পদ্মা সেতু সম্পর্কে চাকরির জন্য যাবতীয় সমাধান

পদ্মা সেতু সম্পর্কে mcq

পদ্মা সেতু সম্পর্কে চাকরির জন্য যাবতীয় সমাধান

পদ্মা সেতু সম্পর্কে MCQ প্রশ্ন এবং উত্তর পর্বে আবার থাকছে পদ্মা সেতু সম্পর্কে যাবতীয় কমন প্রশ্ন এবং উত্তর। 

পদ্মা সেতু সম্পর্কে MCQ পার্ট-০১

বাংলাদেশের সর্ব বৃহত্তম সেতু কোনটি 

ক) যমুনা বহুমুখী সেতু, খ) বঙ্গবন্ধু বহুমুখী সেতু, গ) পদ্মা বহুমুখী সেতু, ঘ) কর্ণফুলী ট্রানেল।

উত্তর: গ) পদ্মা বহুমুখী সেতু,

বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি? 

ক) কর্ণফুলী ট্রানেল, খ) বঙ্গবন্ধু বহুমুখী সেতু, গ) পদ্মা বহুমুখী সেতু, ঘ) যমুনা বহুমুখী সেতু।

উত্তর: গ) পদ্মা বহুমুখী সেতু,

পদ্মা সেতু কোথায় নির্মিত?

ক) যমুনা নদীর উপরে, খ) পদ্মা নদীর উপরে, গ) মেঘনা নদীর উপরে, ঘ) কোনটি নয় ।

উত্তর: খ) পদ্মা নদীর উপরে,

বঙ্গবন্ধু বহুমুখী সেতু কোথায় নির্মিত?

ক) যমুনা নদীর উপরে, খ) পদ্মা নদীর উপরে, গ) মেঘনা নদীর উপরে, ঘ) কর্ণফুলী নদীর নিচে ।

উত্তর: খ) ক) যমুনা নদীর উপরে,

পদ্মা সেতু সম্পর্কে MCQ এর বাকি পার্ট দেখতে এখানে ভিজিট করুণ। MCQ 

কোন সেতু বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ অঞ্চলকে মিলিত করেছেন?

ক) কর্ণফুলী ট্রানেল, খ) বঙ্গবন্ধু বহুমুখী সেতু, গ) পদ্মা বহুমুখী সেতু, ঘ) যমুনা বহুমুখী সেতু।

উত্তর: গ) পদ্মা বহুমুখী সেতু,

পদ্মা বহুমুখী সেতুর মূল কাঠামোর দৈর্ঘ্য কত?

ক) ৪.৮০ কিলোমিটার, খ) ৬.১৫ কিলোমিটার, গ) ৬.৭ কিলোমিটার, ঘ) ৪.১৫ কিলোমিটার।

উত্তর: খ) ৬.১৫ কিলোমিটার,

পদ্মা বহুমুখী সেতুর প্রস্থ কত?

ক)  ৬.১৫ মিটার, খ) ১৮.১০ মিটার, গ) ৬.১৫ কিলোমিটার, ঘ) ৪.৮০ কিলোমিটার,।

উত্তর: খ) ১৮.১০ মিটার,

বঙ্গবন্ধু বহুমুখী সেতুর দৈর্ঘ্য কত?

ক) ৪.৮০ কিলোমিটার, খ) ৬.১৫ কিলোমিটার, গ) ৬.৭ কিলোমিটার, ঘ) ৪.১৫ কিলোমিটার।

উত্তর: ক) ৪.৮০ কিলোমিটার,

পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় 

ক) ২৫শে মে ২০০১ সালে, খ) ২৬শে নভেম্বর ২০১৪ সালে, গ) ২৬শে নভেম্বর ২০১২ সালে, ঘ) ২৫শে জুন ২০২২ সালে

উত্তর: খ) ২৬শে নভেম্বর ২০১৪ সালে, 

সর্বনাশা এবং ভয়ঙ্কর নদী হিসাবে পরিচিত 

ক) যমুনা নদী, খ) পদ্মা নদী, গ) মেঘনা নদী, ঘ) কর্ণফুলী নদী।

উত্তর: খ) পদ্মা নদী,

পদ্মা সেতুর কাজ চলে 

ক) ২০০১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত, খ) ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত, গ) ২০০১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত, ঘ) ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত।

উত্তর: খ) ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত,

পদ্মা সেতুর উদ্ভোধন করা হয় কবে?

ক) ২৩শে জুন ২০২২, খ) ২৫শে জুন ২০২২, গ) ০৫শে জুলাই ২০২৪, ঘ) ২৫শে জুন ২০২৩।

উত্তর: খ) ২৫শে জুন ২০২২,

পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কবে?

ক) ২৩শে জুন ২০২২, খ) ২৫শে জুন ২০২২, গ) ০৫শে জুলাই ২০২৪, ঘ) ২৫শে জুন ২০২৩।

উত্তর: গ) ০৫শে জুলাই ২০২৪, 

পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানের ব্যয় কত?

ক) ৫ কোটি, খ) ২ কোটি, গ) ১২ শত কোটি , ঘ) কোনটি নয়।

উত্তর: ক) ৫ কোটি,

পদ্মা সেতুর নির্মাণ ব্যয় কত?

