালো কিছু হচ্ছে না। তবে চলুন জেনে আশি কেন আপনি অনেক চেষ্টা করেও ভালো কিছু করতে পারছেন না।

 

কনটেন্ট রাইটার (Content Writer) হতে কী কী লাগে?

১। অনুশীলন 

একজন ভালো কনটেন্ট রাইটার হতে হলে আপনাকে অনুশীলন করতে হবে ওইসব বিষয় নিয়ে যা আপনি লিখতে চাচ্ছেন। কারণ একজন ভালো কনটেন্ট রাইটার এর জন্য অনুশীলন খুব গুরুত্বপূর্ণ। 

২।  ধৈর্য

এবং আপনাকে ধৈর্যশীল হতে হবে। একবার লিখলাম ভালো ফলাফল হলো না বলে হাল ছেড়ে দেয়া যাবে না। লেগে থাকতে হবে আর অনুধাবন করতে হবে আমার আগের লেখাতে কী ভুল ছিলো কেন আমি আগের লেখা থেকে ভালো কিছু পেলাম না।

৩। শেখার ইচ্ছা 

সব সময় নতুন কিছু শেখার ইচ্ছা থাকতে হবে। অন্যজন যা দিতে পারছেন না তা আপনাকে দিতে হবে জানতে হবে। নতুন কিছু শিখতে হবে আর এই নতুন কিছু শেখা সবার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। কারণ শিক্ষা গ্রহণ টা এমন একটা জিনিস যা ভেতর থেকে আসে। আপনার খাবার ইচ্ছা না থাকলে হয়তো ক্ষুধার তাড়নায় খেতে হচ্ছে তাইনা? আর আপনার যদি খেতে ইচ্ছা হয় তো তখন কী হয়? কেও খাবার না দিতে চাইলেও খেতে হবে এমনটা মনে হয়।

ঠিক তেমনি যদি কারো শেখার ইচ্ছা থাকে সে ক্ষুধার্ত বাঘের মতো শিখার জন্য ঘুরে বেড়াই, সব সময় তার মনে এমন টি থাকে যে আমি কী যেন শিখলাম না।

এই তিনটি গুণ যদি আপনার মাঝে থাকে তাইলে আজই শুরু করে দেন। কারণ আপনি ভালো কিছু করতে পারবেন।

 

 একজন ভালো কনটেন্ট রাইটার হতে আপনি যা করতে পারেন 

১। বেশি বেশি পড়া: 

কথায় আছে যতই পড়িবে ততই শিখিবে। কথাটা ১০০% সত্য। আপনাকে মনে রাখতে হবে কোন মানুষ মূর্খের কাছে কখনও জ্ঞান নিতে আসে না। নতুন কিছু জানতে বিশেষ করে বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন গবেষণা, ম্যাগাজিন ইতাদি পড়ুন। 

২। নিয়মিত লেখা-লেখি: 

পড়ার পাশাপাশি লিখতে থাকুন এতে লেখার শ্রী বাড়বে। ধারাবাহিক ভাবে না হলেও প্রতিদিন কিছু লিখুন। পত্র পত্রিকায় না হলেও সোশ্যাল মিডিয়া যেমন Facebook, Instagram, Twitter ইতাদি তে লিখতে থাকুন। এতে অভ্যাসের সাথে সাথে ভুলটাও ধরতে এবং শুধরাতেও পারবেন।

প্রয়োজনে প্রথমে বিনা বেতনে বা বিনা পরিশ্রমে লিখতে হবে। এবং কথায় বিনা খরচে নিজেকে যাচায় করা যায় এমন প্লাটফর্ম খুঁজেবের করুণ এবং লেগে ঠেকুন। 

৩। চাহিদা বুজতে হবে:

আপনি যে প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছেন ওই প্লাটফর্ম এর ইউজার কী ধরনের তথ্য বা সেবা চাচ্ছে তা বুঝতে হবে। এবং আপনার সকল প্রতিযোগীর থেকে এগিয়ে থাকতে হবে। কারণ আপনার মতো কাজ করার মতো অনেক আছে, আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনি সবার থেকে আলাদা কিছু করতে জানেন। মূল কথা হলো আপনার ব্যবহারকারি যা চাই, যা প্রয়োজন তাকে ওই সেবা দিতে হবে। ইউজার এর চাহিদা না বুজলে আপনার কোন দামই নেই তাদের কাছে। 

তাই ইউজার এর চাহিদা বুঝে কাজ করুণ।

৪। জরিপ চালানো 

কোন কিছু লেখার আগে ভালো করে জরিপ চালান আপনি যা করতে যাচ্ছেন তা কী আগে কেও করেছে? নাকি করেনি?

