ঢাবি ভর্তি পরীক্ষা, কম্পিউটার সম্পর্কে যা পড়া উচিত

ঢাবি ভর্তি পরীক্ষা

বিসিএস Prepare কম্পিউটার সম্পর্কে MCQ পর্বের শুরুতে আমরা আজকে জানব কম্পিউটার সম্পর্কে mcq  হতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে আছে বাছাই করা ৪০টি প্রশ্ন এবং উত্তর। যা পড়লে বা জানলে আপনি নিজের জ্ঞানকে প্রসারিত করতে পারবেন এবং সরকারি চাকরির ক্ষেত্রে কাজে আসবে। চলুন কম্পিউটার সম্পর্কে mcq পর্ব শুরু করা যাক।

ঢাবি ভর্তি পরীক্ষার জন্য

একটি আউটপুট ডিভাইসের নাম লিখো

ক) প্রিন্টার, খ) স্ক্যানার, গ) OMR রিডার, ঘ) কীবোর্ড।

উত্তর: ক) প্রিন্টার,

টিকা: আউটপুট ডিভাইস তাকেই বলা হয় যার মাধ্যমে কম্পিউটারে প্রদানকৃত তথ্যের ভিত্তিতে ফলাফল পাওয়া যায় বা ফলাফল প্রদর্শিত হয়। 

কম্পিউটার স্মৃতি প্রধানত কত ভাগে ভাগ করা যায়? 

ক) ২ ভাগে, খ) ৩ ভাগে, গ) ৪ ভাগে, ঘ) ৫ ভাগে।

উত্তর: ক) ২ ভাগে,

টিকা: ১। RAM, ২। ROM 

কম্পিউটারের প্রধান বৈশিষ্ট কোনটি? 

ক) কৃতিম বুধিমত্তা , খ) নির্ভুলতা এবং ক্রান্তিহীনতা, গ) হিসাব-নিকাস, ঘ) সবগুলো।

উত্তর: খ) নির্ভুলতা এবং ক্রান্তিহীনতা,

প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের উদাহরণ কোন টি?

ক) ইউনিভ্যাক-১, খ) ইউনিভ্যাক, গ) মিনিফ্রেম কম্পিউটার, ঘ) অ্যাডা।

উত্তর: খ) ইউনিভ্যাক,

কম্পিউটারের ভাষায় অক্ষর কয়টি?

ক) ২ টি, খ) ৩৯ টি, গ) ২৬ টি, ঘ) কোনটি সঠিক নয়।

উত্তর: ক) ২ টি,

কম্পিউটারের দুটি ভাষা কী কী?

ক) 0 এবং 0, খ) 1 এবং 0, গ) NOR এবং OR, ঘ) সব গুলো সঠিক।

উত্তর: খ) 1 এবং 0,

কম্পিউটারের প্রধান ভাষা কোনটি?

ক) ফ্রান্সিস, খ) ইংরেজি, গ) আরবিক, ঘ) মারাঠি।

উত্তর: খ) ইংরেজি, 

১৯৫২ সাল কম্পিউটারের কোন প্রজন্মের অন্তর্ভুক্ত?

ক) প্রথম প্রজন্ম, খ) দ্বিতীয় প্রজন্ম, গ) তৃতীয় প্রজন্মের, ঘ) চতুর্থ প্রজন্মের।

উত্তর: ক) প্রথম প্রজন্ম, (কারণ কম্পিউটারের প্রথম প্রজন্ম হলো ১৯৫১ সাল থেকে ১৯৫৮ সাল)

বাংলাদেশে প্রথম কম্পিউটার কোথায় স্থাপিত হয়?

ক) টেলিকমিউনিকেশন ভবনে, খ) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে, গ) সচিবালয়, ঘ) বাংলাদেশ ব্যাংক।

উত্তর: খ) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে, 

বাংলাদেশ পারমাণবিক গবেষণা কেন্দ্রে স্থাপিত কম্পিউটারের নাম কী?

ক) ইউনিভ্যাক, খ) আইবিএম-১৬২০, গ) মিনিফ্রেম, ঘ) আইএমবি-১৬২০।

উত্তর: খ) আইবিএম-১৬২০,


ঢাবি ভর্তি পরীক্ষার জন্য কম্পিউটার সম্পর্কে mcq পর্বের সকল প্রশ্ন পেতে বিসিএস Prepare এর সাথেই থাকুন। BCS Prepare এর ICT কর্নারে শুধু যে কম্পিউটার সম্পর্কে mcq পাবেন তা নয়। এখানে আইসিটির সকল প্রশ্ন বিস্তারিত আলোচনা সহ কম্পিউটার সম্পর্কে mcq ঢাবি ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল পর্ব।


বাংলাদেশ পারমাণবিক গবেষণা কেন্দ্রে কত সালে কম্পিউটার স্থাপন করা হয়?

