অনলাইন মডেল টেস্ট চূড়ান্ত প্রস্তুতি
প্রতিবারের মত থাকছে অনলাইন মডেল টেস্ট শিক্ষক নিবন্ধনের জন্য। NTRCA (Non-Government Teachers’ Registration and Certification Authority) সম্পর্কে জানে না এমন মানুষ কমই হো হবে। কারণ NTRCA এখন এক স্বপ্নের নাম। স্বপ্নকে সহজ ভাবে ধরতে আমরা আপনাকে সাহায্য করতে পাশে থাকব প্রস্তুতির সহায়ক হিসাবে। আপনার জন্য ইত্তিমধে বেশ কিছু অনলাইন মডেল টেস্ট এর ব্যবস্থা করেছি। এখন হাজির হচ্ছি নতুন এক মডেল টেস্ট নিয়ে। দেরি না করে এখনই আপনার জ্ঞান যাচায় করে নিন।
কিছু প্রশ্ন
১৯ তম শিক্ষক নিবন্ধন সিলেবাস পরিবর্তন হয়েছে?
শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি বা অন্য সিলেবাস এখনও কোন পরিবর্তন আসেনি। তবে প্রিলির জন্য বর্তমানে ঘটে যাওয়া ঘটনাতে বেশি ফোকাস করা উচিত বলে মনে করি।
শিক্ষক নিবন্ধন অনলাইন মডেল টেস্ট কী?
মডেল টেস্ট বলতে আমরা জানি নিজের অর্জিত জ্ঞানকে পরীক্ষা করা। আর অনলাইন মডেল টেস্ট বলতে আমরা বুঝি যে মডেল টেস্ট অনলাইন এর মাধ্যমে সম্পূর্ণ করা হয় তাঁকে। এখানে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির কথা মাথায় রেখে সম্ভাব্য কিছু কমন প্রশ্ন (যা বিগত সময়ে কমন ছিলো) নিয়ে সাজানো মডেল টেস্ট। যা আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এই মডেল টেস্ট কী শুধু শিক্ষক নিবন্ধনের জন্য?
এক কথায় উত্তর, না। কেন নয়, এই মডেল টেস্ট এর এমসিইউ সমসাময়িক সকল বিষয় এবং বিগত সরকারি চাকরির এমসিইউ পরীক্ষা হতে সাজানো। তাই সকল সরকারি প্রত্যাশী প্রার্থীই এই মডেল টেস্ট অনুশীলন করে উপকৃত হবে।