যদি করে থাকে তাইলে আপনাকে অবশ্যই আগের থেকে ভালো কিছু করতে হবে। মনে রাখবেন যদি আপনার প্রতিদন্ধিদের চেয়ে বেটার কিছু না দিতে পারেন তাইলে কেন মানুষ আপনাকে খুঁজতে?

৫। দূর দৃষ্টির 

একজন কনটেন্ট রাইটার (Content Writer) কে দূরদৃষ্টি চিন্তা সম্পূর্ণ হতে হয়। আপনাকে ভাবতে হবে আগামী ২ বছর পর কী হতে পারে। এবং কী হতে পারে ভাবনার সাথে সাথে আপনাকে এর উত্তর ও খুঁজে বের করতে হবে। তাইলেই তো আপনি সবার থেকে আলাদা সবার থেকে এক ধাপ এগিয়ে।

৬। প্রয়োজনে দক্ষতা উন্নয়ন 

আপনি প্রথম প্রথম যে ভালো লিখবেন তা কিন্তু নয়। লিখতে থাকুন এবং নিজের কোথাই ঘাটতি আছে তা যাচাই করতে শিখুন এবং প্রয়োজনে নিজের দক্ষতা উন্নয়ন করুণ। ভুল হবে এবং তা ঠিক করতে হবে এবং তা থেকে শিক্ষা নিতে হবে।

৭। SEO 

SEO হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সংক্ষিপ্ত নাম। SEO একটা বিশাল জগৎ। এ জগতে প্রতিনিয়ত নতুন কিছু উদ্ভব হয়। কনটেন্ট রাইটার (Content Writer) হতে হলে আপনাকে SEO Expart হতে হবে এমন টি নয়। তবে কনটেন্ট এর মান উন্নয়ন, মানসম্মত কনটেন্ট, ইউজার এর চাহিদা মতো কনটেন্ট ইতাদি জন্য আর না হোক আপনাকে SEO বেসিক জানতে হবে। না হলে বুঝেই পারবেন না আপনার ইউজার সার্চ ইঞ্জিন এ কী খুজতেছে বা আপনি কোন কীওয়ার্ড ইউজ করলে ভালো সারা পাবেন আর কোন নাম ইউজ করলে আপনি একেবারে সার্চ ইঞ্জিন এর তলানিতে পরে থাকবেন। 

৮। কৌশলী এবং কৌতুহলী 

প্রতমত আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর বা কনটেন্ট রাইটার হতে চান তাইলে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে। বুজতে হবে ব্যবহারকারীর চাহিদা বা আকাঙ্ক্ষা। সেই সাথে সব সময় নতুন কিছু জানতে হবে। নতুন কিছু লিখতে হবে। এবং এমন ভাবে লিখতে হবে যেন ইউজার ভাবে আপনার মতো লেখক বা কনটেন্ট ক্রিয়েটর কোথাও নেই।

এবং সবাইকে কৌতুহলী রাখতে হবে যে নতুন কিছু খুব তাড়াতাড়ি পাবেন। নতুন কিছু আসছে আপনি যা করতে যাচ্ছেন তা কোথাও নেই ইতাদি ইতাদি।

সর্বশেষ বলতে হয়, একজন ভালো কন্টেন্ট রাইটার (Content Writer) সবাই হতে পারে না, কারণ ভালো কনটেন্ট রাইটার হয়ে ওঠা একটি পরিশ্রমের ফল। এখানে যে যত বেশি পরিশ্রম করবে তার ফল তত মিষ্টি হবে। যার দক্ষতা বেশি, যে নতুনের সন্ধানী, যে শিখতে ভালোবাসে সেই নিজেকে মেলে ধরতে পারবেন। তাই আপনার দক্ষতা শিখতে, দক্ষতার পরীক্ষা করতে এবং পরিমার্জন করতে থাকুন, এবং আপনি একজন কনটেন্ট রাইটার হিসাবে বৃদ্ধি এবং বিকাশ অব্যাহত রাখবেন।

আমাদের BCS Prepare একটি শিক্ষামূলক ওয়েবসাইট তাই আপনার সকল সরকারি, প্রাইমারি জব, ব্যাংক জব, শিক্ষক নিবন্ধন সহ সকল পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে।

Leave a Reply