সাম্প্রতিক সাধারণ জ্ঞান ও অন্যান্য : যা প্রস্তুত করবে আপনাকে

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং অন্যান্য

জ্ঞানমূলক প্রশ্ন
 
১। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
  উত্তর : ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
 
২। জাতীয় সংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
উত্তর : জাতিসংঘের বর্তমান মহাসচিব হিসেবে পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন।
 
৩। মিসরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
  উত্তর : মিসরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল।
 
৪। কত বছর পর সূর্যের হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে যাবে?
উত্তর: এখন থেকে ৫০০ কোটি বছর পর।
 
৫। কোথায় ব্রাহ্মী লিপি পাওয়া যায়?
  উত্তর : মহাস্থানগড়ে ব্রাহ্মী লিপি পাওয়া যায়।
 
৬।মনিটর কোন ধরনের ডিভাইস?
  উত্তর : মনিটর একটি আউটপুট ডিভাইস।
 
৭। হোয়াইট ডোয়ার্ফ কী?
উত্তর: আলোহীন নিষ্প্রভ নক্ষত্রের অবশেষই হোয়াইট ডোয়ার্ফ।
 
৮। সিন্ধু সভ্যতা কখন গড়ে ওঠে?
  উত্তর : খ্রিস্টপূর্ব ২৭০০ অব্দে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে।
 
৯। জুলিয়াস সিজার কে ছিলেন?
  উত্তর : জুলিয়াস সিজার ছিলেন রোমান সম্রাট।
 
 ১০। আর্দ্রতা কেমন হলে সেই স্থানে ভেজা বস্তু
সহজে শুকায় না?
  উত্তর : বেশি হলে।
 
১১। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কী?
  উত্তর : পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম সাহারা।
 
১২। ‘শেষের কবিতা’—উপন্যাসটি কার লেখা?
 উত্তর : ‘শেষের কবিতা’—উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
 
১৩। আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদানের নাম কী?
উত্তর : বৃষ্টি।
 
১৪। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
 উত্তর : জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।
 
১৫।বাংলাদেশের জাতীয় কবির নাম কী?
  উত্তর : বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম।
 
১৬। মনিটর কী?
  উত্তর : টেলিভিশনের মতো দেখতে মনিটর
একটি আউটপুট ডিভাইস।
 
১৭। পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কী?
  উত্তর : পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম এশিয়া।
 
১৮।বাংলাদেশ কোন গোলার্ধে অবস্থিত?
  উত্তর : বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত।
 
১৯।পৃথিবীতে শক্তির প্রধান উৎস কী?
  উত্তর : পৃথিবীতে শক্তির প্রধান উৎস সূর্য।
 
২০। কোথায় প্রথম গণতন্ত্রের সূচনা হয়েছিল?
  উত্তর : এথেন্সে।
 
২১। বাস্তুতন্ত্রের অপর কী নামে পরিচিত?
  উত্তর : ‘বাস্তুতন্ত্র’ বায়োম নামে পরিচিত।
 
২২। কোন শব্দ দ্বারা পৃথিবীতে জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা যায়?
  উত্তর : ‘জীববৈচিত্র্য’ শব্দ দ্বারা পৃথিবীতে জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা যায়।
 
২৩।কোন জেলার চা বিখ্যাত?
  উত্তর : সিলেট জেলার চা বিখ্যাত।
 
২৪। ইন্টারনেট কত সালে চালু হয়?
  উত্তর : ১৯৬৯ সালে।
 
২৫।পরিবেশের সঙ্গে জীবের খাপ খাওয়ানোকে কী বলে?
  উত্তর : পরিবেশের সঙ্গে জীবের খাপ খাওয়ানোকে অভিযোজন বলে।
 

সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আরও কিছু আলোচনা

 
২৬।লিচু ভালো হয় কোন জেলায়?
  উত্তর : লিচু ভালো হয় দিনাজপুর জেলায়।
 
২৭। সুপারি ভালো হয় কোন জেলায়?
  উত্তর : সুপারি ভালো হয় বরিশাল জেলায়।
 
২৮। বাতাসের গড় বায়ুচাপ কত?
  উত্তর : ১০১৩ মিলিবার।
 
২৯। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী
কে?
  উত্তর : বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
 
৩০। প্রোফাইল কতভাবে তৈরি করা যায়?
 উত্তর : প্রোফাইল দুইভাবে তৈরি করা যায়।
 
৩১। কম্পিউটারের মূল অংশ কয়টি?
  উত্তর : ৪টি।
 
 ৩২। মিসরকে কী বলা হয়?
  উত্তর : নীলনদের দান।
 
৩৩। গ্রিক সভ্যতায় কিসের অবদান লক্ষ করা যায়?
  উত্তর : সাগরের।
 
৩৪। প্রাচীন গ্রিসের প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য কেমন?
  উত্তর : পর্বত, সমুদ্রবেষ্টিত দ্বীপমালা।
 
৩৫। পর্বতময় গ্রিস দ্বীপরাষ্ট্রের প্রধান শহর কী ছিল?
  উত্তর : এথেন্স।
 
৩৬।কম্পিউটারের জনক কে?
  উত্তর : কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ।
 
৩৭। পানি বাতাসের তুলনায় ভারী, নাকি হালকা?
  উত্তর : অনেক ভারী।
 
৩৮। বায়ুচাপের একককে কী বলা হয়?
  উত্তর : মিলিবার।
 
৩৯। আলুর জন্য বিখ্যাত কোন জেলা?
  উত্তর : আলুর জন্য বিখ্যাত মুন্সীগঞ্জ জেলা।
 
৪০। কোনো একটি এলাকার নির্দিষ্ট সময়ের গড় আবহাওয়াকে কী বলে?
  উত্তর : জলবায়ু।
 
৪১। জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িত উপাদানটি কী?
  উত্তর : গ্রিনহাউস গ্যাস।
 
৪২। দীর্ঘ সময় ধরে জীবের মধ্যকার পরিবর্তন ঘটার প্রক্রিয়াকে কী বলে?
  উত্তর : দীর্ঘ সময় ধরে জীবের মধ্যকার পরিবর্তন ঘটার প্রক্রিয়াকে বিবর্তন বলে।
 
৪৩। হার্ডকপি কী?
  উত্তর : কাগজে মুদ্রিত কপি।
 
৪৪। র‌্যাম কী?
  উত্তর : র‌্যাম এক ধরনের মেমোরি।
 
৪৫। বাংলাদেশের বিজয় দিবস কবে?
  উত্তর : বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর।
 
৪৬। পেনড্রাইভ কী?
  উত্তর : তথ্য আদান-প্রদানের স্টোরেজ ডিভাইস।
 
৪৭। ‘ওএস’ কী?
  উত্তর : অপারেটিং সিস্টেম।
 
৪৮। ওয়ার্ড প্রসেসর কী?
  উত্তর : একটি সফটওয়্যার।
 
৪৯। জিনের অবস্থান কোথায়?
  উত্তর : জিনের অবস্থান নিউক্লিয়াসের ক্রোমোজোমে।
 
৫০। তথ্যের মহাসারণি বলা হয় কাকে?
  উত্তর : ইন্টারনেটকে।
 
৫১। বায়ুর আর্দ্রতা পরিমাপের পদ্ধতি কতটি?
  উত্তর : দুটি।
 
৫২। ‘ভেটো’ শব্দের অর্থ কী?
  উত্তর : ‘ভেটো’ শব্দের অর্থ—আমি মানি না।
 
৫৩। বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী?
  উত্তর : হাইগ্রোমিটার।
 
৫৪। সময়ের সঙ্গে আবহাওয়ার কী ঘটে?
  উত্তর : পরিবর্তন।
 
৫৫। পৃথিবীতে শক্তির প্রধান উৎসর নাম কী?
  উত্তর : সূর্য।
 
৫৬। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
  উত্তর : ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা।
 
