শিক্ষক নিবন্ধন ভাইভা প্রস্তুতি
আজকে আপনাদের জন্য থাকছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা থাকছে কম্পিউটার সম্পর্কে। এবং এগুলো পড়লে আপনি আপনার সকল সরকারি চাকরির MCQ বা ভাইবা যেকোনো ক্ষেত্রে কমন পাবেন। চলুন জেনে আসি কম্পিউটার সম্পর্কে বেসিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর।
কম্পিউটার সম্পর্কে বেসিক কিছু প্রশ্ন
কম্পিউটার এর কোন মেমোরি (Memory) মুছে ফেলা খুব কঠিন?
উত্তর: ROM এর মেমোরি।
টিকা: ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory, ইংরেজি শব্দ Read Only Memory দিকে তাকালে হয়তো একটু হলেও বুজতে পারছেন যে End ইউজার এই মেমোরি শুধু Read করতে পারে (Read করতে পারা মানে শুধু দেখতে পারা)। কারণ কম্পিউটার তৈরিকারী সকল প্রতিষ্ঠান এই ROM এ কিছু ফাইল সেটআপ করে দেন যাকে আমরা কম্পিউটার এর ভাষায় বলি Firmware থাকি।
Firmware কী?
উত্তর: ফার্মওয়্যার একটি প্রোগ্রাম, যা কম্পিউটার এর ROM এ স্থায়ী ভাবে স্থাপন করা থাকে।
Firmware কাকে বলে?
উত্তর: আপনারা ইতিমধ্যে কম্পিউটার সম্পর্কে জানা শুরু করেছেন। আর আপনারা হয়তো জেনেই ফেলেছেন Firmware শব্দটা কম্পিউটার এর সাথে সংযুক্ত এবং কম্পিউটার এর একটি গুরুত্বপূর্ণ পার্ট ও বটে। আর ইতিমধ্যে এ ও জেনেছেন যে Firmware একটি Program,
এবং এই প্রোগ্রাম কম্পিউটার প্রস্তুতিকারী প্রতিষ্ঠান কর্তৃক তৈরিকৃত যা আপনি আমি চাইলেই খুব সহজে তা পরিবর্তন করতে পারব না। এই প্রোগ্রাম কম্পিউটার এর স্থায়ী মেমোরি ROM এ সংরক্ষণ করা থাকে এবং তা শুধু মাত্র কম্পিউটার এর পর্দায় দেখা যায়।
Firmware এর সংজ্ঞা
Firmware একটি প্রোগ্রাম, যাকে কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কম্পিউটার তৈরিরসময়ে এর স্থায়ী মেমরি ROM এ সংরক্ষণ করে থাকেন। End User বা কম্পিউটার ব্যবহারকারি জাতীয় প্রোগ্রাম (Firmware) কে পরিবর্তন বা সংশোধন করতে পারে না।
আইসিটি শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে কোথায়?
উত্তর: ROM (ROM সম্পর্কে উপরে বিস্তারিত দেয়া হয়েছে)
সর্বপ্রথম কোন কোম্পানি হার্ডডিস্ক তৈরী এবং করেন?
উত্তর: ১৯৫৬ সালে সর্বপ্রথম হার্ডডিস্ক তৈরি এবং বাজারজাত করেন আমেরিকান কোম্পানি IBM (International Business Machines)।
ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস?
উত্তর: কম্পিউটার এর ভাষায় ডিজিটাল ক্যামেরা হলো একটি ইনপুট ডিভাইস। কারণ ক্যামেরার মাধমে আমার কোন ছবি ক্যামেরা বন্ধী করে তা প্রসেসিং এর জন্য তা কম্পিউটার এ নিয়ে আজ করি।
সর্ব প্রথম পেনড্রাইভ কখন বাজারে আসে?
উত্তর: ২০০০ সালে ট্রেক টেকনোলজি এবং আইবিএম এর হাত ধরে সর্বপ্রথম ইউ এস বি ফ্লাশ ড্রাইভ বা পেনড্রাইভ বাজারে আসে।
ট্রেক টেকনোলজি কোম্পানির প্রথম পেনড্রাইভ এর নাম কী?
উত্তর: ট্রেক টেকনোলজি কোম্পানি কর্তৃক ২০০০ সালে সর্বপ্রথম যে পেনড্রাইভ বাজারে আসে তা নাম ছিলো “থাম্বড্রাইভ“।
কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে?
উত্তর: ২টি যথা 0 এবং 1। আপনারা জেনে অবাক হবেন যে কম্পিউটার এই দুটো অক্ষর ছাড়া আর কিছু বোঝেনা। আমরা কম্পিউটারের কীবোর্ড থেকে বা অডিও ভিডিও যেকোনো তথ্য বা ইনপুট দিয়ে থাকি, কিন্তু কম্পিউটার সকল ইনপুট বা তথ্য কে কনভার্ট করে বাইনারি ভাষা 0 এবং 1 বিষবে কাজ করে। কম্পিউটার শুধু বোঝে 0 এবং 1 আর কিছু বোঝে না।
কম্পিউটারে গেমস খেলার জন্য আলাদা পোর্ট থাকে কোথায়?
উত্তর: কম্পিউটারে গেমস খেলার জন্য আলাদা পোর্ট থাকে গ্রাফিক্স কার্ডে।
LCD এর পূর্ণরূপ কী?
