বাংলা ভাষার উৎপত্তি হতে ১৯ তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি- 2024

ভাষা উৎপত্তি হতে শিক্ষক নিবন্ধন প্রস্তুতি
“বঙ্গভাষা ও সাহিত্য বা ভাষার ইতিবৃত্তঃ” গ্রন্থের রচয়িতা কে?
ক) ড. মোহামদ শহীদুল্লাহ, খ) গিয়ার সর্ন, গ) রাজা রাম মোহন রায়, ঘ) ড. দীনেশচন্দ্র সেন।
উত্তর: ঘ) ড. দীনেশচন্দ্র সেন
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
ক) বঙ্গভাষা ও সাহিত্য, খ) চর্যাপদ, গ) বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, ঘ) বাংলা সাহিত্যের রূপরেখা।
উত্তর: ক) বঙ্গভাষা ও সাহিত্য,
প্রবন্ধ “ভাষার ইতিবৃত্ত” রচনা করেন সুকুমার সেন।
ক) ড. দীনেশচন্দ্র সেন, খ) গিয়ার সর্ন, গ) সুকুমার সেন, ঘ) ড. মোহামদ শহীদুল্লাহ।
উত্তর: গ) সুকুমার সেন,
প্রবন্ধ “বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত” রচনা করেন সুকুমার সেন।
ক) সুকুমার সেন, খ) গিয়ার সর্ন, গ) ড. দীনেশচন্দ্র সেন, ঘ) ড. মোহামদ শহীদুল্লাহ।
উত্তর: ঘ) ড. মোহামদ শহীদুল্লাহ,
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কোন ধরনের গ্রন্থ
ক) ইতিহাস গ্রন্থ, খ) প্রবন্ধ, গ) রচনা, ঘ) কবিতা।
উত্তর: ক) ইতিহাস গ্রন্থ,
১৯ তম শিক্ষক নিবন্ধন সার্কুলার
শিক্ষক নিবন্ধন এর ১৯ তম সার্কুলার প্রসঙ্গে NTRCA নতুন বিবৃতি প্রদান করেছে। বিবৃতি জানতে এখনই ভিজিট করুণ NTRCA অফিসিয়াল পেজ ntrca.gov.bd
মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান যৌথভাবে রচয়িত গ্রন্থ কোনটি?
ক) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, খ) প্রবন্ধ বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, গ) বঙ্গভাষা ও সাহিত্য, ঘ) বাংলা সাহিত্যের রূপরেখা।
উত্তর: ক) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
“বাংলা সাহিত্যের রূপরেখা” প্রবন্ধটির লেখক কে?
ক) গোপাল হালদার, খ) সৈয়দ আলী আহসান, গ) মুহম্মদ আবদুল হাই, ঘ) ড. মোহামদ শহীদুল্লাহ।
উত্তর: ক) গোপাল হালদার,
“বাঙালী ও বাংলা সাহিত্যঃ” বইটির লেখক কে?
ক) আহমদ শরীফ, খ) সৈয়দ আলী আহসান, গ) গোপাল হালদারড, ঘ) ড. মোহামদ শহীদুল্লাহ।
উত্তর: ক) ড. আহমদ শরীফ,
বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক দীনেশচন্দ্র সেন মৃতবরণ করেন
ক) ১৭৩৩ সালে, খ) ১৮৬৬ সালে, গ)১৯৩৯ সালে, ঘ) ১৯৬৬ সালে।
উত্তর: গ)১৯৩৯ সালে
আঞ্চলিক ভাষার উপর রচিত ড. মুহাম্মদ শহীদুল্লার উল্লেখ্য যোগ্য গ্রন্থ কোনটি?
ক) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, খ) প্রবন্ধ বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, গ) বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, ঘ) বাংলা সাহিত্যের রূপরেখা।
উত্তর: গ) বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান,
প্রথম বাংলা “থিসরাস/সমার্থক” শব্দের অভিধান সংকলন কার
ক) অশোক মুখোপাধ্যায়, খ) সৈয়দ আলী আহসান, গ) আহমদ শরীফ, ঘ) ড. মোহামদ শহীদুল্লাহ।
উত্তর: ক) অশোক মুখোপাধ্যায়,
গ্রন্থ “বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান” এর সম্পাদক করেন কে?
ক) অশোক মুখোপাধ্যায়, খ) সৈয়দ আলী আহসান, গ) আহমদ শরীফ, ঘ) ড. মোহামদ শহীদুল্লাহ।
উত্তর: গ) আহমদ শরীফ,
বঙ্গ সর্বপ্রথম কোন গ্রন্থে পাওয়া যায় নামের উল্লেখ পাওয়া যায়?
