ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা সাজেশন ২০২৫

ভর্তি পরীক্ষা সাজেশন বা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৫

ভর্তি পরীক্ষা সাজেশন বা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সংক্রান্ত প্রশ্ন এবং সাজেশন নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। চিন্তার কিছুই নাই একটু ভালো করে পড়লেই এবং সঠিক নিয়মে পড়লেই ক্যাডেট কলেজে চান্স নিশ্চিত। 

অনেকেই আছেন যাঁরা ছাত্র খুব একটা ভালো না কিন্তু তারাও চাই ক্যাডেট কলেজে পড়বেন। তাদের জন্য আমাদের আজকের প্রিপারেশন। 

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সাজেশনে সব সময় সবাই চিন্তিত থাকে, কি পড়বে, কোথা থেকে পড়বে, কোন প্রশ্ন পড়লে কমন পাবে, বাংলা পদ্য এবং গদ্য অংশে কতটুকু পড়তে হবে? কতটুকু করতে হবে ইংরেজি পার্ট থেকে, সাধারণ জ্ঞান কি কি বিষয় থেকে পড়তে হবে? গণিতে কোন কোন অংশ ভালোভাবে দেখতে হবে ? কি কি অংক করতে হবে এসব নিয়ে অনেকে চিন্তিত থাকেন। 

তবে আমি বলব ক্যাডেট ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তার কিছু নেই নিয়মিত পড়াশোনা এবং সঠিক গাইডলাইনে ফলো করুন দেখবেন আপনার সাফল্য নিশ্চিত। 

এই পর্বে আমরা  ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সংক্রান্ত প্রশ্ন এবং সাজেশন নিয়ে তৈরী করেছি স্পেশাল সাজেশন যা দেয় আপনাকে সঠিক জ্ঞান এবং কমনের নিশ্চয়তা। 

তাই আমাদের সাজেশন ফলো করুন প্রশ্নগুলো বুঝতে চেষ্টা করুন প্রশ্নগুলো মাথায় গেঁথে ফেলুন। 

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সংক্রান্ত প্রশ্ন এবং সাজেশন নিয়ে স্পেশাল সাজেশনে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আজকের সাজেশনটা সবারই অনেক উপকারে আসবে.

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য সবাইকে সর্বপ্রথম যেটা পড়তে হবে তা হলো পাঠ্য বই হতে গদ্যাংশ পদ্যাংশ থেকে কবি পরিচিতি ভালোভাবে পড়তে হবে। কারণ এখন থেকে প্রশ্ন থাকবেই। 

প্রতিটা কবিতার মূলভাব এবং গদ্য থেকে সকল গল্পের মূলভাব ভালোভাবে পড়তে হবে।  লেখক পরিচিতি এবং গদ্যাংশ পদ্যাংশের থেকে সবসময় প্রশ্ন থাকে। 

প্রশ্ন এবং উত্তর গদ্যাংশ পদ্যাংশের থেকে

১। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন

উত্তর: একাধারে ছিলেন কবি, সংগীতজ্ঞ, চিত্রশিল্পী,কথাসাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, শিক্ষাবিদ, দার্শনিক, সমাজ সংস্কারক। 

২।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে?

উত্তর : ১৮৬১ সালে 

লেখক পরিচিতি নিয়ে আরও পড়তে এখানে দেখুন, রবীন্দনাথ ঠাকুর

৩।  কথাসাহিত্যিক শওকত ওসমান কত সালে জন্ম গ্রহণ করেন ?

উত্তর: ২ জানুয়ারি ১৯১৭ সালে 

৪। মানুষ কেন ফেরেশতাদের দেখতে পায়না?

উত্তর : নূরের তৈরি বলে

৫। আসমানীদের বাড়ির পাশে কি আছে?

উত্তর: পদ্মপুকুর

৬। মিনার বলা হয় কাকে?

উত্তর: মসজিদের উঁচু স্থানকে

৭। স্তম্ভ কে বাঁচতে দাও কবিতার রচয়িতা কে?

উত্তর: শামসুর রহমান 

৮। তিন জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ কী কাকে পাঠান?

উত্তর: একজন ফেরেশতাকে পাঠান ।

৯। কোন কবির ছদ্ব নাম বলাইচাঁদ ?

উত্তর : বনফুল ।

১০। কবি সওকত ওসমানের প্রকৃত নাম কী ?

উত্তর : আজিজুর  রহমান

ভর্তি পরীক্ষা সাজেশন (ক্যাডেট ভর্তি পরীক্ষা সাজেশন)  বাংলা ব্যাকরণ থেকে কি কি অংশ থাকবে,  চলুন জেনে নেয়া যাক বাংলা ব্যাকরণ অংশ সম্পর্কে।  

বাংলা ব্যাকরণ থেকে সব সময় প্রশ্ন থেকে যে অংশ থেকে তা হলো  

১। ভাষা ও বাংলা ভাষা 

২। বাংলা ভাষার ইতিবৃত্ত বা ইতিহাস

৩।রূপতত্ত্ব 

৪। ধ্বনিতত্ত্ব 

৫।বাক্যতত্ত্ব 

৬।শব্দ ও পদ পরিচয় অংশ থেকে যে বিষয়গুলো পড়বেন তাহলো: 

