নোবেল প্রাইজ (Nobel Prize) আন্তর্জাতিক বিষয়বলি হতে সাধারণ জ্ঞান

আন্তর্জাতিক বিষয়বলি হতে সাধারণ জ্ঞান, বিশ্ববিখ্যাত নোবেল প্রাইজ (Nobel Prize) সম্পর্কিত প্রশ্ন নিয়ে থাকছে আজকের আয়োজন। নোবেল পুরস্কার টি শুরু হয়েছিল ১৯০১ইং সাল থেকে। প্রথম পর্যায় নোবেল পুরস্কারের বিষয় ছিলো ৫টি পরবর্তীতে ১৯৬৯ সাল থেকে ৬টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়।

আলফ্রেড বার্নার্ড নোবেল” প্রতিষ্ঠান কর্তৃক নোবেল প্রাইজ এমন একটি সম্মাননা, যা বিশ্বের এমন কিছু মানুষ বা প্রতিষ্ঠানকে প্রদান করা হয়, যারা বিশ্বের মানব সম্প্রদায় এর জন্য কল্যাণ মূলক অবিস্মরণীও কিছু আবিষ্কার করে থাকেন। 

নোবেল প্রাইজ (Nobel Prize) সম্পূর্কে থাকছে নানা প্রশ্ন

>বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার কোন প্রতিষ্ঠান হতে প্রদান করা হয়?

উত্তর: আলফ্রেড বার্নার্ড নোবেল। 

>“আলফ্রেড বার্নার্ড নোবেল” প্রতিষ্ঠান কর্তৃক সর্ব প্রথম কত সালে নোবেল পুরস্কার প্রদান করা কয়?

উত্তর: ১৯০১ সালে সর্ব প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়।

>প্রতিবছর কয়টি বিষয়ের (বিভাগের) উপরে নোবেল পুরস্কার প্রদান করা হয়?

উত্তর: ৬টি বিভাগে (১৯৬৯ সাল থেকে এর পূর্বে ছিল ৫টি বিষয়)।

>কি কি বিষয় (বিভাগে) নোবেল পুরস্কার প্রদান করা হয়?

উত্তর: বিশ্ব শান্তি, চিকিৎসাবিজ্ঞান, অর্থনীতি, রসায়ন, পদার্থবিজ্ঞান, এবং সাহিত্য।

>আলফ্রেড বার্নার্ড নোবেল প্রতিষ্ঠান কর্তৃক “নোবেল পুরস্কার” কোন দেশ হতে প্রদান করা হয়?

উত্তর: সুইডেন (শুধু মাত্র শান্তিতে পুরস্কার প্রদান করে নরওয়ে)।

>আলফ্রেড বার্নার্ড নোবেল প্রতিষ্ঠান কর্তৃক “শান্তিতে নোবেল পুরস্কার” প্রদান করা হয় কোন দেশ হতে?

উত্তর: নরওয়ে।

>পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২৩ প্রদান করা হয় ।

>পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২৩ লাভ করেন কে?

উত্তর: যৌথভাবে ৩জন পেয়েছেন ১।পিয়ের আগোসতিনি, ২।ফেরেনৎস ক্রাউস এবং ৩।আন লুইলিয়ে।

>বিশ্বশান্তি নোবেল পুরস্কার ২০২৩ লাভ করেন কে?

উত্তর: নার্গেস সাফিয়ে মোহাম্মদী।

>চিকিৎসাবিজ্ঞান নোবেল পুরস্কার ২০২৩ লাভ করেন কে?

উত্তর: ক্যাটালিন ক্যারিকো এবং ড্রু ওয়াইসম্যান।

>অর্থনীতি নোবেল পুরস্কার ২০২৩ লাভ করেন কে?

উত্তর: ক্লডিয়া গোল্ডিন।

>সাহিত্য নোবেল পুরস্কার ২০২৩ লাভ করেন কে?

উত্তর: ইয়োন ফসে।

>রসায়নে নোবেল পুরস্কার ২০২৩ লাভ করেন কে?

