Table of Contents
Toggleআজকে আমরা আলোচনা করব বাংলা ভাষা ও ভাষারীতি নিয়ে
বাংলা ভাষা ও ভাষারীতি থেকে বিসিএস বলেন, শিক্ষক নিবন্ধন বলেন, প্রাইমারি শিক্ষক বলেন, সরকারি যে কোন চাকরি বলেন সকল ক্ষেত্রেই অবশ্যই, অবশ্যই প্রশ্ন থাকে ।তাই আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সবাই যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে মিনিমাম চার থেকে পাঁচটা প্রশ্ন কমন পাবেন।
বাঙ্গালা আমাদের এক প্রাণের ভাষা যার জন্য তাজা প্রাণ দিয়েছিল রফিক, শফিক, সালাম এবং বরকত সহ অনেক ভাষা শহীদ। না হলে হয় তো আজ আমাদের কথা বলতে হতে অন্যদের শেখানো বলিতে। বাংলা ভাষা নিয়ে এটাও ১৯৫২ সালের কথা তাই না? হা ঠিক ধরেছেন। কিন্তু আমাদের এই বাংলা ভাষা কিন্তু ১৯৫২ সালে উৎপতি হয়নি। বাংলা ভাষা ও ভাষারীতি উৎপত্তি সেই চর্যাপদ আবিষ্কারের পর থেকেই। আর এই চর্যাপদ আবিষ্কার হয়েছিল নেপাল থেকে।
আমাদের এই বাংলা ভাষা ও ভাষারীতি নিয়ে হয়েছে অনেক গবেষণা। এসেছে অনেক পরিবর্তন হয়েছে সংশোধন এবং সংরক্ষণ। কোন মনীষী কাজ করেছেন চলিত ভাষা নিয়ে। আবার কেন গবেষণা করেছেন সাধু রীতি নিয়ে। বাংলা ভাষা ও ভাষারীতি নিয়ে অনেকে লিখেছেন অনেক প্রবন্ধ এবং রচনা। যার মাধ্যমে আমরা আজ জানতে পারি বাংলা ভাষা ও ভাষারীতি উৎপত্তি এবং আদি নিবাস।
বাংলা ভাষা ও ভাষারীতি পার্ট ১
প্রশ্ন এবং উত্তর
1. মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশের ধ্বনি সমষ্টিকে বলা হয়
ক) বাক্য, খ) শব্দ, গ) ভাষা, ঘ) বর্ণ,
উত্তরঃ গ) ভাষা
অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে যেমন
1.1. মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশের ধ্বনি সমষ্টিকে কি বলা হয়?
ক) শব্দ, খ) বাক্য, গ) বর্ণ, ঘ) ভাষা,
উত্তরঃ ঘ) ভাষা
(মনের ভাব প্রকাশ করার অনেক মধ্য রয়েছে। যেমন: শব্দের মাধ্যমে, ইশারা ইঙ্গিতের মাধম্যে। আপনি হয়তো শব্দ বা ইশারা ইঙ্গিতে আপনার ভাষা প্রকাশ করতে পারবেন। কিন্ত তা সম্পূর্ণ বোধগম্য হবে কিনা তার ঠিক নাই। আর আপনি মুখের ভাষা ছাড়া মনের ভাষা হয়তো প্রকাশ করতে পারবেন কিন্তু কখনোই পুরো আবেগ প্রকাশীত হবে না। তাই বলা হয় মানুষের মুখের ভাষায় ভাব প্রকাশের এক মাত্র মাধ্যম)
2. মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হল
ক) চিত্র, খ) ভাষা, গ) ইঙ্গিত, ঘ) ইশারা
উত্তরঃ খ) ভাষা,
অথবা প্রশ্নটা অন্য ভাবেও আসতে পারে যেমন
2.1. মনের ভাব প্রকাশের মাধ্যম কি?
ক) চিত্র, খ) ইঙ্গিত, গ) ভাষা, ঘ) ইশারা
উত্তরঃ গ) ভাষা,
2.2. মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কি বলা হল?
ক) চিত্র, খ) ভাষা, গ) ইঙ্গিত, ঘ) ইশারা
উত্তরঃ খ) ভাষা,
3. ভাষার মূল উপাদান হল
ক) শব্দ, খ) ধ্বনি, গ) বর্ণ, ঘ) বাক্য,
উত্তরঃ খ) ধ্বনি
4. ভাষার মূল উপাদান কে বলা হয়
ক) শব্দ, খ) ধ্বনি, গ) বর্ণ, ঘ) বাক্য,
উত্তরঃ খ) ধ্বনি
5. বর্তমানে পৃথিবীতে কতটি ভাষা প্রচলিত আছে?