ক) ১৯৫২ সালে, খ) ১৯৬৪ সালে, গ) ১৯৭৩ সালে, ঘ) ১৯৯৬ সালে।

উত্তর: খ) ১৯৬৪ সালে, 

কাজের ধরণ ও প্রকৃতির অনুযায়ী কম্পিউটার কত প্রকার? 

ক) ২ প্রকার, খ) ৩ প্রকার, গ) ৪ প্রকার, ঘ) ৫ প্রকার।

উত্তর: খ) ৩ প্রকার, 

ROM এর পূর্ণরূপ কী?

ক) Random Access Memory, খ) Read Only Memory, গ) Read Access Memory, ঘ) Random only memory।

উত্তর: ক) খ) Read Only Memory, 

কোন মেমোরির ডাটা মুছে ফেলা যায়না?

ক) Ram, খ) EPROM, গ) ROM, ঘ) EEPRAM।

উত্তর: গ) ROM, 

কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি?

ক) RAM, খ) EEPROM, গ) ROM, ঘ) সব গুলো সঠিক।

উত্তর: গ) ROM,

সর্বপ্রথম কোন কোম্পানি হার্ডডিস্ক তৈরী এবং বাজারে আনেন?

ক) আইবিএম, খ) অ্যাপল, গ) Dell, ঘ) ইন্টেল।

উত্তর: ক) আইবিএম,


ঢাবি ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতা কত তার জন্য কনটেন্ট দেয়া আছে। ঢাবি ভর্তি পরীক্ষার যোগ্যতা।


কোনটি ইনপুট এবং আউটপুট উভয় 

ক) টেলিফোন, খ) টার্চ স্কিন মোবাইল, গ) প্রিন্টার, ঘ) OMR রিডার।

উত্তর: খ) টার্চ স্কিন মোবাইল, 

পেনড্রাইভ এর ওপর নাম কী?

ক) পেনড্রাইভ, খ) ফ্ল্যাশ ড্রাইভ, গ) স্থায়ী মেমোরি, ঘ) সব গুলো সঠিক।

উত্তর: খ) ফ্ল্যাশ ড্রাইভ,

পেনড্রাইভ কত সালে বাজারে আসে?

ক) ১৯৯০ সালে, খ) ১৯৯৯ সালে, গ) ২০০০ সালে, ঘ) ২০০১ সালে।

উত্তর: গ) ২০০০ সালে,

LCD এর পূর্ণরূপ কী?

ক) Light emitting diode, খ) Liquid Crystal Display, গ) Liquid Cstal Display, ঘ) কোনটি নয়।

উত্তর: খ) Liquid Crystal Display, 

LCD (Liquid Crystal Display) এর জনক কে?

ক) মার্টিন কুপার, খ) সুইস পদার্থবিদ মার্টিন সাউ, গ) বিল গ্রেস, ঘ) স্টিভ জবস।

উত্তর: খ) সুইস পদার্থবিদ মার্টিন সাউ, 

বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি কে বলা হয়?

ক) পিপীলিকা, খ) উইকিপিডিয়া, গ) EIPC, ঘ) Google।

উত্তর: খ) উইকিপিডিয়া, 

Mydoom Worm একটি

ক) কম্পিউটার এন্ট্রিভাইরাস, খ) কম্পিউটার ভাইরাস, গ) কম্পিউটার গেমস, ঘ) সফটওয়্যার এর নাম।

উত্তর: খ) কম্পিউটার ভাইরাস, 

বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন এর নাম কী?

ক) এপিক, খ) গুগল, গ) পিপীলিকা, ঘ) কোন টি নয়।

উত্তর: গ) পিপীলিকা, 

পিপীলিকা কত সালে বন্ধ হয়ে যায়?

ক) ২০১৩ সালে, খ) ২০২০ সালে, গ) ২০২১ সালে, ঘ) ২০২৪ সালে।

উত্তর: গ) ২০২১ সালে, 

এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়

ক) সুপার কম্পিউটার, খ) হাইব্রিড কম্পিউটার, গ) মিনি কম্পিউটার, ঘ) ডিজিটাল কম্পিউটার।

উত্তর: খ) হাইব্রিড কম্পিউটার,

CIH হলো একটি

ক) কম্পিউটার এন্ট্রিভাইরাস, খ) কম্পিউটার ভাইরাস, গ) কম্পিউটার গেমস, ঘ) সফটওয়্যার এর নাম।

উত্তর: খ) কম্পিউটার ভাইরাস,  

‘CIH’ কত সালে কম্পিউটারে বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করে?