উত্তর: যৌথভাবে ৩জন পেয়েছেন ১। মুঞ্জি বাওয়েন্ডি, ২। লুইস ব্রুস, এবং ৩। আলেক্সেই ইয়েকিমভ

>নোবেল প্রাইজ (Nobel Prize) এর প্রতীক কী?

উত্তর: 

নোবেল প্রাইজ

NTRCA শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিপারেশান এর জন্য শিক্ষক নিবন্ধন

>অর্থনৈতিক বিষয় নোবেল প্রাইজ (Nobel Prize) প্রদান করা হয় কত সাল থেকে?

উত্তর: ১৯৬৯ সাল থেকে।

>নোবেল প্রাইজ (Nobel Prize) অফিসিয়াল ওয়েবসাইট ঠিকানা(এড্রেস) কী?

উত্তর: www.nobelprize.org

>নোবেল পুরস্কার প্রাপ্তদের ইংরেজিতে কী বলা হয়?

উত্তর : নোবেল লরিয়েট।

>নোবেল পুরস্কারের জন্য “আলফ্রেড নোবেল” কত সালে উইল করে ছিলেন?

উত্তর: ১৮৯৫ সালে।

>১৮৯৫ সালে উইলে নোবেল পুরস্কারের জন্য কী কী বিষয় উল্লেখ্য ছিলো?

উত্তর: বিশ্বশান্তি, চিকিৎসাবিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, এবং সাহিত্য।

>কত বছর নোবেল পুরস্কার প্রদান স্থগিত ছিলো?

উত্তর: ৩ বছর।

>কত বছর নোবেল পুরস্কার প্রদান স্থগিত ছিলো কোন কোন সালে?

উত্তর: ৩ বছর যথাক্রমে ১৯৪০, ১৯৪১ এবং ১৯৪২ সাল।

>১৯৪০ সাল থেকে ১৯৪২ সাল পর্যন্ত ৩ বছর নোবেল পুরস্কার প্রদান স্থগিত ছিলো কেন ?

উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য।

>প্রতি বছর পুরস্কার প্রাপ্তদের প্রত্যেকে কী কী প্রদান করা হয়?

উত্তর: একটি স্বর্ণপদক, একটি সনদ এবং নোবেল ফাউন্ডেশন কর্তৃক কিছু পরিমাণ অর্থ।

>২০১২ সালে নোবেল ফাউন্ডেশন কর্তৃক প্রদান কৃত অর্থের পরিমাণ কত ছিলো?

উত্তর: ৮০লক্ষ সুইডিশ ক্রোন।

>প্রতি বছর কোন মাসে কত তারিখ নোবেল পুরস্কার প্রদান করা হয়?

উত্তর : ডিসেম্বর মাসের ১০ তারিখ।

>নোবেল পুরস্কার দিবস কোনটি?

উত্তর: ১০ই ডিসেম্বর।

>আলফ্রেড নোবেল কোন দেশে/ কোথায়  জন্মগ্রহণ করেন?

উত্তর: স্টকহোম, সুইডেন।

>আলফ্রেড নোবেল কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: ২১ অক্টোবার ১৮৩৩ সালে।

>আলফ্রেড নোবেল কত সালে মৃত্যু বরণ করেন?

উত্তর: ১০ ডিসেম্বর ১৮৯৬ সালে।

>আলফ্রেড নোবেল কোন দেশে/ কোথায়  মৃত্যু বরণ করেন?

উত্তর: সেনরেমও, ইতালি।

>আলফ্রেড নোবেল কে ছিলেন?

উত্তর: একজন সুইডিশ উদ্ভাবক এবং পণ্ডিত তিনি ডিনামাইট আবিষ্কার করেন।

>নোবেল পুরস্কার প্রাপ্ত সর্বকনিষ্ঠ কে?

উত্তর: মালালা ইউসুফজাই।

>নোবেল পুরস্কার প্রাপ্ত সর্ব বয়োজোষ্ঠ কে ?

উত্তর: লিওনিড হারউইকজ 

This Post Has One Comment

Leave a Reply