টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ খেলোয়াড়দের চুড়ান্তু তালিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ খেলোয়াড়দের চুড়ান্তু  তালিকা

ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ খুব শীগ্রই শুরু হতে যাচ্ছে। সব দেশে তার খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা অনেক আগেই প্রকাশ করেছেন। বাংলাদেশ ক্রিকেট টিম তার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে গতকাল। চলুন জেনে আশি কে কে থাকছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর খেলোয়াড় হিসাবে।

 খেলোয়াড়দের তালিকা:

সিরিয়াল খেলোয়াড়ের নাম: খেলোয়াড়ের ভূমিকা 
০১নাজমুল হোসেন শান্ত (দলনেতা-ক্যাপ্টেন)ব্যাটসম্যান
০২

তাসকিন আহমেদ 

(সহকারী দলনেতা-ভাইস ক্যাপ্টেন)

বোলার
০৩সাকিব আল হাসানবোলার এবং ব্যাটসম্যান (অলরাউন্ডার)
০৪সৌম্য সরকারবোলার এবং ব্যাটসম্যান (অলরাউন্ডার)
০৫তানজিদ হাসান তামিমব্যাটসম্যান
০৬লিটন দাসউইকেট রক্ষক এবং ব্যাটসম্যান
০৭তাওহিদ হৃদয়ব্যাটসম্যান
০৮মাহমুদ উল্লাহ রিয়াদবোলার এবং ব্যাটসম্যান (অলরাউন্ডার)
০৯জাকের আলী অনিকউইকেট রক্ষক এবং ব্যাটসম্যান
১০তানভীর ইসলামবোলার
১১শেখ মাহেদী হাসানবোলার এবং ব্যাটসম্যান (অলরাউন্ডার)
১২রিশাদ হোসেনবোলার এবং ব্যাটসম্যান (অলরাউন্ডার)
১৩মুস্তাফিজুর রহমানবোলার
১৪শরিফুল ইসলামবোলার
১৫তানজিম হাসান সাকিববোলার
১৬আফিফ হোসেন (রিজার্ভ)বোলার এবং ব্যাটসম্যান (অলরাউন্ডার)
১৭হাসান মাহমুদ (রিজার্ভ)বোলার

 টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সময় সূচী এখানে দেখুন 

পর্যালোচনা :

> নাজমুল হোসেন শান্ত (দলনেতা-ক্যাপ্টেন)

বর্তমানে নাজমুল হোসেন শান্ত একজন দুর্দান্ত খেলোয়াড় হয়ে দাঁড়িয়েছেন । গত BPL তার পারফরমেন্স ছিলো দেখার মতো। আর নাজমুল হোসেন শান্ত দলনেতা-ক্যাপ্টেন এর দায়িত্ব আগে অনেক বার পালন করেছেন BPL এবং আর্ন্তজাতিক খেলতে। নাজমুল হোসেন শান্ত এর দলনেতা/ক্যাপ্টেন তখন দেখার মতো ছিলো। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর জন্য দলনেতা/ক্যাপ্টেন নির্বাচন করেছেন।

> তাসকিন আহমেদ (সহকারী দলনেতা/ভাইস ক্যাপ্টেন)

তাসকিন আহমেদ দুর্দান্ত একজন বোলার এবং একজন নিয়মিত ব্যাটসম্যান হয়ে দাঁড়িয়েছেন । গত BPL তার পারফরমেন্স ছিলো দেখার মতো। এখন তার বল এ অনেক ধার হয়েছে। তাসকিন আহমেদ কে সহকারী দলনেতা/ভাইস ক্যাপ্টেন দেয়ার সির্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঠিক হয়েছে বলে মনে করছি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সব দেশের ব্যাটসম্যান এখন অনেক পারদর্শী। আর তাসকিন একজন এমন বোলার যে কখন কোন ব্যাটসম্যান কে কী ভাবে খেলার মাঠে আক্রমণ করতে হবে সেই বিষয় টা তার জানা আছে। 

> সাকিব আল-হাসান

ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারের মধ্যে একজন, ক্রিকেট বিশ্ব যাকে এক নামে চেনেন, যাকে বাংলাদেশ ক্রিকেটের কিং বলা হয় সেই হলো সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা সাকিব আল হাসান কে বাংলাদেশের প্রাণ ও বলে আখ্যা দিয়েছেন। জাতীয় দলের হয়ে  ২৪০টি ওয়ানডে ম্যাচ  খেলেছেন এবং ৭৩৮৪ রানের পাশাপাশি ৩০৮টি উইকেটও নিয়েছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে নবম সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান। সাকিব আল হাসান এর পারফরমেন্স বরাবরই দেখার মতো। বিগত কয়েক বছর ধরে দুর্দান্ত পারফর্ম করে আসছে। তাই সাকিব আল হাসান কে দলে রাখা নিয়ে কোন কারণ খোঁজার মানেই হয় না।

This Post Has One Comment

Leave a Reply