৫৭। গ্রিক নগররাষ্ট্রের কর্মচঞ্চল এলাকাকে কী বলা হতো?
  উত্তর : অ্যাগোরা।
 
৫৮। গ্রিক অর্থনীতির মূলভিত্তি কী ছিল?
  উত্তর : কৃষি ও বাণিজ্য।
 
৫৯। প্রিন্টার কোন ধরনের ডিভাইস?
  উত্তর : প্রিন্টার একটি আউটপুট ডিভাইস।

৬০। পৃথিবীর মানচিত্র অঙ্কন করে কারা?
  উত্তর : গ্রিকরা।
 
৬১। প্রসেসর কাজ প্রসেসিং করে কোথায় পাঠায়?
  উত্তর : মেমোরিতে।
 
৬২। পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ার কারণ কী?
উত্তর : গ্রিনহাউস প্রতিক্রিয়া।
 
৬৩। উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
  উত্তর : উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার বেলাব উপজেলায় প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত।
 
৬৪। আম, কাঁঠাল, জবা কোন ধরনের উদ্ভিদ?
  উত্তর : সপুষ্পক উদ্ভিদ।
 
৬৫। আমাদের সূর্য কত বছর আগে সৃষ্টি হয়েছিল?
উত্তর: ৫০০ কোটি (৫ বিলিয়ন) বছর আগে আমাদের সূর্য সৃষ্টি হয়েছিল।
 
৬৭।আর্দ্রতা কেমন হলে সেই স্থানে ভেজা বস্তু সহজে শুকায় না?
  উত্তর : বেশি হলে।
 
৬৮। রেড জায়ান্ট কী?
উত্তর: জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর যখন নক্ষত্র ফুলেফেঁপে নিষ্প্রভ হয়ে যায়, তখন মৃত নক্ষত্রের পরবর্তী এই অবস্থাই হলো রেড জায়ান্ট।
 
৬৯। গ্রিকবাসীদের প্রধান দেবতা কে ছিলেন?
  উত্তর : জিউস।
 
৭০। নক্ষত্রের জ্বালানি শেষ হওয়ার পর যে বিশাল বিস্ফোরণ ঘটে, তাকে কী বলে?
উত্তর: সুপারনোভা বিস্ফোরণ।
 
৭১। ব্ল্যাকহোল নামকরণের কারণ কী?
উত্তর: ব্ল্যাকহোলের আকর্ষণ এতটাই শক্তিশালী যে সেখান থেকে আলো পর্যন্ত বের হতে পারে না। সে জন্য এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাকহোল।
 
সাম্প্রতিক সাধারণ জ্ঞান আরও পড়তে ক্লিক করুণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান সম্পর্কিত আমাদের পেজ এ। এখানে থাকবে চাকরির প্রস্তুতি এবং ভর্তি প্রস্তুতি সহায়ক সাম্প্রতিক সাধারণ জ্ঞান হতে অনলাইন মডেল টেস্ট এর সুবিধা। তবে দেরি কেন এখনই ভিজিট করুণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান এ। 
 

আজকের সাম্প্রতিক সাধারণ জ্ঞান Createor পরিচিতি

Post Creator Info:

Create By: তৌফিক সুলতান
সহঃ প্রধান শিক্ষক
ভাওয়াল ইসলামিক ক্যাডেট একাডেমি,
কাপাসিয়া,গাজীপুর।
 
01301483833
সাম্প্রতিক সাধারণ জ্ঞান

সম্মানিত creator কে BCS Prepare এর পক্ষ হতে আন্তরিক শুভেছা।

 

আপনিও আপনার লেখা পাঠাতে পারেন BCS Prepare এ আমাদের সম্মানিত পাঠকদের জন্য।  হোক সাম্প্রতিক সাধারণ জ্ঞান বা অন্য লিখা। 

Leave a Reply