ক) প্রায় সাড়ে ৩২ হাজার কোটি টাকা, খ) প্রায় ৩১ হাজার কোটি টাকা, গ) ১৩ হাজার ৬৫৮ কোটি টাকা, ঘ) কোনটি নয়।

উত্তর: ক) প্রায় সাড়ে ৩২ হাজার কোটি টাকা,

পদ্মা সেতু নির্মাণ প্রতিষ্ঠান/ কোম্পানির নাম কী?

ক) চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, খ) ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, জাপান, গ) ক্লিভল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি, ঘ) কোনটি নয়।

উত্তর: ক) চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি,

পদ্মা সেতু নির্মাণ প্রতিষ্ঠান কোন দেশি কোম্পানি?

ক) জাপান, খ) চীনা, গ) আমেরিকান, ঘ) বাংলাদেশি।

উত্তর: খ) চীনা,

পদ্মা সেতুর ধরন কী?

ক) একমুখী, খ) বহুমুখী, গ) এলোপাথারই, ঘ) কোনটি নয়।

উত্তর: খ) বহুমুখী,

চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি পদ্মা সেতু নির্মাণের দায়িত্ব গ্রহণ করে কবে?

ক) ২৫ জুন ২০০১, খ) ২৫ জুন ২০১৪, গ) ১৭ জুন ২০১৪, ঘ) ২৩ জুন ২০১২।

উত্তর: গ) ১৭ জুন ২০১৪,

পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কত?

ক) ৪০টি, খ) ৪১টি, গ) ৪২টি, ঘ) ৪৩টি।

উত্তর: খ) ৪১টি,

পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?

ক) ৪০টি, খ) ৪১টি, গ) ৪২টি, ঘ) ৪৩টি।

উত্তর: খ) ৪২টি,

মনে রাখা জরুরি: পিলার স্থাপন করা হয়েছে ৪২টি এখানে প্রতিটি পিলারের পাইলিং করা হয়েছে ৬টি করে তবে বেশ কিছু জটিলতার কারণে ২২টি পিলারের পাইলিং করা হয়েছে ৭টি করে। এখানে মূল জটিলতা ছিলো মাটি। 

পদ্মা সেতু ডিজাইনার বা নকশাকার কে?

ক) AECOM, খ) AMEOM, গ) AOECOM, ঘ) কোনটি নয়।

ক) AECOM

বি: দ্র: পদ্মা সেতুর নকশা বা ডিজাইন অন্য কোথাও ব্যবহার করা যাবে না বাংলাদেশ সেতু বিভাগ এর বিনা অনুমতি ছাড়া

পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে?

ক) শেখ হাসিনা, খ) খালেদা জিয়া, গ) বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান, ঘ) এরশাদ।

উত্তর: ক) শেখ হাসিনা,

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কত সালে?

ক) ২০১২ সালে, খ) ২০০১ সালে, গ) ২০১৪ সালে, ঘ) কোনটি নয়।

উত্তর: খ) ২০০১ সালে,

পদ্মা সেতুতে মোটরসাইকেল এর টোল কত টাকা?

ক) ৭০ টাকা, খ) ৮০ টাকা, গ) ১০০ টাকা, ঘ) ১২০ টাকা।

উত্তর: গ) ১০০ টাকা,

পদ্মা সেতুতে কার/জিপ গাড়ির টোল কত?

ক) ৭৫০ টাকা, খ) ৮৫০ টাকা, গ) ১০০০ টাকা, ঘ) ১২০০ টাকা।

উত্তর: ক) ৭৫০ টাকা,

পদ্মা সেতুতে পিকআপ এর টোল কত?

ক) ৭৫০ টাকা, খ) ১০০ টাকা, গ) ১০০০ টাকা, ঘ) ১২০০ টাকা।

উত্তর: ঘ) ১২০০ টাকা।

পদ্মা সেতুতে মাইক্রোবাসের টোল কত?

ক) ৭৫০ টাকা, খ) ১০০ টাকা, গ) ১৩০০ টাকা, ঘ) ১২০০ টাকা।

উত্তর: গ) ১৩০০ টাকা,

পদ্মা সেতুতে বাসের টোল কত?

ক) ৭৫০-২০০০ টাকা, খ) ১২০০-১৮০০ টাকা, গ) ১৪০০-২৪০০ টাকা, ঘ) ১২০০-২২০০ টাকা।

উত্তর: গ) ১৪০০-২৪০০ টাকা,

প্রতিদিন পদ্মা সেতুতে কতগুলা যানবাহন চলাচল করে?

ক) ২৪ শত, খ) ২ হাজারের উপরে, গ) প্রায় ২৪ হাজার, ঘ) কোনটি নয়।

উত্তর: গ) প্রায় ২৪ হাজার,

 

 

পদ্মা সেতু সম্পর্কে mcq পেতে  BCS Prepare এর সাথে থাকুন। এবং 

পদ্মা সেতু সম্পর্কে mcq ও পদ্মা সেতু সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুণ পদ্মা সেতুর 

Leave a Reply