ক) দুই হাজারের উপরে খ) সাড়ে পাঁচ হাজারের উপরে, গ) সাড়ে তিন হাজারের উপরে ঘ) তিন হাজার
গ) সাড়ে তিন হাজারের উপরে
6. প্রায় 24 কোটি মানুষের মুখের ভাষা
ক) বাংলা, খ) ইংরেজী, গ) উর্ধু, ঘ) আরবী
উত্তরঃ ক) বাংলা
7. পৃথিবীতে বাংলা ভাষা-ভাষায়ী
ক) ২৪ কোটি প্রায়, খ) ১৭ কোটি প্রায়, গ) ১২৪ কোটি প্রায়, ঘ) ১৮ কোটি উপরে
উত্তরঃ ক) ২৪ কোটি প্রায়,
8. বাংলা ভাষার বয়স
ক) এক হাজার বছর (মাগদী ও গৌরী প্রকৃতি অনুসারে), খ) মাত্র পনেরো শত বছর , গ) ৭০ বছর এর উপরে , ঘ) ৭০ বছর
উত্তরঃ ক) এক হাজার বছর (মাগদী ও গৌরী প্রকৃতি অনুসারে)
বাংলা ভাষা ও ভাষারীতি হতে আরও জানতে ভিজিট করুণ বাংলা ভাষা ও ভাষারীতি পেজ এ
9. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ও জর্জ গিয়ার্সনের মত অনুসারে বাংলা ভাষার উদ্ভব হয়েছে
ক) গৌরী প্রকৃতি অনুসারে, খ) মাগধী প্রকৃতি থেকে, গ) কেন্তুম থেকে, ঘ) সতম থেকে
উত্তরঃ খ) মাগধী প্রকৃতি থেকে
10. ড. মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা উদ্ভব
ক) গৌরী প্রকৃতি অনুসারে, খ) সতম থেকে, গ) কেন্তুম থেকে, ঘ) মাগধী প্রকৃতি থেকে
উত্তরঃ ক) গৌরব প্রকৃতি থেকে
11. বাংলা ভাষার জন্ম
ক) পালি ভাষা থেকে খ) উড়িয়া থেকে, গ) সংস্কৃত থেকে ঘ) বঙ্গ কামরূপী ভাষা থেকে
উত্তরঃ ঘ) বঙ্গ কামরূপী ভাষা থেকে
12. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎসকাল
ক) নবম দশক, খ) অষ্টম দশক, গ) সপ্তম দশক, ঘ)দ্বাদশ
উত্তরঃ গ) সপ্তম দশক,
13. বাংলা ভাষা বিশেষভাবে প্রভাবিত
ক) দ্রাবিড় ও কল অনার্য ভাষা থেকে, খ) উড়িয়া থেকে, গ) কামরূপী থেকে, ঘ) পালি ভাষা থেকে
উত্তরঃ ক) দ্রাবিড় ও কল অনার্য ভাষা থেকে
14. বাংলা ভাষার আদি উৎস
ক) পালি ভাষা থেকে খ) উড়িয়া থেকে, গ) সংস্কৃত, ঘ) ইন্দ্র ইউরোপীয় ভাষা
উত্তরঃ ঘ) ইন্দ্র ইউরোপীয় ভাষা
15. পৃথিবীর অধিকাংশ ভাষার রূপ
ক) ১টি, খ) ২টি, গ) ৩টি, ঘ) ৪টি
উত্তরঃ খ) ২টি,
16. পৃথিবীর অধিকাংশ ভাষার রূপ কয়টি এবং কি কি?
ক) ১টি – লিখিত রূপ, খ) ২টি – লিখিত ও কথ্য রূপ, গ) ১টি- লিখিত ও কথ্য রূপ, ঘ) কোনো রূপ নেই
উত্তরঃ খ) ২টি, লিখিত ও কথ্য রূপ
17. তৎসম শব্দ বেশি থাকে
ক) পালি ভাষায় খ) সাধু ভাষায়, গ) সংস্কৃত ভাষায় ঘ) চলিত ভাষায়
উত্তরঃ খ) সাধু ভাষায়,
18. সর্বপ্রথম সাধু ভাষা ব্যবহার করেন
ক) ড. মোহাম্মদ শহীদুল্লাহ, খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায, গ) জর্জ গিয়ার্সন, ঘ) রাজা রামমোহন রায়
উত্তরঃ ঘ) রাজা রামমোহন রায়
19. বাংলা ভাষার যে বংশ থেকে এসেছে
ক) ইইন্দ্র ইউরোপীয় (শতম শাখা) খ) ইন্দ্র ইউরোপীয় (কেন্তুম শাখা), গ) মাগধী থেকে
উত্তরঃ ক) ইইন্দ্র ইউরোপীয় (শতম শাখা)
20. ইন্দ্র ইউরোপীয় ভাষা বংশের শাখা কয়টি
ক) ১টি, খ) ২টি, গ) ৩টি, ঘ) ৪টি
উত্তরঃ খ) ২টি,
Frequently Asked Questions
ভাষাবংশ কাকে বলে?
