সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিষয়বলি নিয়ে আজকের জুলাই-2024

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিষয়বলি

আমাদের বিশ্ব এক রহস্যের ঘেরা রহস্যময়। জানা-অজানা কিছু প্রতিনিয়ত ঘটছে। যা প্রতিটি মানুষকে তাক লাগিয়ে দিচ্ছে। চলুন আজ জেনে আশি সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ MCQ। গত মাসের ঘটে যাওয়া নানান ঘটনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সাজানো হয়েছে। যা সকল সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্বের পার্ট নিয়মিত চলবে। সাম্প্রতিক সাধারণ জ্ঞানের গত পার্ট পড়তে ক্লিক করুণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান পার্ট-১ এ।

বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নাম কী ?

ক) এস এম শফিউদ্দিন আহমেদ, খ) ওয়াকার-উজ-জামান, গ) হাসান মাহমুদ খাঁন, ঘ) জামাল উদ্দিন আহমেদ

উত্তর: খ) ওয়াকার-উজ-জামান,

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কে?

ক) হাসান উদ্দিন খান, খ) ওয়াকার-উজ-জামান, গ) হাসান মাহমুদ খাঁন, ঘ) জামাল উদ্দিন আহমেদ

উত্তর: গ) হাসান মাহমুদ খাঁন,

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ (NCSI)-এর সভাপতি কে?

ক) রাষ্ট্রপতি, খ) প্রধানমন্ত্রী, গ) তথ্য মন্ত্রী, ঘ) আইসিটি মন্ত্রী

উত্তর: খ) প্রধানমন্ত্রী,

‘জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ’ (NCWCD)-এর সভাপতি কে?

ক) রাষ্ট্রপতি, খ) প্রধানমন্ত্রী, গ) শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রী, ঘ) কোনটি নয়।

উত্তর: খ) প্রধানমন্ত্রী,

আম উৎপাদনে দিক দিয়ে শীর্ষ জেলা কোনটি?

ক) রাজশাহী, খ) নওগাঁ, গ) দিনাজপুর, ঘ) ঠাকুরগাও। 

উত্তর: খ) নওগাঁ,

বর্তমানে আলু উৎপাদনে দিক দিয়ে শীর্ষ জেলা কোনটি?

ক) রংপুর, খ) নীলফামারী, গ) দিনাজপুর, ঘ) ঠাকুরগাও

উত্তর: ক) রংপুর, 

বর্তমানে তামাক উৎপাদনে দিক দিয়ে শীর্ষ জেলা কোনটি?

ক) কুষ্টিয়া, খ) নীলফামারী, গ) দিনাজপুর, ঘ) লালমনির হাট।

উত্তর: ক) কুষ্টিয়া, 

উৎপাদনে দিক দিয়ে ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি?

ক) ময়মনসিংহ, খ) কুষ্টিয়া, গ) দিনাজপুর, ঘ) রাজশাহী।

উত্তর: ক) ময়মনসিংহ, 

তুলা উৎপাদনে দিক দিয়ে শীর্ষ জেলা কোনটি?

ক) ঝিনাইদহ, খ) কুষ্টিয়া, গ) লক্ষ্মীপুর, ঘ) কুমিল্লা।

উত্তর: ক) ঝিনাইদহ, 

উৎপাদনে দিক দিয়ে গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি?

ক) ময়মনসিংহ, খ) ঠাকুরগাও, গ) দিনাজপুর, ঘ) সিরাজগঞ্জ।

উত্তর: খ) ঠাকুরগাও,


সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রতিটি চাকরি প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ। সেই সাথে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান হতে জানা জরুরি। সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রতি মাসের গুরুত্বপূর্ণ MCQ পেতে BCS Prepare এর সাথেই থাকুন।


জাতিসংঘ সাধারণ পরিষদ এর ৭৯তম অধিবেশনের সভাপতিত করেন কে?

ক) ফিলেমন ইয়াং, খ) ডেনিস ফ্রান্সিস, গ) পিটার থমসন, ঘ) পিটার হাঁস। 

উত্তর: ক) ফিলেমন ইয়াং,

বর্তমান বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি?

ক) ৪৯টি খ) ৫০টি, গ) ৬০টি, ঘ) ৬২ টি 

উত্তর: ঘ) ৬২ টি

সর্বশেষ (৬২ তম) তফসিলি ব্যাংক কোনটি?

ক) বিকাশ ডিজিটাল ব্যাংক পিএলসি, খ) স্মার্ট ডিজিটাল ব্যাংক, গ) নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি, ঘ) কোনটি নয়।

উত্তর: গ) নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি,

বাংলাদেশে প্রথম ডিজিটাল ব্যাংক কোনটি?

