গার্মেন্টস শ্রমিক আন্দোলন
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক আন্দোলন এবং দাবি
বিগত কয়েক বছর যাবৎ গার্মেন্টস শ্রমিক আন্দোলন খুব নজরে এসেছে। অবশ্য তার কারণ ও আছে, বর্তমান বাজারে একজন গার্মেন্টস শ্রমিকের বেতন ৮ হাজার থেকে ১৬ (দক্ষতার উপর নির্ভর করে) হাজার করা হয়েছে। কিন্তু বর্তমান দ্রব্যমূলের যে পরিস্থিতি তা বিবেচনা করলে তাদের মতে এই বেতন দিয়ে মাস শেষে একটা সংসার চালানো দ্বায়।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য
- আলু প্রতি কেজি – ৬০ – ৬৫ টাকা
- চাল (মোটা) প্রতি কেজি – ৫৬ – ৬৫ টাকা কেজি
- পাংগাশ মাছ প্রতি কেজি – ১৮০ – ২২০ টাকা
- ডিম প্রতি হালি – ৫২ থেকে ৬০ টাকা
- তেলাপিয়া মাছ প্রতি কেজি – ১৪০ – ২০০ টাকা
- মুসুর ডাল প্রতি কেজি – ১০০ – ১২০ টাকা
- বয়লার মুরগি প্রতি কেজি – ১৬০ – ১৭০ টাকা
এছাড়াও বাড়ি ভাড়া, বিদুৎ বিল, পানি বিল, গ্যাস বিল সহ নানান বিল দিতে দিতে মাস শেষে ছাগলের মাংস তো দূরেই থাক গরু মাংস কিনতে যেতে পারে না।
তার উপরে কোথাও কোথাও বেতন ৭ কর্ম দিবসের মধ্যে তারা পায় না। অনেক প্রতিষ্ঠান নানা অজুহাত দেখিয়ে বেতন দেন ১২ তারিখ থেকে ১৫ তারিখ, যা একটা শ্রমিকের জন্য বিপদ জনক। কারণ মাস শেষ হতে না হতেই বাড়ি ভাড়া গুনতেই হবে। বিদুৎ মিটারে টাকা না উঠলে ঘরে আলো জ্বলবে না সেই সাথে গ্যাস বিল তো গুনতেই হবে। তাই ধারের আশ্রয় নিতে হয় কারণ মূল কথা বাঁচতে হবে।
গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সময় তার বলেন সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম যদি না কমন তাইলে আমাদের বেতন বাড়াতে হবে। তবে সরকার নিত্য প্রয়োজনের জিনিসের দাম কমালে আমাদের কোন দাবি নাই আমরা কোন আন্দোলন করবো না গার্মেটস শ্রমিক আন্দোলন করবে না।
তবে আজ যে আন্দোলন হচ্ছে তা মূলত হলো গাজীপুর জেলার বোর্ড বাজার, গাজীপুরা সহ ইত্যাদি স্থানে কিছু গার্মেন্টস প্রতিষ্ঠান আজ (১৩ তারিখ) কোন বেতন এবং অতিরিক্ত কাজের মজুরি কোন কিছু এখনও প্রদান করে নি। তাই এখন গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কারণ হয়ে জড়িয়েছেন।
মতামত:
কথায় আছে শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ, আমাদের এই সোনার বাংলাদেশ। সবারই তাই অর্থনৈতিক অধিকার এর মধ্যে সঠিক মতো শ্রমের পারিশ্রমিক পাবার অধিকার আছে। দিন রাত কঠোর পরিশ্রম করে মাস শেষে কিছু পারিশ্রমিক পাবে যা দিয়ে পরিবার নিয়ে একটু শান্তিতে দু মুঠো খেয়ে দিন পার করবে। এখন যদি সেই অধিকার ও হরণ করে নেন তাইলে তো তারা তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নামবেই। তাই নয় কী?
তারা তো অন্যায় কিছু বলেনি আপনি কাজ করিয়েছেন তাইলে কেন ঠিক মতো টাকা পরিশোধ করবেন না? এখন হয় তো বলবেন আমি আমার বায়ার কে ঠিক মতো প্রোডাক্ট ডেলিভারি দিতে পারি নাই বিধায় তারা টাইম মতো পেমেন্ট করে নি তাই বেতন ভাতা দিতে দেরি হচ্ছে।
তাইলে এটা বলুন যখন আপনি ঠিক টাইম প্রোডাক্ট ডেলিভারি দিয়েছেন সঠিক সময় পেমেন্ট পেয়েছেন তখন কী তাদের বেতন ১ বা ২ তারিখ দিয়েছেন? দেননি।
সঠিক সময়ে প্রোডাক্ট ডেলিভারি হয়নি বলে লাভ কম হলো তাই বলে এখন বলছেন টাকা নাই বেতন দেবও কী দিয়ে ?
কিন্তু লাভ বেশি হলে তখন কী বেশি বেতন ভাতা দিয়েছেন ? দেননি। তাইলে গার্মেন্টস শ্রমিক আন্দোলন করবেই তো।
BCS Prepare সব সময় সঠিক তথ্য এবং আপডেট খবর প্রকাশ করে থাকে। যা আপনার জ্ঞানকে আরও প্রসারিত করতে সহায়তা করবে। এবং আপনার ইতিমধ্যে জানেন যে BCS Prepare হলো একটি শিক্ষামূলক ওয়েবসাইট যেখান থেকে আপনি সব সময় সকল চাকরি পরীক্ষা যেমন- বিসিএস প্রস্তুতি, ব্যাংক জব, NTRCA শিক্ষক নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে সকল সরকারি চাকরির জন্য প্রিলিমিনারি প্রস্তুতি নিতে পারবেন এক নিমেষেই।
তাই সব সময় BCS Prepare এর সাথেই থাকুন।