সাম্প্রতিক সাধারণ জ্ঞান আগস্ট ২০২৪ইং

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান আগস্ট ২০২৪ইং

সাম্প্রতিক সাধারণ জ্ঞান এর সকল সমাধান থাকছে আজকের এই পোস্ট এ। সাম্প্রতিক বিষয়বলি বলতে আমরা যা বুঝি তা হলো বর্তমান সময়ে যা কিছু হচ্ছে বা ঘটছে সেই সকল বিষয় হতে পর্যালোচনা। দেশে বিদেশে বর্তমান সময়ে যা কিছু ঘটছে তা নিয়ে তৈরি সাম্প্রতিক প্রশ্নোত্তর। সাম্প্রতিক সাধারণ জ্ঞান হতে প্রশ্নগুলোই চাকরির পরীক্ষায় বেশি আসে। আজকে থাকছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব আগস্ট ২০২৪ইং।

বাংলাদেশ বিষয়বলি

ইউনিয়ন পরিষদ সচিব পদের বর্তমান নাম কী?

উত্তর: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। (পূর্বের নাম ছিলো ইউনিয়ন পরিষদ সচিব)

দূষিত নদী হিসাবে বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে কোনটি?

উত্তর: বুড়িগঙ্গা নদী ।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের নাম কী?

উত্তর: মোহসেনা বেগম তনু। (মোহসেনা বেগম তনু হলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালক)।

BFRI এর পূর্ণরূপ কী?

উত্তর: Bangladesh Forest Research Institute (বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট)।

দেশের ২০২২-২৩ অর্থবছরে মূল্যস্ফীতি ছিল কত শতাংশ?

উত্তর: ৯.০২%।

কৃষি তথ্য ২০২৩ অনুযায়ী পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

উত্তর: ফরিদপুর জেলা।

আমাদের দেশ হতে বর্তমানে আম রপ্তানি হয় বিশ্বের কতটি দেশে?

উত্তর: ৩৮টি দেশে।

বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী হিসাবে মোতায়েন রয়েছে?

উত্তর: বিশ্বের ৯টি দেশে।

সেবক পেনশন কার্যকরী হবে কবে থেকে?

উত্তর: ১ জুলাই ২০২৫ থেকে।

বাংলাদেশ রেল খুলনা থেকে মোংলা রেলপথে বাণিজ্যিকভাবে চলাচল শুরু হয় 

উত্তর: ১ জুন ২০২৪ সালে।

বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে?

উত্তর: চীন।

BIMSTEC এর পূর্ণরূপ কোনটি?

উত্তর: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation

BIMSTEC এর সনদ কার্যকর হয়

উত্তর: ২০২৪ সালের মে ২০ তারিখ থেকে।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিষয় হতে আন্তর্জাতিক বিষয় হতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা।

আন্তর্জাতিক বিষয়বলি 

দূষিত নদী হিসাবে বিশ্বের প্রথম স্থানে রয়েছে কোনটি?

উত্তর: চিতারুম নদী, ইন্দোনেশিয়ার।

প্রশ্ন: জাতিসংঘের ৭৯তম অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হন কে?

উত্তর: মোহাম্মদ আবদুল মুহিত (বাংলাদেশি)।

বাংলাদেশ বিশ্বে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে FDI প্রাপ্তিতে অবস্থান কততম?

উত্তর: তৃতীয় তম।

FDI এর পূর্ণরূপ হলো 

উত্তর: Foreign Direct Investment

গবাদি পশুর ওপর ট্যাক্স আরোপ করে কোন দেশ?

উত্তর: ডেনমার্ক (এটা বিশ্বে প্রথমবার হলো কোনো দেশে )।

ভারতের লোকসভায় বিরোধী কোনটি?

উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেস।

ভারতের লোকসভায় বর্তমান বিরোধী দলনেতা কে?

উত্তর: রাহুল গান্ধী, কংগ্রেস।

‘নাগাপালি’ কোন দেশের সমুদ্র সৈকত?

উত্তর: মিয়ানমার।

ইউরোপীয় ইউনিয়নের অঙ্গ সংগঠন “ইউরোপীয় কাউন্সিল” এর বর্তমান প্রেসিডেন্ট

উত্তর: অ্যান্তনিও কস্তা।

মুসলিম দেশ হয়েও “হিজাব ও ঈদের ছুটি” নিষিদ্ধ করে বিশ্বের কোন দেশ?

উত্তর: তাজিকিস্তান।

তাজিকিস্তান হিজাব ও ঈদের ছুটি নিষিদ্ধ করে কত সালে?

উত্তর: ২০২৪ সালের ২০ জুন।

“ল্যান্ড লর্ড পোর্ট” এ  যুক্ত হয় বাংলাদেশের কোন বন্দর?

উত্তর: চট্টগ্রাম বন্দর।

ইতালির গালফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করে কোন চলচ্চিত্র?

উত্তর: ময়না।

“তাস-TASS” কী?

 উত্তর: রাশিয়ার সংবাদ সংস্থা।

কোন দেশের সাংবাদিক মহাকাশে এক হাজার দিন অবস্থান করেন?

উত্তর: রাশিয়া।

তাসের কোন সাংবাদিক মহাকাশে এক হাজার দিন থাকার রেকর্ড গড়েন?

উত্তর: ওলোগ কোনেনোনকো।

ফেডারেল সিকিউরিটি সার্ভিস (FSB) কোন দেশের সীমান্তরক্ষী?

উত্তর: রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনীর।

“দ্য নেক্সট এশিয়ান টাইগার” বলা হয় কোন দেশকে?

উত্তর: ভিয়েতনাম।

বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ভার্চুয়ালি হাসপাতাল কোনটি?

উত্তর: এজেন্ট হাসপাতাল।

বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ভার্চুয়ালি হাসপাতাল স্থাপন করেন কোন দেশ?

উত্তর: চীন।

“জুলিয়ান আসাঞ্জ” কোন দেশের নাগরিক?

উত্তর: অস্ট্রেলিয়ান নাগরিক।

“নিউরোস্টিমুলেটর” কী?

উত্তর: মৃগীরোগে আক্রান্ত রোগীর মাথার খুলিতে স্থাপন করার ডিভাইস।

ইসরাইলের স্পেশাল ফোর্স এর নাম কী?

উত্তর: ইয়ামাম টেরিজম ইউনিট।

H9N2 কী?

উত্তর: সম্প্রতি ভারতে মানব শরীরে শনাক্ত হওয়া বার্ড ফুর ধরন।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিষয় হতে আন্তর্জাতিক বিষয় এবং বাংলাদেশ বিষয় হতে খেলাধুলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা।

খেলাধুলা হতে 

২৬ জুলাই ২০২৪ শুরু হয় কত তম অলিম্পিক গেমস?

উত্তর: ৩৩তম অলিম্পিক।

টি-২০ ক্রিকেট টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেন কোন বোলার?

উত্তর: অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। 

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উত্তর: ভারত (৭ রানে জয়ী হয়)।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ কত তম বিশ্বকাপ ছিল?

উত্তর: ৯ তম ।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ রানার্সআপ হয় কোন দেশ?

উত্তর: সাউথ আফ্রিকা (ভারতের বিপক্ষে)।

নবম টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ”ম্যান অব দ্যা ম্যাচ” পুরস্কার লাভ কোন খেলোয়াড়? 

উত্তর: বিরাট কোহলি (ভারত)।

নবম টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ”ম্যান অব দ্যা টুর্নামেন্ট” পুরস্কার লাভ কোন খেলোয়াড়? 

উত্তর: জাসপ্রিত বুমরাহ (ভারত)।

Leave a Reply