ঢাবি ভর্তিতে আবেদনের যোগ্যতা কত থাকতে হবে

ভর্তিতে আবেদনের যোগ্যতা

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তিতে আবেদনের যোগ্যতা কত?

ঢাবি ভর্তিতে আবেদন

সদ্য শেষ হওয়া এইচএসসি পরীক্ষার্থীরা সবাই এখন ব্যস্ত সামনে কী করবে তা নিয়ে। কেও ব্যস্ত কোথায় ঘুরতে যাবে তা নিয়ে। কেও আবার আগের থেকেই ঠিক করে রেখেছে ইন্ডিয়া, থাইল্যান্ড, দুবাই যাবে। পরীক্ষা এখন হবে না ভেবে কেও তো ইতি মধ্যে চলেও গেছে ঘুরতে। কেও এক্সট্রা কাজ শুরু করেছে জাতে পরিবারের পাশে থাকা যায়। কেও তো ব্যস্ত পড়া নিয়ে। মোট কথা যার যার সামর্থ্য অনুযায়ী সবাই এখন ব্যস্ত।

এর মধ্যে এক দল বুদ্ধিমান ছাত্র আছে যারা নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তারা জানে এখন ঘোরার সময় না। কারণ তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তিতে আবেদনের যোগ্যতা অনুযায়ী লড়াই করতে হবে। সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। আমার মতো লক্ষ লক্ষ স্বপ্ন যোদ্ধারা পরীক্ষায় অংশ গ্রহণ করবে। তাদের মাঝে নিজের পুরোটা দিয়ে নিজেকে জয় করতে হবে। সব মিলিয়ে এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তিতে আবেদনের যোগ্যতা অর্জন করছে। নিজেকে যোগ্য করে তুলছে।

আপনিও যদি স্বপ্ন যোদ্ধা হন তাইলে এখনই শুরু করে দেন প্রস্তুতি। মাত্র তো শুরু অনেক সময় আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ইউনিট কয়টি

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ইউনিট হলো চারটি 

  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
  • বিজ্ঞান ইউনিট
  • ব্যবসায় শিক্ষা ইউনিট এবং
  • চারুকলা ইউনিট

ঢাবির ইউনিট 

  • ক ইউনিট – বিজ্ঞান
  • খ ইউনিট – কলা, আইন ও সামাজিক বিজ্ঞান
  • গ ইউনিট – ব্যবসায় শিক্ষা এবং
  • চ ইউনিট – চারুকলা

ঢাবি ভর্তি আবেদনের জন্য কত পয়েন্ট লাগে

ছাত্র-ছাত্রীরা জেনে খুশি হবেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণিতে ভর্তিতে আবেদনের যোগ্যতা (পয়েন্ট) কমানো হয়েছে ২০২১ সালে এপ্রিল মাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেন।

তাহলে কত পয়েন্ট লাগবে এখন? চলুন জানা যাক,

ক ইউনিট মানে বিজ্ঞান ইউনিটের জন্য বিজ্ঞানের শিক্ষার্থীদের (যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়েছেন) ক্ষেত্রে 

ন্যূনতম যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে 

মাধ্যমিক + উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম ৮ থাকতেই হবে। তবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় (যেকোনো টি তে) যদি ৩.৫ এর নিচে তাহলে আবেদন করতে পারবেন না। অবশ্যই সব পরীক্ষায় ৩.৫ এর উপরে থাকতে হবে।

মোট পয়েন্ট গতবছর ছিলো ৮.৫ যা বর্তমানে ৮ পয়েন্ট। 

খ ইউনিট মানে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য মানবিক বিভাগের শিক্ষার্থীদের (যারা মানবিক বিষয় নিয়ে পড়েছেন) ক্ষেত্রে 

ন্যূনতম যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে 

মাধ্যমিক + উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম ৭.৫ থাকতে হবে। এবং মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় (যেকোনো টি তে) যদি ৩ এর নিচে তাহলে আবেদন করতে পারবেন না। অবশ্যই সব পরীক্ষায় ৩ এর উপরে থাকতে হবে।

মোট পয়েন্ট গতবছর ছিলো ৮ যা বর্তমানে ৭.৫ পয়েন্ট। এবং মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গতবছর ছিলো ৩.৫ আর বর্তমানে তা ৩।

গ ইউনিট মানে ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের (যারা ব্যবসায় বিষয় নিয়ে পড়েছেন) ক্ষেত্রে 

ন্যূনতম যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে 

মাধ্যমিক + উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম ৭.৫ থাকতে হবে। এবং মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় (যেকোনো টি তে) যদি ৩ এর নিচে তাহলে আবেদন করতে পারবেন না। অবশ্যই সব পরীক্ষায় ৩ এর উপরে থাকতে হবে।

মোট পয়েন্ট গতবছর ছিলো ৮ যা বর্তমানে ৭.৫ পয়েন্ট। এবং মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গতবছর ছিলো ৩.৫ আর বর্তমানে তা ৩।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি এখন BCS Prepare এর শিখামূলক ওয়েবসাইট নিতে পারবেন। তবে জেনে রাখা ভালো শুধু BCS Prepare থেকে পড়ে হয়তো সকল বিষয়ে কমন নাও পেতে পারেন। কারণ বিজ্ঞান বিষয় সহ আরও কিছু বিষয় এর কাজ চলছে এখনও আপডেট করা হয়নি। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫

  • ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞতি admission.eis.du.ac.bd সহ সকল ইনফরমেশন এখানে পাবে। এবং এই ওয়েবসাইটের মাধমে ভর্তির আবেদন করতে পারবেন।
  •  

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ ভর্তির আবেদনের সময় সূচি

  • ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদনের সময় জানতে admission.eis.du.ac.bd দেখুন।
  •  

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ ভর্তি পরীক্ষার রেজাল্ট 

ফলাফল প্রকাশিত হওয়ার পর আপনার ঢাবির এই লিঙ্ক এ প্রবেশ করবেন admission.uod.ac.in পোর্টালে ঢাবির ড্যাশবোর্ডে লগ ইন করে DU মেধা তালিকা 2024 দেখতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ ভর্তি পরীক্ষার অ্যাডমিন কার্ড ডাউনলোড 

আপনার (আবেদনকারীদের) ইউনিক অ্যাপ্লিকেশান আইডি (লগইন ইউজার নাম) 

পাসওয়ার্ড হলো আপনার (আবেদনকারীদের) মোবাইল নম্বর।

লগইন করার পর যেকোনো সময় আপনি অ্যাডমিট কার্ড প্রিন্ট/ ডাউনলোড করতে পারবেন।

বি: দ্র: সকল বিশবিদ্যালয় ভর্তিতে আবেদনের যোগ্যতা প্রায় একুই। উপরের তালিকা অনুযায়ী আপনাকে আগে ভর্তিতে আবেদনের যোগ্যতা অর্জন করতে হবে। যদি নিয়ম অনুযায়ী আপনার অর্জন কৃত পয়েন্ট আবেদনের চাহিদা অনুযায়ী না হয় তাইলে আপনি ভর্তিতে আবেদনের যোগ্যতা হারিয়ে ফেলবেন।

Leave a Reply