  • ৬.১।শব্দ 
  • ৬.২।পথ 
  • ৬.৩।পদের শ্রেণীবিভাগ 
  • ৬.৪।পদ পরিবর্তন 
  • ৬.৫।বিপরীত শব্দ 
  • ৬.৬।দ্বিরক্তি 
  • ৬.৭।শব্দ এবং সংখ্যাবাচক 

৭। লিঙ্গ 

৮।বচ্চন 

৯। ক্রিয়াকাল অংশ থেকে যে বিষয়গুলো পড়বেন তাহলো: 

৯.১। ক্রিয়াকালের শ্রেণিবিভাগ এবং প্রয়োগ  

১০। বাগধারা 

১১। এক কথায় প্রকাশ 

১২।বিরাম চিহ্ন

১৩। কারক 

ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ থেকে কিছু গুরুতপূর্ণ  প্রশ্ন এখানে উল্লেখ্য করা হলো,

প্রশ্ন এবং উত্তর বাংলা ব্যাকরণ অংশ থেকে

১। অর্থ অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : তিন ভাগে ভাগ করা যায়।

২। “বাবা” কোন ভাষার শব্দ?

উত্তর: তুর্কি ভাষা।

ভর্তি পরীক্ষা সাজেশন ব্যাকরণ থেকে সমর্থক শব্দ

৩। মৃত্যু শব্দের সমার্থক শব্দ হলো

উত্তর : চিরবিদায়, পঞ্চত্বপ্রাপ্তি, ইন্তেকাল ইতাদি ।

৪। আগুন শব্দের সমার্থক শব্দ হলো

উত্তর: অগ্নি,অনল,পাবক,হুতাসন ইতাদি ।

৫। সমুদ্র শব্দের সমার্থক শব্দ হলো

উত্তর : অর্ণব, জলধী,পারাবার, সাগর ইতাদি।

৬। চন্দ্র শব্দের সমার্থক শব্দ হলো

উত্তর: চাঁদ, শশী, সুধাকর, নিশাকর ইতাদি।

৭। পৃথিবী শব্দের সমার্থক শব্দ হলো

উত্তর: ধরা, ধরনী , বসুন্ধ্বরা , মেদিনী ইতাদি।

ব্যাকরণ থেকে বিপরীত শব্দ

৮। চপল শব্দের বিপরীত শব্দ হলো

উত্তর: গম্ভীর

৯। অলীক শব্দের বিপরীত শব্দ হলো

উত্তর: সত্য

১০। ইহলৌকিক শব্দের বিপরীত শব্দ হলো

উত্তর: পরলৌকিক 

১১। সংশয় শব্দের বিপরীত শব্দ হলো

উত্তর: প্রত্যয় 

আপনার জানেন যে ক্যাডেট ভর্তি পরীক্ষায় সবসময় বাংলা ব্যাকরণ অংশ থেকে (এক কথায় প্রকাশ থেকে) প্রশ্ন থাকেই থেকে, তাই এই অংশ ভালো করে দেখতে হবে। 

ব্যাকরণ। অংশ থেকে এককথায় প্রকাশ

১।  “দীপ্ত পাচ্ছে এমন” এক কথায় বলা হয় 

উত্তর: দীপমান।

২। “যে জন্ম লাভ করেছেন” এক কথায় বলা হয় 

উত্তর: জাতক

৩। “চিরস্থায়ী নয় যা” এক কথায় বলা হয় 

উত্তর: নশ্বর

৪। “যার উভয় হাত সমান চলে” এক কথায় বলা হয় 

উত্তর: সব্যসাচী

৫। “মনুষ্য জাতির কল্যান” এক কথায় বলা হয় 

উত্তর: লোকহিত 

ভর্তি পরীক্ষা সাজেশন ব্যাকরণ অংশ বাগধারা থেকে প্রশ্ন

১। “খয়ের খাঁ” বাগধারাটির অর্থ কী ?

উত্তর : চাটুকার

২। “এসপার ওসপার” বাগধারাটির অর্থ কী ?

উত্তর: মীমাংসা

৩। “গদাই লস্কিই জাল চাল” বাগধারাটির অর্থ কী ?

উত্তর: আলসেমি

৪। “দুধের মাছি” বাগধারাটির অর্থ কী ?

উত্তর: সুসময়ের বন্ধু

৫। “অক্কা পাওয়া” বাগধারাটির অর্থ কী ?

উত্তর: মারা যাওয়া 

কারক ও বিভক্তি

১। “ডাক্তার ডাক” এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি ?

উত্তর: কর্মশূন্য

২। “চেষ্টাই সব হয়” এখানে চেষ্টায় কোন কারকে কোন বিভক্তি ?

উত্তর: করণে সপ্তমী

৩। “বাবাকে বড্ড ভয় পায় তাই” এখানে বাবাকে কোন বিভক্তি ?

উত্তর: অপাদানের তৃতীয়া

৪। “অন্ধজনে দেহে আলো” এখানে অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি ?

উত্তর: সম্পাদনে ৭মী

৫। “টাকায় টাকা হয়” এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি ?

উত্তর: অপাদানে ৭মী

ক্যাডেট ভর্তি পরীক্ষা সাজেশন পার্ট-২ 

This Post Has One Comment

  1. Abdul Kaddus

    Nice

Leave a Reply