ক) ১৯৬৫ সালে, খ) ১৯৭২ সালে, গ) ১৯৯০ সালে, ঘ) ১৯৯৯ সালে।

উত্তর: ঘ) ১৯৯৯ সালে।

প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?

ক) ADA, খ) C, গ) java, ঘ) কোনটি সঠিক নয়।

উত্তর: ক) ADA,

কম্পিউটারের প্রথম প্রোগ্রাম লেখেন কে?

ক) স্টিব জবস, খ) লেডি অ্যাডা, গ) চার্লস ব্যাবেজ, ঘ) হেনরি ব্যাবেজ।

উত্তর: খ) লেডি অ্যাডা, 

কম্পিউটারের জনক বলা হয় কাকে?

ক) স্টিব জবস, খ) লেডি অ্যাডা, গ) চার্লস ব্যাবেজ, ঘ) হেনরি ব্যাবেজ।

উত্তর: গ) চার্লস ব্যাবেজ,

ডিফারেন্স ইঞ্জিন যন্ত্রটি আবিষ্কার করেন কে ?

ক) স্টিব জবস, খ) লেডি অ্যাডা, গ) চার্লস ব্যাবেজ, ঘ) হেনরি ব্যাবেজ।

উত্তর: গ) চার্লস ব্যাবেজ,

ডিফারেন্স ইঞ্জিন এর বাংলা অর্থ কী?

ক) বিয়োগকরণ যন্ত্র, খ) প্রোগ্রামিং যন্ত্র, গ) কোনটি নয়, ঘ) সবগুলো সঠিক।

উত্তর: ক) বিয়োগকরণ যন্ত্র,

বিয়োগকরণ যন্ত্র তৈরী হয় কতসালে?

ক) ১৯৫৬ সালে, খ) ১৭৮৬ সালে, গ) ১৯৮৬ সালে, ঘ) ১৫৯৯ সালে।

উত্তর: খ) ১৭৮৬ সালে,

চার্লস ব্যাবেজ এর সহধর্মিণীর নাম কী?

ক) মোনালিস, খ) লেডি অ্যাডা, গ) চার্লস অ্যাডা, ঘ) হেনরি ব্যাবেজ।

উত্তর: খ) লেডি অ্যাডা,

Adobe Photoshop কী ধরনের সফটওয়্যার?

ক) কম্পিউটার গেমস, খ) গ্রাফিক্স সফটওয়্যার, গ) ডাটাবেজ সফটওয়্যার, ঘ) OS সফটওয়্যার।

উত্তর: খ) গ্রাফিক্স সফটওয়্যার,

কত বিটে ১ বাইট?

ক) ১০২৪, খ) ১৬, গ) ৮, ঘ) ৬৪।

উত্তর: গ) ৮,

এক কিলোবাইটের বিটের সংখ্যা কত?

ক) ৫১২ byte, খ) ১০২৪ byte, গ) ৮ bit, ঘ) কোনটি নয়।

উত্তর: খ) ১০২৪ byte 

Quick Heal হলো একটি

ক) ভাইরাস সফ্টওয়ার, খ) এন্টিভাইরাস সফ্টওয়ার, গ) গ্রাফিক্স সফটওয়্যার, ঘ) কম্পিউটার গেমস।

উত্তর: খ) এন্টিভাইরাস সফ্টওয়ার, 

http এর পূর্ণরূপ হলো

ক) Hyper Text transfer protocol, খ) Hyper Text markup protocal, গ) internet protocal, ঘ) কোনটি নয়।

উত্তর: ক) Hyper Text transfer protocol,

আপনারা জানেন BCS Prepare হলো একটি শিক্ষামূলক ওয়েবসাইট আমরা সবসময় নতুন কিছু দেয়ার চেষ্টা করি। সেই সাথে ঢাবি ভর্তি পরীক্ষা সাজেশন কিন্তু পাচ্ছেন আমাদের সাইটে। BCS Prepare এর ঢাবি ভর্তি পরীক্ষার কম্পিউটার সম্পর্কে mcq পর্বটি প্রতিনিয়ত চলবে পার্ট তো পার্ট তাই আপনারা ICT কর্ণার পেজ এর সাথেই থাকুন। ঢাবি ভর্তি পরীক্ষা পরবর্তী সম্পর্কে যদি কিছু জানতে আগ্রহী থাকেন আমাদের দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। 

Leave a Reply