বিশ্বের প্রতিটি ভাষা কোন না কোন ভাষা হতে এসেছে। উক্ত ভাষার পরিবারকেই ভাষার বংশ বা ভাষার পরিবার বলা হয়ে থাকে।
সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য কি?
চলিত ভাষা
চলিত ভাষা টা সাধু ভাষার মতো গুরুগম্ভীর না। এটি সহজ বোঝা যায়। আর এই ভাষা নাটকের সংলাপ, সভা বা কোন বক্তৃতায় কিংবা আলাপচলিতায় মুখ্যতার সাথে ব্যবহার উপযোগী। এই ভাষার লিখিত রূপ এবং মৌখিক বা কথ্য রূপ রয়েছে। চলতি ভাষায় সাধারণত তদ্ভব শব্দ বহুল হয়ে থাকে।
সাধু ভাষা
সাধারণত সাধু ভাষা গুরুগম্ভীর হয়ে থাকে। সেই সাথে তৎসম শব্দ ব্যাবহিত হয় সাধু ভাষা রীতিতে বেশি। যেহেতু সাধু ভাষা গুরুগম্ভীর তাই এই ভাষাকে নাটকের সংলাপে কোন বক্তৃতায় বা কোন সংলাপে ব্যবহার করা হয় না।
বাংলা ভাষা ও ভাষারীতি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গুরুতপূর্ণ?
শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বাংলা বিষয় হতে ২৫ মার্কসের MCQ প্রশ্ন থাকে প্রিলিমিনারিতে। আর সেখানে বাংলা ভাষার উদ্ভব, ভাষার ইতিহাস, বাংলা ভাষা ও ভাষারীতি সহ বাংলা ব্যাকরণ হতে ১৫ মার্কস থাকতে পারে। তাই শিক্ষক নিবন্ধন তথা সরকারি কোনো পরীক্ষার ক্ষেত্রে বাংলা ভাষা ও ভাষারীতি অনুচ্ছেদ বাদ দেয়ার কোনো সুযোগ নেই।
বাংলা ভাষা ও ভাষারীতি কেন জানা জরুরি?
কোন জাতি তার সার্বভৌমত্বে যে ভাষায় কথা বলে তাঁকে ওই জাতির ভাষা বলা হয়। প্রতিটি জাতিকে তার ভাষা সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা জরুরি। কারণ মনের ভাব প্রকাশের এক মাত্র মাধ্যম হলো তার ভাষা। যদি ভাষার প্রতি পূর্ণ ধারণা থাকে তাইলে আপনি আপনার পরিপূর্ণ ভাবটা সম্পূর্ণ রূপে প্রকাশে সক্ষম হবেন।
অন্য দিকে যেকোনো সরকারি পরীক্ষার প্রশ্ন ধারাই ভাষা সম্পর্কে জ্ঞান যাচায় করতে প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক বেশি। যেমন NTRCA শিক্ষক নিবন্ধন পরীক্ষা বা প্রাইমারি শিক্ষক পরীক্ষা সহ ইত্যাদি চাকরি পরীক্ষায় বাংলা ভাষা ও ভাষারীতি হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে ২৫ মার্কস থাকেই থাকে। শুধু তাই নয় নিজের জানার জন্য হলেও নিজের ভাষা বাংলা জানা উচিত ভাষারীতি সহ।
বাংলাদেশের ভাষা নিয়ন্ত্রক সংস্থার নাম কী?
প্রতিটি দেশে স্ব স্ব ভাষা রয়েছে। এবং ভাষার উন্নয়নে এবং ভাষার সঠিক বিকাশের জন্য রয়েছে ভাষা গবেষণা কেন্দ্র বা ভাষা গবেষণাগার। আমাদের বাংলাদেশের ভাষা গবেষণাগার বা ভাষা নিয়ন্ত্রক সংস্থা নাম হলো বাংলা একাডেমি।
বাংলা একাডেমির পূর্বের নাম কী?
বাংলা ভাষা গবেষণা সাহিত্য চর্চা বা ভাষা চর্চার প্রাণকেন্দ্র বাংলা একাডেমির পূর্বের নাম ছিল বর্ধমান হাউস।
সাধারণ জ্ঞান কিছু কমন প্রশ্ন ঢাকা মেট্রোরেল এর যাবতীয় প্রশ্নের