ইংরেজি গ্রামার Article Rules শিক্ষা

ইংরেজি গ্রামার থেকে Article Rules শিক্ষা

ইংরেজি গ্রামার Article Rules কী খুব কঠিন? ইংরেজি গ্রামারের Article Rules গুলো কিভাবে পড়বো? পরীক্ষার জন্য এতো আর্টিকেল কী ভাবে মখস্থ করবো? ইতাদি সব কঠিন থেকে সহজ সব অর্থহীন প্রশ্ন যাদের মাথাই ঘুরপাক খাই, এই পোস্ট টা তার জন্য বলে আমি মনে করি। 

ইংরেজি গ্রামের আমাদের কাছে কঠিন হতেই পারে কারণ, বাংলা আমাদের মাতৃভাষা, আমরা বাংলা বলে, বাংলা শিখে এবং বাংলা ভাষার সাথে আপনার ওতপত ভাবে জড়িত। প্রক্ষান্তরে ইংরেজি খুব দরকার না হলে পড়া হয় না। তবে এই কঠিন ইংরেজি গ্রামের যদি খুব সহজ করে, শর্ট টেকনিকে বুঝানো হয়। তাইলে কেমন হয়? 

খুব সহজ করে, শর্ট টেকনিক ব্যবহার করে যদি কেও আপনাকে বুঝতে পারে আপনি সকল কঠিন গ্রামের ও বুঝতে বাধ্য। সকলের কথা বিবেচনা করে BCS Prepare নিয়ে আসছে সহজ টেকনিক যা পড়ে আপনি ইংরেজি গ্রামের বুঝতে বাধ্য। 

আজকে যে পার্ট নিয়ে আলোচনা করবো এই পার্ট শুধু সকল চাকরি প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ না। এই পার্ট ক্লাস ফোর থেকে শুরু করে উপরের সকল শ্রেণিতেই (অনার্স/মাস্টার্স) ইংরেজি গ্রামারের এই পার্ট থাকে। এবং ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টস। 

যে পার্ট এর কথা বলছিলাম তা হলো Article। আর ইংরেজী গ্রামার Article পার্টটা শেখা খুব সহজ। বিশেষ করে যারা বলেন, ইংরেজি গ্রামার Article কী খুব কঠিন। ইংরেজি গ্রামারের Article কিভাবে পড়বো? পরীক্ষার জন্য এতো আর্টিকেল কী ভাবে মখস্থ করবো? তারা এই পোস্ট পরে এই সব প্রশ্ন আর করবে না। খুব সহজে জানতে এবং বাজতে পারবে।

চলুন প্রথম থেকে শুরু করা যাক, Article জানতে হলে প্রথমতো যা জানব

 

Article কবে বলে? বা Article এর সংজ্ঞা কী ?

Article এর সংজ্ঞা বিস্তারিত বললে বলা যায় এভাবে “আর্টিকেল মূলত Adjective(বাংলায় বিশেষণ) যা কোন Noun কে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট তা বুঝাতে ঐ Noun এর পূর্বে বসে”।

আরও সহজ ভাবে বলতে গেলে এভাবে বলা যায়, যেমন: “A, An এবং The কে Article (আর্টিকেল) বলা হয়।

উদারণ স্বরূপ 

১। I am a Student.

২। He is an MA.

৩। The boy is reading.

উপরের উদারণ এর দিকে তাকালে দেখতে পারবেন প্রথম উদারণ এ student এর আগে A ব্যবহার করা হয়েছে, তার পরের উদারণে MA (এটা একটি পদবি) এর আগে An বসানো হয়েছে। তৃতীয় উদারণের Reading এর আগেও কিন্তু The ব্যবহার করা হয়েছে। আপনি কী বুঝতে পারছেন এগুলো কেন বসানো হলো? 

আপনি ঠিক ধরেছেন এগুলো হলো আর্টিকেল(Article)। ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে সব গুলো আর্টিকেল(Article) কিন্তু Noun এর পূর্বে বসেছে। তার মানে সংজ্ঞা অনুযায়ী এখানে A, An এবং The Article (আর্টিকেল)।

Article এর প্রকারভেদ।

আর্টিকেল(Article) ২ প্রকার যথা:

১। Indefinite আর্টিকেল(Article)

২। Definite আর্টিকেল(Article)

 

Indefinite আর্টিকেল(Article) কাকে বলে?

যে আর্টিকেল(Article) দ্বারা কোন অনির্দিষ্ট প্রাণী,বস্তু বা ব্যক্তিকে বুঝানো হয় তাকে Indefinite আর্টিকেল(Article) বলা হয়। এর চেয়ে আরও সহজ ভাবে বলা যায় “A এবং An কে Indefinite আর্টিকেল(Article) বলা হয়”।

 

Indefinite আর্টিকেল(Article) উদারণ স্বরূপ 

He has a pen.

He is an honest man.

This is an Elephant.

I am a student.

উদারণে কী খেয়াল করেছেন? A, An Singular Noun এর পূর্বে বসেছে। সাধারণত A এবং An Singular Countable Noun এর পূর্বে বসে থাকে যা  কোন অনির্দিষ্ট প্রাণী,বস্তু বা ব্যক্তিকে বুঝায়।

 

Definite আর্টিকেল(Article) কাকে বলে? 

যে আর্টিকেল(Article) কোন নির্দিষ্ট প্রাণী, বস্তু এবং ব্যক্তিকে বুঝানো হয় তাঁকে Definite Article বলা হয়। Sentence এ নির্দিষ্ট প্রাণী, বস্তু এবং ব্যক্তিকে বোঝাতে যে The ব্যবহার করা হয় তাকে Definite Article বলে। 

 

Definite Article(আর্টিকেল) উদারণ

I read the book. 