ক) ঐতরেয় আরণ্যক, খ) প্রবন্ধ বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, গ) বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, ঘ) বাংলা সাহিত্যের রূপরেখা।
উত্তর: ক) ঐতরেয় আরণ্যক,
বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক দীনেশচন্দ্র সেন এর জন্ম কত সালে
ক) ১৭৩৩ সালে, খ) ১৮৬৬ সালে, গ)১৯৩৯ সালে , ঘ) ১৯৬৬ সালে।
উত্তর: খ) ১৮৬৬ সালে,
“আইন-ই-আকবরী” গ্রন্থের রচয়িতা কে?
ক) আবুল ফজল, খ) মীর মোশাররফ হোসেন, গ) অলিউল উল্লাহ, ঘ) বেগম রোকেয়া শাখাওত হোসেন।
উত্তর: ক) আবুল ফজল,
বাঙ্গালা নামের উৎপত্তি উল্লেখ আছে কোন গ্রন্থে
ক) আইন-ই-আকবরী, খ) প্রবন্ধ বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, গ) বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, ঘ) বাংলা সাহিত্যের রূপরেখা।
উত্তর: ক) আইন-ই-আকবরী,
কোন জাতির সংমিশ্রণে বাঙ্গালি জাতি গড়ে উঠেছে ছিলো?
ক) দ্রাবিড়, খ) আর্য, গ) কোল, ঘ) বঙ্গ কামরূপী।
উত্তর: খ) আর্য
ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা গোষ্ঠীর নাম হলো
ক) অস্টিক জাতি, খ) গৌড় জনপদ , গ) বঙ্গ গোষ্ঠী, ঘ) কোনটি নয়।
উত্তর: গ) বঙ্গ গোষ্ঠী,
বঙ্গ গোষ্ঠীর অপর নাম কী?
ক) অস্টিক জাতি, খ) বঙ্গ গোষ্ঠী , গ) বং জাতি, ঘ) কোনটি নয়।
উত্তর: গ) বং জাতি,
বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে?
ক) অস্টিক, খ) বঙ্গ কামরূপী, গ) আর্য ইরোপীয় থেকে, ঘ) কোনটি নয়।
উত্তর: খ) বঙ্গ কামরূপী,
বাংলা ভাষার আদি উৎস কোনটি
ক) অস্টিক, খ) বঙ্গ কামরূপী, গ) ইন্দো-ইউরোপীয়, ঘ) কেন্তুম ও শতম ।
উত্তর: গ) ইন্দো-ইউরোপীয়,
ইন্দো-ইউরোপীয় ভাষার শাখা কয় টি?
ক) ২টি, খ) ৩ টি, গ) ৪ টি, ঘ) মাত্র একটি ।
উত্তর: ক) ২টি,
বাংলা ভাষার উৎপত্তি গৌড়ীয় প্রাকৃত থেকে এটা কার মত?
ক) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়, খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ, গ) অলিউল উল্লাহ, ঘ) আবুল ফজল।
উত্তর: খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ,
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কত শতাব্দীতে
ক) খ্রিষ্টীয় দশম শতাব্দী, খ) খ্রিপূর্ব দশম শতাব্দী, গ) খ্রিপূর্ব দশম শতাব্দী, ঘ) খ্রিষ্টীয় সপ্তম শতাব্দী।
উত্তর: ঘ) খ্রিষ্টীয় সপ্তম শতাব্দী।
বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃত থেকে এটা কার মত?
ক) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়, খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ, গ) আবুল ফজল, ঘ) অলিউল উল্লাহ।
উত্তর: ক) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়,
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ে মতে বাংলা ভাষার উৎপত্তি কত শতাব্দীতে
ক) খ্রিষ্টীয় দশম শতাব্দী, খ) খ্রিপূর্ব দশম শতাব্দী, গ) খ্রিপূর্ব দশম শতাব্দী, ঘ) খ্রিষ্টীয় সপ্তম শতাব্দী।
উত্তর: ক) খ্রিষ্টীয় দশম শতাব্দী,
BCS Prepare ১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কথা বিবেচনা করে শিক্ষক নিবন্ধন প্রস্তুতির ধারাবাহিক পর্ব চালু করেছে। ধারাবাহিক পর্বগুলোতে সামিল হতে BCS Prepare এর শিক্ষক নিবন্ধন পেজে চলুন।