অনলাইন মডেল টেস্টের মাধ্যমে চূড়ান্ত প্রস্তুতি হোক শিক্ষক নিবন্ধনের

অনলাইনে মডেল টেস্টের মাধ্যমে চূড়ান্ত প্রস্তুতি হোক শিক্ষক নিবন্ধনের জন্য

বিনা প্রস্তুতিতে কখন ভাল ফলাফল সম্ভব নয়। তাই অনলাইনে মডেল টেস্টের মাধ্যমে আপনার চূড়ান্ত প্রস্তুতি হোক শিক্ষক নিবন্ধনের জন্য। সব সময় খাতা বই নিয়ে ঘোরা সম্ভব নয় আর এই ডিজিটাল যুগে এসে কেনই বা বই নিয়ে ঘুরবো। কারণ আপনি যদি গুগলে সঠিক কিছু লিখে সার্চ করতে পারেন তাইলে গুগল আপনাকে নিরাশ করবে না।

1 / 70

ইন্দ্র ইউরোপীয় ভাষা বংশের শাখা কয়টি

2 / 70

বাংলা ভাষার যে বংশ থেকে এসেছে

3 / 70

সর্বপ্রথম সাধু ভাষা ব্যবহার করেন

4 / 70

তৎসম শব্দ বেশি থাকে

5 / 70

পৃথিবীর অধিকাংশ ভাষার রূপ

6 / 70

বাংলা ভাষার আদি উৎস

7 / 70

বাংলা ভাষা বিশেষভাবে প্রভাবিত

8 / 70

বাংলা ভাষা বিশেষভাবে প্রভাবিত

9 / 70

ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎসকাল 

10 / 70

ড. মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা উদ্ভব

11 / 70

ড. সুনীতিকুমার  চট্টোপাধ্যায় ও জর্জ গিয়ার্সনের মত অনুসারে বাংলা ভাষার উদ্ভব হয়েছে

12 / 70

বাংলা ভাষার বয়স 

 

13 / 70

পৃথিবীতে বাংলা ভাষা-ভাষায়ী

14 / 70

প্রায় 24 কোটি মানুষের মুখের ভাষা 

15 / 70

বর্তমানে পৃথিবীতে কতটি ভাষা প্রচলিত আছে?

16 / 70

ভাষার মূল উপাদান কে বলা হয় 

17 / 70

ভাষার মূল উপাদান হল 

18 / 70

মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কি বলা হল? 

19 / 70

মনের ভাব প্রকাশের মাধ্যম কি?

20 / 70

মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হল 

21 / 70

মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশের ধ্বনি সমষ্টিকে কি বলা হয়?

22 / 70

মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশের ধ্বনি সমষ্টিকে বলা হয় 

23 / 70

http এর পূর্ণরূপ হলো

24 / 70

Quick Heal হলো একটি

25 / 70

এক কিলোবাইটের বিটের সংখ্যা কত?

26 / 70

Adobe Photoshop কী ধরনের সফটওয়্যার?

27 / 70

চার্লস ব্যাবেজ এর সহধর্মিণীর নাম কী?

28 / 70

বিয়োগকরণ যন্ত্র তৈরী হয় কতসালে?

29 / 70

কম্পিউটারের প্রথম প্রোগ্রাম লেখেন কে?

30 / 70

কম্পিউটারের জনক বলা হয় কাকে?

31 / 70

এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়

32 / 70

পিপীলিকা কত সালে বন্ধ হয়ে যায়?

 

33 / 70

LCD (Liquid Crystal Display) এর জনক কে?

34 / 70

বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি কে বলা হয়?

35 / 70

বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন এর নাম কী?

36 / 70

LCD এর পূর্ণরূপ কী?

37 / 70

পেনড্রাইভ এর ওপর নাম কী?

38 / 70

কোনটি ইনপুট এবং আউটপুট উভয় 

39 / 70

সর্বপ্রথম কোন কোম্পানি হার্ডডিস্ক তৈরী এবং বাজারে আনেন?