LCD এর পূর্ণরূপ হলো Liquid Crystal Display, LCD প্রাথমিক ক্রিয়াকলাপে তরল স্ফটিক ব্যবহার করে থাকে। এবং এর ধরন হলো ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে।
LCD (Liquid Crystal Display) এর জনক কে?
উত্তর: সুইস পদার্থবিদ মার্টিন সাউ হলেন Liquid Crystal Display এর জনক।
বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?
উত্তর: বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন হলো পিপীলিকা। যা চালু হয়েছিল ২০১৩ সালে কিন্তু দুর্ভাগ্য বসত তা ২০২১ সালে বন্দ হয়ে যায়।
I Love You কী?
উত্তর: কম্পিউটার এর জগতে I Love You হলো একটি শক্তিশালী কম্পিউটার ভাইরাসের নাম।
মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে?
উত্তর: গবেষক ও প্রকৌশলী মার্টিন কুপার ৩ এপ্রিল ১৯৭৩ প্রথম মোবাইলে কথা বলেন।
দশটি শক্তিশালী কম্পিউটার ভাইরাসের নাম লিখো
উত্তর: ILOVEYOU, Melissa, Stuxnet, Conficker, WannaCry, Zeus, Sasser, Blaster, CryptoLocker এবং Kleopatra।
- ILOVEYOU
এই ভাইরাস খুব শক্তিশালী যা ২০০০ সালে ছড়িয়ে পড়া একটি ভাইরাস। ILOVEYOU ভাইরাস ইমেইল আক্রমণের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে আপনার OS ফাইল নষ্ট করতে সক্ষম।
- Melissa একটি মাইক্রোসফট ওয়ার্ড ম্যাক্রো ভাইরাস যা আবিষ্কৃত হয় ১৯৯৯ সালে।
- Stuxnet এখন পর্যন্ত শক্তিশালী ভাইরাস যা ২০১০ সালে প্রকাশিত হয়। ধারণা করা হয় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে Stuxnet ভাইরাসকে ডিজাইন করা হয়।
- Conficker রুটকিট ভাইরাস যা হাজার হাজার কম্পিউটার কে আক্রান্ত করেছিল।
- WannaCry এমন একটি ভাইরাস, যা আপনার কম্পিউটার সিস্টেমকে লক করে দিতে সক্ষম। WannaCry আবিষ্কার হয়েছিল ২০১৭ সালে।
- Zeus হলো ট্রোজান ভাইরাস যা ব্যাংকিং তথ্য চুরি করতে ব্যবহৃত হয়। ট্রোজান ভাইরাস একবার যদি আপনার কম্পিউটার এ প্রবেশ করে তাইলে আপনার সিস্টেম রিসেট করা ছাড়া উপাই নাই। তাই Zeus ভাইরাস থেকে সাবধান।
- Sasser যদি আপনার কম্পিউটার সিস্টেমে আক্রমণ করে তবে আপনার কার্যক্রম বিঘ্নিত করে দিতে সক্ষম।
- Blaster ভাইরাস মাইক্রোসফট উইন্ডোজ সিস্টেমের দুর্বলতাকে লক্ষ্য করে আপনার কম্পিউটার এ প্রবেশ করে এবং আপনার সকল OS ফাইল বিনষ্ট করে দিতে সক্ষম।
- CryptoLocker ভাইরাস যদি আপনার কম্পিউটার এ আক্রমণ করে তাইলে আপনার ফাইল এনক্রিপ্ট করে এবং মুক্তিপণ দাবি করতে পারে।
- Kleopatra ভাইরাস যা কেবল নির্দিষ্ট তথ্য চুরি করার জন্য তৈরি করা হয়েছিল। এই ভাইরাস তৈরির পেছনে উদ্দেশ্য ছিল কিছু নির্দিষ্ট তথ্য এবং নির্দিষ্ট পারসন অ্যাটাক।
নোট: আপনার বেশির ভাগ ভাইরাস আসে ইন্টারনেট জগৎ থেকে তাই ইন্টারনেট ব্যবহারে সতর্ক হতে হবে।
আইসিটি শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষার কম্পিউটার সম্পর্কে সবার কম পক্ষে সাধারণ জ্ঞান রাখা উচিৎ। নইলে আপনার কম্পিউটার কখন হ্যাক হবে বুজতে পারবেন না তাই কম্পিউটার সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জনের চেষ্টা করুণ।
Quick Heal কী?
উত্তর: Quick Heal একটি এন্টিভাইরাস সফ্টওয়ার।
X কী?
উত্তর: X হলো একটি সামাজিক নেটওয়ার্কিং সাইট।
X এর মালিক কে?
উত্তর: X এর মালিক ইলন মাস্ক।
ভারত প্রথম নিজস্ব ওয়েব ব্রাউজার কোনটি?
উত্তর: Еріс.
পেনড্রাইভ এর অপর নাম কি?
উত্তর; ফ্লাশ ড্রাইভ হলো পেনড্রাইভ এর অপর নাম।
১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার বাহিনীর ওয়েবসাইটে প্রবেশকৃত হ্যাকারের বয়স ছিল?
উত্তর: ১৯ বছর।
ইন্টারনেট বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি?
উত্তর: উইকিপিডিয়া।
আইসিটি শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষার কম্পিউটার সম্পর্কে শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতি পেতে ক্লিক করুণ ICT কর্ণার