শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বাংলা ভাষারীতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর

শিক্ষক নিবন্ধন পরীক্ষা

শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বাংলা অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে সাজানো আজকের পর্ব পড়ে আপনি শিক্ষক নিবন্ধনের কিছু প্রশ্ন কমন পেতে যাচ্ছেন। যা শুধু শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য নয় প্রাইমারি শিক্ষক পরীক্ষা জন্য ও গুরুত্বপূর্ণ। 

বাংলা ভাষারীতি এবং বাংলা ভাষার ইতিহাস থেকে প্রশ্ন। 

> কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়েছে?

ক) বঙ্গ কামরূপী, খ) ইন্দ্র ইউরোপীয়, গ) ভারতীয় আর্য, ঘ) সংস্কৃত

উত্তর: ক) বঙ্গ কামরূপী, 

 

 

> বাংলা ভাষার উৎস বা উৎপতি কোন ভাষা থেকে?

ক) বঙ্গ কামরূপী, খ) ইন্দ্র ইউরোপীয়, গ) ভারতীয় আর্য, ঘ) সংস্কৃত

উত্তর: খ) ইন্দ্র ইউরোপীয়,

 

> বাংলা ভাষার মূল উৎস কোনটি?

ক) কানারি ভাষা, খ) হিন্দি ভাষা, গ) বৈদিক ভাষা, ঘ) প্রকৃত ভাষা।

উত্তর: ঘ) প্রকৃত ভাষা।

 

> ড. সুনীতি কুমার চট্টাপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম

ক) মাগধী প্রকৃত থেকে, খ) গৌড়ি প্রকৃত থেকে, গ) বৈদিক ভাষা থেকে, ঘ) কানারি ভাষা থেকে।

উত্তর: ক) মাগধী প্রকৃত থেকে,

 

> ড. মুহাম্মদ শহিদুল্লার মতে বাংলা ভাষার জন্ম 

ক) মাগধী প্রকৃত থেকে, খ) গৌড়ি প্রকৃত থেকে, গ) বৈদিক ভাষা থেকে, ঘ) কানারি ভাষা থেকে।

উত্তর: খ) গৌড়ি প্রকৃত থেকে,

 

 

> আঞ্চলিক ভাষাই অপর নাম কী?

ক) কথ্য ভাষা, খ) সাধু ভাষা, গ) চলিত ভাষা, ঘ) উপভাষা 

উত্তর: ঘ) উপভাষা 

 

> বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের প্রাচীন নির্দেশন কোনটি?

ক) রামায়ণ, খ) চর্যাপদ, গ) শ্রী কৃষ্ণকীর্তন ঘ) বৈষবপদাবলী 

উত্তর: খ) চর্যাপদ 

 


বৈষবপদাবলী সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ভিজিট করুণ বৈষবপদাবলী এবং বাংলা ভাষারীতি থেকে পড়তে হোম পেজ ব্রাউজ করুণ।


 

> চর্যাপদ কত সালে আবিষ্কার করে?

ক) ১৮০৭ সালে, খ) ১৯০৭ সালে, গ) ১৯২৭ সালে, ঘ) ১৮২৭ সালে।

উত্তর: খ) ১৯০৭ সালে, 

 

> চর্যাপদ কোথায় হতে আবিষ্কার করা হয়?

ক) ভারতের রাজবংশ থেকে, খ) নেপালের রয়েল লাইব্রেরি থেকে, গ) অস্ট্রিয়া থেকে, ঘ) কোনটি নয়।

উত্তর: খ) নেপালের রয়েল লাইব্রেরি থেকে, 

 

> নেপালের রয়েল লাইব্রেরি থেকে চর্যাপদ কে উদ্ধার করেন?

ক) হরপ্রসাদ শাস্ত্রী, খ) ড. মুহাম্মদ শহিদুল্লাহ, গ) ড. সুনীতি কুমার চট্টাপাধ্যায়, ঘ) কোনটি নয়।

উত্তর: ক) হরপ্রসাদ শাস্ত্রী,

 

> বাংলা ভাষার আদি স্থিতি কাল কোনটি?

