Table of Contents
Toggleবাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪
হাজারো চাকরি প্রত্যাশী প্রাথীর স্বপ্ন বাংলাদেশ পুলিশের চাকরি। সবাই বাংলাদেশ পুলিশের চাকরির বিজ্ঞপ্তির অপেক্ষাই থাকে। সবার সেই প্রত্যাশিত পুলিশের চাকরির বিজ্ঞপ্তি 2024, বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ কর্তৃক তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd এবং police.teletalk.com.bd এবং CID cid.teletalk.com.bd এ প্রকাশিত হয়েছে।
এই চাকরির বিজ্ঞপ্তি 2024 টি অনেকের কাছে একটা সুবর্ণ সুযোগ বয়ে আনবে। তাই আর দেরি না করে এখনই আপনার পছন্দের চাকরির বিজ্ঞপ্তি 2024 পড়ুন এবং এখনই আবেদন করে ফেলুন, বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট থেকে www.police.gov.bd এবং police.teletalk.com.bd এবং CID cid.teletalk.com.bd।
স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, রাজারবাগ, ঢাকা। রাজস্বখাত ভুক্ত ৪টি ক্যাটাগরিতে মোট ৫৪টি শুন্য পদের জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ। আপনাদের সুবিধার্থে নিয়োগ বিজ্ঞপ্তির ফাইলটার নিচে দিয়ে দিলাম।
পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি/সার্কুলার PDF ফাইল
পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা যা যা লাগবে
ক্রমিক নং ১ এর জন্য
শিক্ষাগত যোগ্যতা:
১। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি,
২। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড Aptitute টেস্টে উত্তীর্ণ হতে হবে।
ক্রমিক নং ২ এর জন্য
শিক্ষাগত যোগ্যতা:
১। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় বিভাগে বা সমানে সিজিপিএ তে স্নাতক সম্মানের ডিগ্রী,
২। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে,
৩। কম্পিউটার মুদ্রাক্ষরে সার্টলিপি প্রতি মিনিটে বাংলায় এবং ইংরেজিতে যথাক্রমে ৫০ এবং ৮০ শব্দের গতি
৪। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ৩০ শব্দ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতিসহ উত্তীর্ণ হতে হবে।
ক্রমিক নং ৩ এর জন্য
শিক্ষাগত যোগ্যতা:
১। যে কোন স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ ,
২। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ উত্তীর্ণ হতে হবে,
৩। কম্পিউটার ব্যবহারের দক্ষতা।
ক্রমিক নং ৪ এর জন্য
শিক্ষাগত যোগ্যতা: ১। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে জেলার প্রাথীরা আবেদন করতে পারবে।
কোন জেলা আবেদন করতে পারবে: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ, বি-বাড়িয়া, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বগুড়া, পাবনা, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ (সকল পদের জন্য)।
তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন (সকল পদের জন্য)।
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা:-
চাকুরীদাতার/সংস্থার নাম: বাংলাদেশ পুলিশ।
নিয়োগকর্তা/সংস্থার নাম: বাংলাদেশ পুলিশ।
চাকরির পদের নাম: ১। ডাটা এন্ট্রি অপারেটর, ২। সার্টলিপি কাম কম্পিউটার অপারেটর, ৩। অফিস সহায়ক, ৪। দপ্তরী বিস্তারিত লিঙ্ক এ এবং পোস্টের নাম নিচে দেওয়া আছে.
চাকুরি স্থান: পোস্টিং এর উপর নির্ভর করে (বাংলাদেশের যেকোনো জায়গাই হতে পরে)।
পদ সংখ্যা/পোস্ট বিভাগ: ০৪ টি ক্যাটাগড়ি।
মোট শূন্যপদ সংখ্যা: ৫৪টি শূন্যপদ।
কাজের ধরন: ফুলটাইম।
কাজের শ্রেণী/ চাকরির ধরন : সরকারি চাকরি।
লিঙ্গ : পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে।
বয়স সীমা: 01 এপ্রিল 2024 তারিখে, সাধারণ প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছর এবং কোটাধারীদের জন্য সর্বোচ্চ 32 বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস, এইচএসসি বা সমমান পাস এবং স্নাতক বা সমমানের পাস।
অভিজ্ঞতার প্রয়োজনীয়তা: অভিজ্ঞ প্রয়োজন নাই তবে অভিজ্ঞরাও আবেদন করতে পারবেন।
জেলা: স্ক্রিনে দেয়া ছবিতে অথবা লিঙ্ক দেখুন.
বেতন: ২২৫০০/৮২৫০-৩০২০০/২০০১০8 টাকা (গ্রেড-১১-২০ পদের উপর ভিত্তি করে)।
অন্যান্য সুবিধাসুমহ: সরকারি চাকরি আইন ও প্রবিধান অনুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন।
আবেদন করতে খরচ: ১১২, ২২৩ এবং ৩৩৫ টাকা (গ্রেড অনুযায়ী)।
চাকরি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:
২৫ এপ্রিল ২০২৪ইং।
আবেদন শেষ তারিখ: ১৬ মে ২০২৪ইং।
ফোন নম্বর: +880-2-223381967, +880-2-223383515।
ফ্যাক্স নম্বর: +880-2-9563362, +880-2-9563358।
ইমেল ঠিকানা: oic_opscr@police.gov.bd।
হেড অফিসের ঠিকানা: 6 ফিনিক্স রোড, ঢাকা 1000।
সরকারী ওয়েবসাইট: www.police.gov.bd
পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি সহ সরকারি সকল খবরা খবর পেতে চোখ রাখুন চাকরির খবরে
BCS Prepare একটি শিক্ষামূলক ওয়েবসাইট এখানে আপনি যা পাবেন। NTRCA শিক্ষক নিবন্ধন পরীক্ষার পূর্ব প্রস্তুতি, ব্যাংক জব প্রস্তুতি, বিসিএস প্রস্তুতি এবং প্রাইমারি শিক্ষক প্রস্তুতি সহ সকল সরকারি পরীক্ষার Preparation.
সকল আপডেট খবরাখবর পেতে BCS Prepare এর সাথেই থাকুন।