ক) বিকাশ ডিজিটাল ব্যাংক পিএলসি, খ)  কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি, গ) নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি, ঘ) জাপান-বাংলাদেশ ব্যাংক।

উত্তর: গ) নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি,

সর্বজনীন পেনশনের নতুন স্কিমার নাম কী

ক) প্রত্যয়, খ) সুরক্ষা, গ) প্রত্যাশা, ঘ) সমতা।

উত্তর: ক) প্রত্যয়,

আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবসটি উৎযাপিত হয় কবে

ক) ১০ই এপ্রিল, খ) ১০ই মে, গ) ১০ই জুন, ঘ) ১০ই জুলাই।

উত্তর: গ) ১০ই জুন

মেক্সিকোর বর্তমান/ প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কে?

ক) শোচিত গালভেজ, খ) নরমা লুসিয়া পিনা, গ) ক্লডিয়া শিনবাউম, ঘ) এলিজাবেথ ক্যাডি স্ট্যান্টন।

উত্তর: গ) ক্লডিয়া শিনবাউম

জাতীয় বাজেট ২০২৪-২৫  অর্থবছরের কত? 

ক) ৭,০৩,০০০ কোটি টাকা, খ) ৭,৬১,০০০ কোটি টাকা, গ) ৭,৭৮,০০০ কোটি টাকা, ঘ) ৭,৯৭,০০০ কোটি টাকা

উত্তর: ঘ) ৭,৯৭,০০০ কোটি টাকা

বর্তমান বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?

ক) ১.১৫%, খ) ১.২০%, গ) ১.২৫%, ঘ) ১.৩৩%।

উত্তর: ঘ) ১.৩৩%

দেশে বর্তমানে দারিদ্র্যের হার কত?

ক) ১৭.৭%, খ) ১৮.৭%, গ) ২০.৫%, ঘ) ২১.৫%

উত্তর: খ) ১৮.৭%।

বর্তমানে চরম দারিদ্র্যের হার

ক) ৫.৬%, খ) ৮.৫%, গ) ৯.৫%, ঘ) ১০.৫%।

উত্তর: ক) ৫.৬%,

রাশিয়ান শব্দটি রাশ এর অর্থ

ক) ভূমি, খ) রুশ ভাষা, গ) রুশদের ভূমি, ঘ) রুশদের আবাসস্থল।

উত্তর: গ) রুশদের ভূমি

ন্যাটোর বর্তমান মহাসচিব কে?

ক) চার্লস মিশেল (বেলজিয়াম), খ) ক্লাউস ইওহানিস (রোমানিয়া), গ) মার্ক রুট (নেদারল্যান্ডস), ঘ) অ্যাঞ্জেলা মার্কেল (জার্মানি)

উত্তর: গ) মার্ক রুট (নেদারল্যান্ডস)

স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে প্রথম অবস্থানে কোন দেশ?

ক) বাংলাদেশ, খ) ভারত, গ) পাকিস্তান, ঘ) আরব আমিরাত

উত্তর: খ) ভারত,

স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন কত তম?

ক) প্রথম, খ) দ্বিতীয়, গ) তৃতীয়, ঘ) চতুর্থ। 

উত্তর: খ) দ্বিতীয়,

৫১তম G7 শীর্ষ সম্মেলন ২০২৫ সালে কোথায় অনুষ্ঠিত হবে?

ক) আপুলিয়া, ইতালি, খ) আলবার্টা, কানাডা, গ) নয়াদিল্লি, ভারত, ঘ) ব্যাংকক, থাইল্যান্ড

উত্তর: খ) আলবার্টা, কানাডা,

২০২৪ সালের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি বৈশ্বিক শান্তি সূচকে?

ক) আইসল্যান্ড, খ) আয়ারল্যান্ড, গ) অস্ট্রিয়া, ঘ) নিউজিল্যান্ড

উত্তর: ক) আইসল্যান্ড,

২০২৪ সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন

ক) আফগানিস্তান, খ) সিরিয়া, গ) দক্ষিণ সুদান, ঘ) ইয়েমেন

উত্তর: ঘ) ইয়েমেন

২০২৪ সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম?

ক) ৯০তম, খ) ৯৩তম, গ) ১৪৭তম, ঘ) ১২৮ তম

উত্তর: খ) ৯৩তম,  

আগামী দশম টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

ক) ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র, খ) ভারত ও শ্রীলংকা, গ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, ঘ) ভারত ও বাংলাদেশ।

উত্তর: খ) ভারত ও শ্রীলংকা,

সাম্প্রতিক সাধারণ জ্ঞানের পার্ট নিয়মিত চলবে প্রতি মাসেই।

Leave a Reply