ক) দশম থেকে চতুর্দশ শতাব্দী, খ) একাদশ থেকে চতুর্দশ  শতাব্দী, গ) দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী, ঘ) ত্রেয়োদশ থেকে সপ্তমদশ  শতাব্দী

উত্তর: ক) দশম থেকে চতুর্দশ শতাব্দী, 

 

> “The Origin and Development of Bangali Language” গ্রন্থটির রচয়িতা কে?

ক) হরপ্রসাদ শাস্ত্রী, খ) ড. মুহাম্মদ শহিদুল্লাহ, গ) ড. সুনীতি কুমার চট্টাপাধ্যায়, ঘ) স্যার জর্জ গিয়ারসন।

উত্তর: গ) ড. সুনীতি কুমার চট্টাপাধ্যায়,

 

> বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?

ক) কৃপার শাস্ত্রের অর্থভেদ, খ) মিশনারি জীবন, গ) প্রভু যিশুর বাণী, ঘ) কোনটি নয়। 

উত্তর: ক) কৃপার শাস্ত্রের অর্থভেদ,

 

> বাংলা লিপির উৎস কী? বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?

ক) ব্রাক্ষী লিপি থেকে, খ) আরবি লিপি থেকে, গ) সংস্কিত লিপি থেকে, ঘ) চীনা লিপি থেকে।

উত্তর: ক) ব্রাক্ষী লিপি থেকে,

 

অথবা প্রশ্ন টা এমন ও হতে পরে,

> বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?

ক) ব্রাক্ষী লিপি থেকে, খ) আরবি লিপি থেকে, গ) সংস্কিত লিপি থেকে, ঘ) চীনা লিপি থেকে।

উত্তর: ক) ব্রাক্ষী লিপি থেকে,

 

> বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?

ক) চার্লজ উইলকিন্স, খ) গৌর দাশ, গ) পঞ্চানন্দ কর্মকার, ঘ) গঙ্গাকিশোর ভট্ট্রাচার্য 

উত্তর: ক) চার্লজ উইলকিন্স,(এখানে উল্লেখ্য যে বাংলা মুদ্রাক্ষরের তৈরিতে চার্লজ উইলকিন্স এবং পঞ্চানন্দ কর্মকার দুইজনেরই অবদান রয়েছে। তবে চার্লজ উইলকিন্স উদ্যোক্তা ছিলেন বলে তাকে জনক হিসাবে অবহিত করা হয়)

বাংলা ভাষারীতি হতে সাধু ভাষার ব্যবহার সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর

 

> বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তনে বিশেষ ভাবে ভূমিকা রেখেছেন কে?

ক) রাজা রামমোহন রায়, খ) প্রমথ চৌধুরী, গ) রাম রাম বসু, ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তর: খ) প্রমথ চৌধুরী,

 

> বাংলা ভাষায়  সর্ব প্রথম সাধু ভাষা ব্যবরহার করেন কে?

ক) রাজা রামমোহন রায়, খ) প্রমথ চৌধুরী, গ) রাম রাম বসু, ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তর: ক) রাজা রামমোহন রায়,

 

> বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর সদস্য?

ক) দ্রাবিড়, খ) ভোটচিনী, গ) ইন্দ্র-ইউরোপীয়, ঘ) অস্ট্রিক 

উত্তর: গ) ইন্দ্র-ইউরোপীয়

 

> কোন লিপি ডান দিক থেকে লিখতে হয়?

ক) আরবি লিপি, খ) খরোষ্ঠী লিপি, গ)ঊর্ধুলিপি, ঘ) কোনটি নয়।

উত্তর: খ) খরোষ্ঠী লিপি

 

> ভাষার কোন রীতি কেবল মাত্র লেখকরূপে রূপে ব্যবহিত হয়?

ক) চলিত রীতি, খ) সাধু রীতি, গ) আঞ্চলিক রীতি, ঘ) কথ্য রীতি।

উত্তর: খ) সাধু রীতি,

 

> জাতীয় সংসদে বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরের ভাষা হিসাবে ব্যবহারের জন্য আইন পাশ করা হয় কত সালে?

ক) ১৯৪৭ সালে, খ) ১৯৮৭ সালে, গ) ১৯৫২ সালে, ঘ) ১৯৭২ সালে।

উত্তর: খ) ১৯৮৭ সালে,

Leave a Reply