BCS মডেল টেস্ট আন্তর্জাতিক বিষয়বলি এবং সংস্থা হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের মডেল টেস্ট, যা আপনাকে এবং আপনার প্রস্তুতি কে করবে আরও সহজ।
আন্তর্জাতিক বিষয়বলী নিয়ে আজকের আলোচনা হলো আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে থাকছে বিস্তারিত এবং প্রিলিমিনারি MCQ, এবং থাকবে সংক্ষিপ্ত সকল নামের পূর্ণ বিন্যাস।
এই মডেল টেস্ট আন্তর্জাতিক বিষয়বলি এবং সংস্থা হতে পাবেন
বিশ্ব বাণিজ্য সংস্থা হতে সকল কমন প্রশ্ন যেগুলো প্রাইমারি শিক্ষক, শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ সকল সরকারি পরীক্ষায় থাকে।
WTO এর প্রধান কাজ কী?
WTO বিশ্বের শান্তিময় এবং সুশৃঙ্খল বাণিজ্যের জন্য প্রতিষ্ঠিত হয়। বিশ্ব বাণিজ্য বাধাহীন ভাবে প্রতিচালিত করা ছাড়াও WTO এর উদ্দেশ্য হলো:-
- বিশ্ব বাণিজ্যের প্রসার
- মুক্ত বাণিজ্যের প্রসার
- বাণিজ্যের অ-শুল্ক এবং বাধাহীন বাণিজ্যের প্রসারণ
- বিশ্ব বাণিজ্য বাধা দূরীকরণ
- বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করা ইতাদি
WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
WTO এর সদর দপ্তর অবস্থিত “Rue de Lausanne 154, CH-1211 Geneva 21, Switzerland”.
আন্তর্জাতিক বিষয়বলি হতে আরও পোস্ট পেটে ভিজিট করুণ আন্তর্জাতিক বিষয়বলি ক্যাটাগরি পেজ এ
আন্তর্জাতিক সংস্থা IAEA
আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর পূর্ণরূপ হলো The International Atomic Energy Agency. আন্তর্জাতিক সংস্থা IAEA প্রতিষ্ঠিত হয় ২৯শে জুলাই ১৯৫৭ সালে। The International Atomic Energy Agency এর সদর দপ্তর Vienna, Austria অবস্থিত. আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর বর্তমান মহা পরিচালক ইউকিয়া আমানো জাপানের। ইউকিয়া আমানো ০১ ডিসেম্বর ২০০৯ সাল হতে বর্তমান পর্যন্ত দায়িত্বে আছেন।
আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর বর্তমান সদস্য দেশ কয়টি?
আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA-The International Atomic Energy Agency এর বর্তমান সদস্য আর্জেন্টিনা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, মিশর, জাপান, রাশিয়া, ফিনল্যান্ড, জার্মানি, বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ মোট ১৭৮টি দেশ।
UNDP- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
United Nations Development Programme সংক্ষেপে UNDP (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) ১৯৬৫ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা। UNDP এর পূর্ণরূপ হলো United Nations Development Programme. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) জাতিসংঘের বহুমুখী কারিগরি এবং প্রাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়ন করে থাকে। এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি সকল স্বল্প উন্নত দেশগুলোর উন্নয়নের কাজে সমন্বয় করে থাকেন।
UNDP এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
United Nations Development Programme (UNDP) বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এর সদর দপ্তর One United Nations Plaza, New York, NY 10017 USA অবস্থিত।
UNDP এর প্রদান কাজ কী?
জাতিসংঘের সদস্য দেশগুলোকে দারিদ্র্য দূরীকরণ কার্য্যক্রম।
সদস্য দেশগুলোর টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়ন।
দেশগুলোর মানব উন্নয়ন এবং
দীর্ঘমেয়াদী স্বয়ংসম্পূর্ণতা এবং সমৃদ্বির স্থায়ী সক্ষমতা বিকাশ করে।
UNHCR জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার
UNHCR এর পূর্ণরূপ হল United Nations High Commissioner for Refugees. জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর। জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার মূলত কাজ করে স্বদেশহীন, বাস্তুহারা, বিতাড়িত, মাতৃভূমিচ্যূত শরণার্থীদেরকে নিয়ে তাই ১৯৫৪ সালে এবং ১৯৮১ সালে মোট ২বার নোবেল পুরস্কার অর্জন করেছেন।
UNHCR জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (United Nations High Commissioner for Refugees) এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। United Nations High Commissioner for Refugees এর ১৩৫টি দেশে প্রায় ১৭৩০০ জন কর্মী নিযুক্ত আছে।
UNHCR জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার এর কাজ কী?
স্বদেশহীন, বাস্তুহারা, বিতাড়িত, মাতৃভূমিচ্যূত শরণার্থীদেরকে রক্ষা করা, সমর্থন যোগায় কোন দেশের সরকারের অনুরোধে ক্রমে।
দুর্বণ মানুষদের পাশে থেকে সমর্থন প্রদান
সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ থেকে আশ্রয় সহায়তা প্রদান ইতাদি।
UNICEF জাতিসংঘ শিশু তহবিল
United Nations International Children’s Emergency Fund বা UNICEF ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় UNICEF নামক আর্ন্তজাতিক সংস্থা টি। জাতিসংঘ শিশু তহবিল মূলত কাজ করে শিশুদের জীবনযাত্রার মান উন্নত করণে এবং ইপিআই প্রকল্পে সাহায্য করে থাকেন।
UNICEF সদর দপ্তর কোথায় অবস্থিত?
United Nations International Children’s Emergency Fund এর সদর দপ্তর যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক অবস্থিত।
সবচেয়ে বড় কথা হলো এই মডেল টেস্ট পরীক্ষা শুধু বিসিএস এর জন্য সাজানো হয়নি। এই “মডেল টেস্ট আন্তর্জাতিক বিষয়বলি এবং সংস্থা” মডেল টেস্ট টি সকল প্রাইমারি শিক্ষক পরীক্ষা, NTRCA শিক্ষক নিবন্ধন ইতাদি পরীক্ষার কথা মাথাই রেখে তৈরি
আন্তর্জাতিক বিষয়বলি হতে আরও পড়তে ভিজিট করুণ আন্তর্জাতিক বিষয়বলি তে বিসিএস প্রস্তুতির জন্য আমরা আরও মডেল টেস্ট এর ব্যবস্থা করেছি। সকল মডেল টেস্ট একত্রে পাবেন BCS মডেল টেস্ট এ।