40 / 70

ROM এর পূর্ণরূপ কী?

41 / 70

বাংলাদেশ পারমাণবিক গবেষণা কেন্দ্রে কত সালে কম্পিউটার স্থাপন করা হয়?

42 / 70

১৯৫২ সাল কম্পিউটারের কোন প্রজন্মের অন্তর্ভুক্ত?

43 / 70

কম্পিউটার স্মৃতি প্রধানত কত ভাগে ভাগ করা যায়? 

44 / 70

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া কত?

45 / 70

কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোন দেশি কোম্পানি?

46 / 70

মেট্রোরেলের কোচগুলো উচ্চতা কত?

47 / 70

মেট্রোরেলের কোচগুলো তৈরি করেন কোন প্রতিষ্ঠান?

48 / 70

ঢাকা মেট্রোরেলের স্টেশন কোথায় নেই?

49 / 70

What is the Full Form of MRT?

50 / 70

ঢাকা মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কবে

51 / 70

প্রথম মেট্রোরেল সার্ভিস চালু হয় কোথায় এবং কবে?

52 / 70

মেট্রোরেল কী ?

53 / 70

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ রানার্সআপ হয় কোন দেশ?

54 / 70

ইসরাইলের স্পেশাল ফোর্স এর নাম কী?

55 / 70

“জুলিয়ান আসাঞ্জ” কোন দেশের নাগরিক?

56 / 70

বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ভার্চুয়ালি হাসপাতাল কোনটি?

57 / 70

“তাস-TASS” কী?

58 / 70

কোন সাংবাদিক মহাকাশে এক হাজার দিন থাকার রেকর্ড গড়েন?

59 / 70

'নাগাপালি' কোন দেশের সমুদ্র সৈকত?

60 / 70

গবাদি পশুর ওপর ট্যাক্স আরোপ করে কোন দেশ?

61 / 70

BIMSTEC এর পূর্ণরূপ কোনটি?

62 / 70

বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী হিসাবে মোতায়েন রয়েছে?

63 / 70

দেশের ২০২২-২৩ অর্থবছরে মূল্যস্ফীতি ছিল কত শতাংশ?

64 / 70

ইউনিয়ন পরিষদ সচিব পদের বর্তমান নাম কী?

65 / 70

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের নাম কী?

66 / 70

UNICEF সদর দপ্তর কোথায় অবস্থিত?

67 / 70

> WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

68 / 70

> WTO কার অধীনে পরিচালিত হয়?

69 / 70

> রুটির ঝুলি বলা হয় কোন বিভাগকে ?

70 / 70

> বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?

Your score is

The average score is 47%

0%

অনলাইন মডেল টেস্ট

অনলাইন মডেল টেস্ট চূড়ান্ত প্রস্তুতি 

প্রতিবারের মত থাকছে অনলাইন মডেল টেস্ট শিক্ষক নিবন্ধনের জন্য। NTRCA (Non-Government Teachers’ Registration and Certification Authority) পরীক্ষার জন্য আপনি ঘরে বসেই অনলাইন মডেল টেস্টের মাধ্যমে নিজেকে প্রস্তুত করে রাখতে পারেন। অনলাইন মডেল টেস্ট শুধু আপনার জ্ঞানকে বর্ধিত করবে না কিন্তু নয়। আপনার জ্ঞান বর্ধিতর সাথে সাথে আপনার মানসিক সাহস ও যোগাবে। 

কোন চাকরির জন্য এই অনলাইন মডেল টেস্ট 

আজকের মডেল টেস্টটি মূলত সাজানো হয়েছে NTRCA শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারির জন্য। কিন্তু শুধু যে শিক্ষক নিবন্ধন ধারিরাই এই অনলাইন মডেল টেস্ট দিতে পারবেন তা কিন্তু নয়। যে কাঠামোতে প্রশ্ন সাজানো হয়েছে তাতে প্রাইমারি শিক্ষক এবং ঢাকা ইউনিভার্সিটি ভর্তির জন্য ও ভালোউপক্রিত হবেন। 

Leave a Reply