I Saw the bird. 

উপরের উদারণে book এবং bird দ্বারা  নির্দিষ্ট প্রাণী বোঝানো হয়েছে তাই এখানে আর্টিকেল The ব্যবহার করা হয়েছে।

 

Article Rules বা আর্টিকেল এর কিছু সহজ নিয়ম 

নিয়ম ১:-

নির্দিষ্ট করে যদি বুঝানো হয় তবে Common Noun এ Number এর পূর্বে (Singular বা Plural উভয় ক্ষেত্রে) আর্টিকেল(Article) The বসে।

উদারণ স্বরূপ: The boy is reading 

নিয়ম ২:- 

স্থানের নাম, সাগর, নদী, উপসাগর, পাহাড়-পর্বত, ধর্ম গর্ন্থের নাম (আল-কুরআন, বাইবেল,গীতা ইতাদি), খবরের কাগজ (প্রথম আলো, ইত্তেফাক, মানবজমিন ইতাদি), চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, দিকের পূর্বে (পূর্ব,পশ্চিম ইতাদি), বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে, দেশের নাম, কোন জাতি বা সম্প্রদায় বুঝতে, কোন মেটারিয়াল বুঝতে, বংশ পরিচয় ইতাদি বুঝতে আর্টিকেল(Article) ব্যবহার করতে হয়।

উদারণ :-

The sun rises in the east. (সূর্য এবং দিক বুঝানো হয়েছে)

The khan was great. (এখানে বংশ বা পরিবারের পরিচয় বুঝতে আর্টিকেল ব্যবহার করা হয়েছে)

Dhaka is the capital of Bangladesh (এখানে Capital এর পূর্বে the বসেছে)

The Prime Minister, The headmaster (এখানে Prime Minister, headmaster দ্বারা একটি পদকে বুঝানো হয়েছে তাই তার পূর্বে আর্টিকেল The বসবে)

 

ইংরেজি গ্রামার পার্ট থেকে আরও পড়তে আমাদের এই ইংরেজি পেজ ভিজিট করুণ।

নিয়ম ৩:- The কখন বসাবেন নির্দিধায় 

মনে রাখতে হবে পশু, পাখি, গরু, ছাগল, গাছ-পালা ইত্যাদি এর পূর্বে আর্টিকেল The বসে।

উদারণ: The cow/ the bird is domestic animal

নিয়ম ৪:-  

আবার যদি গান বাজনার যন্ত্রপতি (Musical instrument) বুঝতে চান টাইলে এর পূর্বে আর্টিকেল The বসতে হয়।

উদারণ;

I can not play The Guitar. etc 

নিয়ম ৫:-  Vowel এবং Consonant এর ক্ষেত্রে 

Consonant কোন গুলো 

ইংরেজি বর্ণমালায় A, E, I, O, U ব্যতিত সব গুলো অক্ষর বা বর্ণকে Consonant বলে। যেমন B,C,D,F,G,H,J,K,L,M,N,PQ,R,S,T,V,W,X,Y,Z

Vowel কোন গুলো বা কী কী 

ইংরেজি বর্ণমালায় A, E, I, O, U অক্ষর গুলো হলো Vowel


ইংরেজী কোন শব্দে যদি প্রথম বর্ণ/অক্ষর consonant (A, E, I, O, U ব্যতিত সব গুলো Consonant) থাকে তবে এর পূর্বে আর্টিকেল(Article) A বসে।

উদারণ 

This is a pen/Pencil (Consonant এর পূর্বে আর্টিকেল a বসে)

ইংরেজী কোন শব্দে যদি প্রথম বর্ণ vowel থাকে এর পূর্বে আর্টিকেল(Article) An বসবে।

উদারণ:-

An egg

An orange ইতাদি।

ইংরেজী কোন শব্দে যদি প্রথম বর্ণ consonant থাকে এর পূর্বে আর্টিকেল(Article) A বসে শুধু মাত্র প্রথম অক্ষর vowel থাকলে আর্টিকেল An বসবে। তবে যদি vowel থাকে কিন্তু ওই word এর উচ্চারণ ইউ/ ওয়া এর মতো হয় তবে vowel থাকা শর্তেও তার পূর্বে আর্টিকেল A বসবে।

উদারণ 

I saw a one eyed

(এখানে One এর প্রথম অক্ষর vowel কিন্তু শব্দটার উচ্চারণ ওয়া এর মতো হয়েছে তাই আর্টিকেল an এর পরিবর্তে আর্টিকেল a বসেছে)

A European

A uniform ইতাদি (এখানে European, uniform এর উচ্চারণ ইউ এর মতো তাই A বসবে)। 


আর্টিকেল(Article) A, An এবং The কখন বসে না 

নিয়ম ১:-

মানব জাতি (man/woman) বুঝতে কিন্তু The ব্যবহার হয় না।

উদারণ;

The man is mortal (বাক্য টা ভুল)

Man is mortal (এই বাক্য সঠিক)

নিয়ম ২:-

রাস্তা, স্কয়ার পার্ক এভিনিউ ইতাদি বুঝতে আর্টিকেল(Article) A, An এবং The বসে না 

উদারণ 

He is going to park 

নিয়ম ৩:-

দিনের নাম, মাসের নাম, রোগের নাম এবং আল্লাহ বা গড(Allah/God) এর পূর্বে আর্টিকেল বসে না।

Fever has broken out in the home. 

Allah or God.

Leave a Reply