শিক্ষকতা এক মহৎ পেশা। হয়তো এর জন্য মানুষ এই পেশায় বেশি আসতে চায়। কিন্তু আপনি যদি এই পেশায় আসতে চান তাহলে আপনাকে এই পেশায় যোগ্য হয়েই আসতে হবে। থাকতে হবে সকল গুণ যা একজন আদর্শ শিক্ষকের থাকা দরকার। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আজকের অনলাইন মডেল টেস্ট সম্পূর্ণ প্রস্তুতি সাজিয়েছি নোবেল পুরস্কার ২০২৪ নিয়ে। প্রতি বছর আন্তর্জাতিক পুরস্কার “নোবেল প্রাইস” হতে কোন না কোন প্রশ্ন থাকেই। সেই সাথে নিজের জানার জন্য হলেও দেখতে পারেন। তাই দেরি না করে এখনই দিয়ে ফেলুন এই অনলাইন মডেল টেস্ট পরীক্ষাটি।
অনলাইন মডেল টেস্ট কেন গুরুত্বপূর্ণ
আপনি অনেক পড়াশোনা করেছেন কিন্তু নিজেকে যাচায় করতে পারছেন না। আর করবেনই বা কিভাবে? একা একাতো আর নিজেকে যাচাই করা যায় না। বিনা খরচে নিজেকে যাচাই করার এক মাত্র পদ্ধতি হলো অনলাইন মডেল টেস্ট।
নোবেল পুরস্কার কেন বিখ্যাত
নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করে গেছেন আলফেট নোবেল নামক এক আমেরিকান। মানব সভ্যতার শান্তি এবং উন্নয়নের লক্ষ্যে এই পুরস্কার পরিচালিত হয়। ২০২৪ সালে নোবেল পুরস্কার বিজয়ী হয়েছেন ৬টি ক্যাটাগরিতে ১১জন ব্যক্তি এবং একটি সংস্থা। নোবেল পুরস্কারে বর্তমানে যে অর্থ মূল্য প্রদান করা হয় তা বর্তমান বাংলাদেশি টাকায় প্রায় ১৩ কোটি। যা সুইডিশ ক্রোনা হলো ১ কোটি ১০ লক্ষ।
১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি
প্রস্তুতি তো সব ক্ষেত্রেই প্রয়োজন, হোক ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বা ২০ তম কিংবা প্রাইমারি শিক্ষক বা সরকারি যেকোনো পরীক্ষা।