কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল-২০২৪ বাংলাদেশ বিষয়াবলী অংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন

কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল-২০২৪ বাংলাদেশ বিষয়াবলী অংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন [PDF]

প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুতপূর্ণ প্রশ্ন নিয়ে প্রশ্ন এবং উত্তর পর্বে আলোচনা করা হয়। ঠিক আজকেও থাকছে কিছু গুরুতপূর্ণ প্রশ্ন

বাংলাদেশ বিষয়াবলী অংশের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা 

প্রশ্ন: বাংলাদেশ বিমান বাহিনীর প্রস্তুতকৃত প্রথম প্রশিক্ষণ বিমানের নাম কী?
উত্তর : বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার (BBT)।

Remark: 

২০২০ সালের জানুয়ারিটি বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার (বিবিটি) তৈরির যাত্রা শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় থেকে। বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার (বিবিটি) তৈরির মাধ্যমে এটা প্রমাণিত হয় যে বাংলাদেশেও বিমান তৈরি সম্ভব। আর তাই নিজেদের চেষ্টায় নিজেদের প্রকৌশলী, নিজেদের কারিগরি প্রযুক্তি দ্বারা নির্মাণ করেন বাংলাদেশের প্রথম উড়োজাহাজ বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার-১ (বিবিটি-১)। বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার-১ (বিবিটি-১) ১৮০ কিমি গতিতে ১০,০০০ ফুট উচ্চতায় উড্ডয়নে সক্ষম। ১২ ফেব্রুয়ারি ২০২৩ বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার-১ (বিবিটি-১) প্রথম টেস্ট ফ্লাইট সম্পন্ন করে যার মাধমে রচিত হয় নতুন ইতিহাস।

প্রশ্ন: ২৪ মার্চ ২০২৪ইং উদ্বোধন কৃত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রশিক্ষণ বিমানের নাম কী?
উত্তর : বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার (BBT)।

প্রশ্ন: ১৮ মার্চ ২০২৪ইং কোন কোন ব্যাংকের এক হওয়ার স্মারকলিপি স্বাক্ষর করে?
উত্তর : এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংক।

প্রশ্ন: এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংক এক হওয়ার স্মারকলিপি স্বাক্ষরিত হয় কবে বা কত তারিখ?
উত্তর : ১৮ মার্চ ২০২৪ইং ।

প্রশ্নঃ সিঙ্গেল সেল জিনোমিক ডেটা সংশ্লেষণ উদ্ভাবন করেন কোন প্রতিষ্ঠান?
উত্তর : চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সর্ব প্রথম উদ্ভাবন করেন)।

Remark:

বাংলাদেশে এই  প্রথম সেঁজুতি সাহার (অণুজীববিজ্ঞানী) নেতৃত্বে সিঙ্গেল সেল জিনোমিক্স ডাটা সংশ্লেষণ করেছেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা। এই গবেষণার অর্থায়ন সহায়তা করেন চ্যান জাকারবার্গ ইনস্টিটিউটের। এ গবেষণা প্রকল্পে যুক্ত আছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এমআইটি ও বোস্টন চিলড্রেনস হসপিটালের বিজ্ঞানীরা।

 

প্রশ্ন: সমুদ্রের ২৪টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহবান করা হয় কবে?
উত্তর : ১০ মার্চ ২০২৪ইং  ।

প্রশ্ন: ১০ মার্চ ২০২৪ইং সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধানে জন্য দরপত্র আহবান করেন কতটি ব্লকের?
উত্তর : ২৪টি  ব্লকের।

প্রশ্ন: বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশে উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয়?
উত্তর : ১৫৭টি।

প্রশ্ন: সরকারি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়  কত ধরনের?
উত্তর : ৩২ ধরনের। 

প্রশ্ন: সরকারি হাসপাতালে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়  কত ধরনের?

উত্তর: ১০৫ ধরনের ঔষধ।

প্রশ্ন: ২০২৪ইং সালের মার্চ মাসে নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা কত জন?
উত্তর : ১২,১৮,৫০,১৬০ জন।

প্রশ্ন: কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রের নাম কী ?
উত্তর : ডা. তাহসিন বাহার সূচনা। (তাহসিন বাহার হলেন পেশায় একজন চিকিৎসক। তার পিতা হলেন বাহারউদ্দিন বাহার কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য)

প্রশ্ন: গাজীপুর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র কে?
উত্তর : জায়েদা খাতুন। (জায়েদা খাতুন হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম কোন মহিলা মেয়র নির্বাচিত হলেন এবং তিনি কোন রাজনৈতিক দলের সমর্থিত ছিলেন না। তিনি হলেন স্ব-তন্ত্র প্রার্থী)

প্রশ্ন: কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়রের নাম কী ?
উত্তর : ডা. তাহসিন বাহার সূচনা।

প্রশ্ন: ২০২৪ সালে “ট্রি ‘অব পিস’ পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি?
উত্তর : ড. মুহম্মদ ইউনূস ।

প্রশ্ন : SIPRI’র রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ অস্ত্র আমদানিতে বিশ্বে কততম?
উত্তর : ২৬তম অবস্থানে।

প্রশ্ন : SIPRI’র রিপোর্ট অনুযায়ী, অস্ত্র আমদানিতে বিশ্বের প্রথম দেশ 
উত্তর : ভারত ।

প্রশ্ন: প্রাথমিক শিক্ষকতায় নারী কোটা কত শতাংশ?

উত্তর: ৬০%। (গত মাস জুলাই-২০২৪ইং সাল পর্যন্ত ছিল কিন্তু এখন কোন নারী কোটা থাকবে না। কারণ এই সকল কোটার বৈষম্য দূর করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় জুলাই মাসের প্রথম থেকে যার প্রভাব পড়ে পুরো দেশে এবং অনেক ছাত্র জনতা প্রাণ হারায় এবং দেশের তৎকালীন প্রধান মন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়। )

বর্তমান কোটা ব্যবস্থা 

  • মেধা কোটা- ৯৩ শতাংশ 
  • বীর মুক্তিযোদ্ধাদের সন্তান – ৫ শতাংশ 
  • উপজাতি কোটা – ১ শতাংশ 
  • প্রতিবন্ধী কোটা- ১ শতাংশ 
বি: দ্র: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মাধমে বর্তমান কোটা পদ্ধতি পরিবর্তন হয়। তবে নীতিতে বলা আছে সরকার চাইলে তা পরিবর্তন পরিবর্ধন করতে পারবেন। 
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে বিস্তারিত পড়তে বাংলাদেশ বিষয় বলি টি দেখুন।
 
প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স  এর গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন পাবেন BCS Prepare পরিচালিত শিক্ষামূলক ওয়েবসাইট www.bcsprepare.com এ। এবং আপনি BCS Prepare হতে খুব সহজে PDF কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসের টা ডাউনলোড করতে পারবেন। 
এছাড়াও 

Leave a Reply